ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ নির্দেশনা

আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০১:৫৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০১:৫৭:২৩ অপরাহ্ন
বিচারকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিশেষ নির্দেশনা
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সারাদেশের নিম্ন আদালতের বিচারকদের বিশেষ নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। বুধবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি শৃঙ্খলা পরিপন্থী কোনো স্ট্যাটাস, মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকতে বিচারকদের নির্দেশ দেয়া হয়েছে। এটি অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগকারী ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্পর্কে নানারকম বিরূপ মন্তব্য করছেন। যা চাকরি শৃঙ্খলা, বিধিমালার পরিপন্থী, অসদাচরণের শামিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিচারকরা সতর্ক না হলে, সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করলে পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য করে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালাসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ