গাজীপুরের কালিয়াকৈর ট্রাকের চাপায় পোশাক কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটি আটক করে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার হরিনহাটি এলাকায় ষ্টারলিংক কারখানার শ্রমিকরা দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছিল। কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার করে দিচ্ছিল। এ সময় দ্রুত গতির একটি ট্রাক নিরাপত্তাকর্মীদের সিগনাল অমান্য করে সড়ক পার হতে থাকা শ্রমিকদের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এত কারখানার শিরিন নামের এক শ্রমিকসহ দুই জন নিহত এবং কয়েকজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কারখানার শ্রমিক ও জনতা ঘাতক ট্রাকটি আটকিয়ে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. জুবায়ের বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। দুপুর ২টা থেকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor