ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্রসূতির পেট থেকে বের করা হলো একে একে পাঁচ ছেলে

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১১:২২:০৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১১:২২:০৮ পূর্বাহ্ন
প্রসূতির পেট থেকে বের করা হলো একে একে পাঁচ ছেলে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামে এক প্রসূতি। মেরিনা নওগাঁর বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে সন্তানগুলো প্রসব করেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় মেরিনাকে প্রসবব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বজনরা। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন। সেখানে সিজারের মাধ্যমে একে একে পাঁচটি সন্তান জন্ম দেন মেরিনা। নবজাতক পাঁচজনই ছেলে সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেরিনার স্বামী আব্দুল মজিদ মালয়েশিয়া প্রবাসী। এর আগেও মেরিনার দুটি কন্যা সন্তান রয়েছে।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান, গর্ভে ২টি সন্তান থাকলেই কোনো না কোনো সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনো সমস্যা হয়নি তার। পরিবারের সদস্যরাও অনেক খুশি হয়েছেন।

এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভিড় করছেন নবজাতকদের দেখার জন্য।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদেরসহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ