ঢাকা , শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ভারতের বিপক্ষে ১৪৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

আপলোড সময় : ২০-০৯-২০২৪ ০৪:১৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-০৯-২০২৪ ০৪:১৮:০৭ অপরাহ্ন
ভারতের বিপক্ষে ১৪৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে পেসারদের তোপে ১৪৯ রানে অলআউট গেছে বাংলাদেশ। এতে ভারতের লিড ২২৭ রানের। এতে বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল ভারতের সামনে। তবে সেই সিদ্ধান্ত নেননি অধিনায়ক রোহিত শর্মা। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত।

এর আগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে প্রথম ইনিংসে ভারত ৩৭৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৬ বলে ২ রান করে জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হয়ে যান সাদমান ইসলাম। এরপর নবম ওভারের প্রথম বলে আরেক ওপেনার জাকির হাসানকে বোল্ড করেন আকাশ দিপ। মাত্র ৩ রানে সাজঘরে ফেরত যান জাকির।

ভারতীয় পেসারের পরের বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটার মুমিনুল হকও। তবে আকাশ দিপকে হ্যাটট্রিক করতে দেননি মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৬ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর নেমেই আউট হন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের বলে দ্বিতীয় স্লিপে বিরাট কোহলি হাতে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক (৩০ বলে ২০)।

পরের ওভারেই ১৪ বলে ৮ রান করে জাসপ্রিত বুমরাহের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ মুশফিকুর রহিম। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি করেন সাকিব ও লিটন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে লেগসাইডে উড়িয়ে মারতে গিয়ে বদলি ফিল্ডার ধ্রুব জুরেলের হাতে ধরা পড়েন লিটন। ৪২ বলে ২২ রান করে ফেরত যান ডানহাতি ব্যাটার। এতে জুটি ভাঙে বাংলাদেশের। খানিক পর ৩২ রানে ফিরে যান সাকিব আল হাসান।

বাংলাদেশের শেষ ভরসার নাম তখন মেহেদী হাসান মিরাজ। টেইলেন্ডারদের নিয়ে যা করার করতে হবে তাকেই। সে হিসেবে নিজে উইকেট আকড়ে ধরে রাখলেও তাকে সঙ্গ দিতে পারেননি হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। বাংলাদেশের ইনিংস থামে ১৪৯ রানে। মিরাজ অপরাজিত ছিলেন ২৭ রানে। জাসপ্রিত বুমরাহর শিকার ৪ উইকেট। মিরাজ

এর আগে, চেন্নাই টেস্টের প্রথম দিনে ১৪৪ রানে ৬ উইকেট হারায় ভারত। তবে এরপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটিংয়ে ঘুড়ে দাঁড়িয়ে ৩৩৯ রানে দিন শেষে করে ভারত। দ্বিতীয় দিনে ১১৩ রানে অশ্বিন, ৮৬ রানে জাদেজা ফিরলে ৩৭৬ রানে থামে ভারতের ইনিংস। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নেন হাসান মাহমুদ। তাসকিন শিকার করেন ৩ উইকেট।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ