ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন

আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০২:৩৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০২:৩৬:৩৪ অপরাহ্ন
পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন
পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সফর রাজ হোসেন।

তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন।

বিসিএস ৭৭ ব্যাচের কর্মকর্তা ছিলেন সফর রাজ হোসেন। এছাড়া তিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে (১৯৮৮-১৯৮৯ সাল) জনপ্রশাসন ও অর্থনীতির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে (জুলাই থেকে ডিসেম্বর) তিনি কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ইউএসএআইডির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণে সফর রাজ হোসেনের পরিবর্তে ভুলবশত সফররাজ চৌধুরী বলা হয়।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. ইফতেখারুজ্জামান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে আবদুল মুয়ীদ চৌধুরী ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিক দায়িত্ব পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ