ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল ভারত

আপলোড সময় : ০৯-০৯-২০২৪ ০১:৪৬:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০১:৪৬:৪৮ অপরাহ্ন
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল ভারত
ঐতিহাসিক পাকিস্তান সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে চলতি মাসেই টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত যাবে নাজমুল হোসেন শান্তর দল। এরই মধ্যে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে দলটি। আকাশ দ্বীপ সুযোগ পেলেন ১৬ জনের এই দলে। ফিরলেন ঋষভ পান্তও।

পান্ত শেষবার টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষেই। মিরপুরে ছিল সেই ম্যাচ। যে ম্যাচের পর দিল্লি থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। ২০২২ সালের পর আবার টেস্ট দলে ফিরলেন পান্ত। আবারও বাংলাদেশের বিপক্ষেই। মাঝখানে যদিও ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন তিনি। তার আগে আইপিএলেও খেলতে দেখা যায় তাকে। তবে সেসব ছিল সাদা বলের ম্যাচ। এবার লাল বলের ক্রিকেটেও প্রত্যাবর্তন পান্তের।

ভারত স্কোয়াড (প্রথম টেস্টের জন্য)- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দয়াল।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ