ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফের

আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৬:৫১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৬:৫১:৪৩ অপরাহ্ন
পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের নির্দেশ উপদেষ্টা আসিফের
পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া জানান, সাভার আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে যে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, সেগুলোতে আজ কিংবা বৃহস্পতিবার সকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা কমিটি করা হয়েছে, যেখানে যে কেউ এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন।

শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা অসন্তোষ ছড়াচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, একটা প্রতিষ্ঠান ঘিরে বড় ধরনের সমস্যা হচ্ছে তাদের ঋণ দেয়া হচ্ছে। সচিব আগামীকাল মাঠ পর্যায়ে যাবেন। শ্রমিকদের সাথে ওয়ান টু ওয়ান টু কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করবো আমরা।

তিনি আরও বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়, বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম হয় এটি নিরসনে উদ্যোগ নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ