ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সমাবেশস্থলে জড়ো হচ্ছে নেতাকর্মীরা, মঞ্চে পরিবেশিত হচ্ছে গান

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ০২:০৪:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ০২:০৪:১২ অপরাহ্ন
সমাবেশস্থলে জড়ো হচ্ছে নেতাকর্মীরা, মঞ্চে পরিবেশিত হচ্ছে গান
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ঢাকায় সমাবেশ আজ। মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আনুষ্ঠানিক ভাবে এ সমাবেশ শুরু হবে। 

এদিকে সরেজমিনে দেখা গেছে মঙ্গলবার সকাল দশটা থেকে রাজধানীর আশপাশের এলাকা থেকে নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। কেউ কেউ আবার বিভিন্ন মিছিল নিয়ে গলিতে অবস্থান করছেন। আর সমাবেশ মঞ্চে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পরিবেশিত হচ্ছে দলীয় ও দেশাত্মবোধক গান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ঢাকায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সমাবেশে দেশবাসী ও দলের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনা মূলক বার্তা দেবেন।  সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্যগণসহ সিনিয়র নেতৃবৃন্দ। 

সমাবেশে সমন্নয় করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য  অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল। 

সঞ্চালনা করবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর  বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 

এছাড়া সারাদেশে বিভাগীয় শহরে আয়োজিত র্যালীতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। 

সিলেটে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, খুলনায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বরিশালে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রংপুরে স্থায়ী কমিটির সদস্য  হাফিজ উদ্দিন আহম্মদ (বীর বিক্রম),  ফরিদপুরে  বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, রাজশাহীতে ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ