ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুল হাকিম

আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১১:৩০:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১১:৩০:৪৭ পূর্বাহ্ন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুল হাকিম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন ড. মো. আব্দুল হাকিম। একই সঙ্গে আবু নূর মো. শামসুজ্জামানকে অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ছিলেন। আর অতিরিক্ত মহাপরিচালক হওয়া আবু নূর মো. শামসুজ্জামান শ্রম ও কর্মসংস্থা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

এর আগে দুপুরে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের টানা ১৫ দিনের আন্দোলনের মুখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পদ থেকে মো. আব্দুস সামাদকে সরিয়ে দেয় সরকার। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে, গত ২৭ আগস্ট থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সামাদের অপসারণের দাবিতে আন্দোলন করছিলেন অধিদপ্তরের পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

তাদের অভিযোগ, গত জুলাই মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদানের পর থেকেই আবদুস সামাদ কর্তৃত্ববাদী আচরণ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এতে অধিদপ্তরের সম্মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছিল।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ