উপাচার্য পেলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
৪০ দিন পর উপাচার্য পেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। এই পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বেরোবির ষষ্ঠ উপাচার্য।
বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রংপুর আইন, ২০০৯ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. শওকত আলী, ফলিত গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স