ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন: গভর্নর
মস্কো, ১৩ জুলাই, ২০২৪ (বাসস ডেস্ক): ইউক্রেনীয় ড্রোন হামলার পর শনিবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এ কথা বলেছেন।
গোলুবেভ লিখেছেন, ‘ড্রোন হামলার পর, সিমলিয়ানস্কি জেলার একটি পেট্রোল শোধনাগারে আগুন লেগেছে’। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এলাকাটি যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তার বাহিনী চারটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর দুটি রোস্তভ, একটি ইউক্রেন সংলগ্ন বেলগোরোড অঞ্চলে এবং আরেকটি আরো উত্তরে কুরস্কে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স