বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে অস্ট্রেলিয়া প্রবাসী সংগঠন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া।
সংগঠনের সদস্যরা নিজেরা অর্থ উত্তোলন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে যারা এই অনুদান পেয়েছেন, তারা এ সংগঠনের সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সংগঠনের সদস্যরা বলেন, জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া সংগঠনের সদস্যরা এ ধরনের মানবিক সহযোগিতা করতে পেরে আনন্দিত। কেননা এ ধরনের সহযোগিতা করা এ সংগঠনের প্রাত্যাহিক কাজের একটা অংশ।
বহুদিন থেকেই বাংলাদেশের দরিদ্র মেধাবীদের সহায়তা প্রকল্প চালু রেখেছে সংগঠনটি।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor