ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আগস্টে মূল্যস্ফীতি কমেছে

আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৫:৫১:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ০৫:৫১:২৯ অপরাহ্ন
আগস্টে মূল্যস্ফীতি কমেছে
গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জুলাই মাসের তুলনায় আগস্টে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ১৭ শতাংশ। একই সঙ্গে কমেছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে বেড়েছে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি। রোববার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএসের সবশেষ তথ্য বলছে, আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, গত জুলাই মাসে যেটি ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ।

চলতি বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি জুলাই মাসের তুলনায় আগস্টে কমেছে ২ দশমিক ৭৪ শতাংশ। আগস্টে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। জুলাই মাসে যেটি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

এদিকে জুলাই মাসে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৮ শতাংশ থাকলেও আগস্ট মাসে সেটি বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৫ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ৪৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৫ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ১ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ০১ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১১ দশমিক ২৪ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২০ শতাংশ।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ