ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

গভীর রাতে জোরপূর্বক ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত

আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০২:৪৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০২:৪৮:২৯ অপরাহ্ন
গভীর রাতে জোরপূর্বক ৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
গভীর রাতে জোরপূর্বক তিনজন বাংলাদেশিকে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারতের আসাম রাজ্যের পুলিশ। এদের মধ্যে রয়েছেন- দুজন নারী ও এক যুবক।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ তাদের বাংলাদেশে পুশব্যাক করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে আসাম পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে এবং গভীর রাতে তাদের নিজ দেশে ফেরত পাঠায়। ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন সুমন হোসেন, সুহানা খাতুন ও ইভা আক্তার।

বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তাল হওয়ার পর ৯ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬৫ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে আসাম পুলিশ এবং এদের মধ্যে ১৫ জনকে উৎস দেশে ফেরত পাঠানো হয়।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর আসাম পুলিশ রাজ্যটির করিমগঞ্জে দুই দেশের সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। এছাড়া এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিরোধ করতে নজরদারিও অব্যাহত রাখে তারা। সেই দুই অনুপ্রবেশকারীকে শাহাদাত হুসেন এবং প্রিয়াঙ্কা গাইন হিসেবে শনাক্ত করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ওই দুজনকেও আটক করে সফলভাবে সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।

গত সপ্তাহেও একইভাবে আসাম পুলিশ কয়েকজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার এবং ভোরবেলা তাদের পুশব্যাক করেছিল। তারা হলেন- আফরোজা, জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি ও লখিপুর আক্তার।

গত ২৪ আগস্ট ভোরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক করে বিএসএফ। শনিবার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায় পুশব্যাক হওয়া ব্যক্তিরা।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ