দেশের চার কারাগারের সুপারিনটেনডেন্টকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে।
অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন- শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে। তাদের মধ্যে সুভাষের ৯ বছর, বজলুরের ২ বছর, মকলেছুরের ৪ মাস ও নেছারের পৌনে ৩ বছরের চাকরির মেয়াদ ছিল।
ধারায় বলা আছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।’
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor