ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে প্রাণ গেলো শেকৃবি শিক্ষার্থীর

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১১:৩২:০১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১১:৩২:০১ পূর্বাহ্ন
বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে প্রাণ গেলো শেকৃবি শিক্ষার্থীর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কেন্দ্রীয় পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পল্লব কুন্ডু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

পল্লব কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের কৃষি অনুষদের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. তাইজুল ইসলাম তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল তিনটায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যান শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে নামার কিছুক্ষণ পর দেখতে না পেয়ে পল্লবকে খোঁজাখুঁজি শুরু করেন বন্ধুরা। একপর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ