ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

২ দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ

আপলোড সময় : ১১-০৯-২০২৪ ১২:২২:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৯-২০২৪ ১২:২২:৪১ অপরাহ্ন
২ দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শ্রী জয়ন্ত (১৫) নামে কিশোরের মরদেহ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি এবং থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয় তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির।

পুলিশ জানায়, সন্ধ্যার পরেই নিহত কিশোর জয়ন্তের মরদেহ ফেরত দেয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু মধ্যরাতের পর বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে মরদেহ ফেরত দেয় তারা। পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা করেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত (১৫) নামে এক কিশোর নিহত হয়

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ