ঢাকা , শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ , ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১৬-০৯-২০২৪ ১১:০৭:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৬-০৯-২০২৪ ১১:০৭:২৮ পূর্বাহ্ন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সুজিত রায় (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী চয়ন মোল্লা জানান, নিহত সুজিত কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। বাবার নাম বীরেন্দ্র রায়। তবে কি মামলায় আটক ছিলেন তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ