পাঁচদিনে নিউ লাইন ক্লোথিংসের দাম কমলো ৯৭ কোটি টাকা
সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। কমেছে সবকটি মূল্যসূচক। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার চারগুণ বেশি প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এ পতনের বাজারে শেয়ার দাম কমার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে নিউ লাইন ক্লোথিংস। সপ্তাহজুড়ে দাম কমায় পাঁচদিনেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে ৯৭ কোটি টাকার ওপরে কমে গেছে।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩১১টির। আর আটটির দাম অপরিবর্তিত রয়েছে। এমন বাজারে বিনিয়োগকারীদের বড় অংশই নিউ লাইন ক্লোথিংসের শেয়ার কিনতে খুব একটা আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। ফলে ডিএসইতে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে নিউ লাইন ক্লোথিংস।
গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২৭ দশমিক ৩১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ১২ টাকা ৪০ পয়সা। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৯৭ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ৩৩ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ৪৫ টাকা ৪০ পয়সা।
শেয়ারের দামে এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এরপর কোম্পানিটি বিনিয়োগকালীদের আর লভ্যাংশ দেয়নি। ফলে শেয়ারবাজারের পাঁচ কোম্পানি বা ‘জেড’ গ্রুপে স্থান হয়েছে প্রতিষ্ঠানটির।
২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৭ কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৬৫০টি। এর মধ্যে ৩০ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১ দশমিক শূন্য ৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার আছে।
নিউ লাইন ক্লোথিংসের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল খুলনা পাওয়ার কোম্পানি। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৯ দশমিক ১৭ শতাংশ। ১৬ দশমিক ৩৬ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে শাহিনপুকুর সিরামিক।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- কপারটেক ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১৪ দশমিক ২৯ শতাংশ, বেক্সিমকো গ্রীন-সুকুকের ১৪ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ৩৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ৫০ শতংশ এবং জুট স্পিনার্সের ১১ দশমিক ৯৩ শতাংশ দাম কমেছে।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স