ঢাকা , শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ , ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নতুন চরিত্র, ৫ কেজি কমলেন তমা মির্জা

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ১২:৩৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৯-২০২৪ ১২:৩৩:০৯ অপরাহ্ন
নতুন চরিত্র, ৫ কেজি কমলেন তমা মির্জা
ঢালিউড তারকা তমা মির্জার ডাক পড়েছে। নতুন চরিত্রে প্রবেশ করতে হবে তাকে। এর প্রথম ধাপ হিসেবে পাঁচ কেজি ওজন কমালেন তিনি। নিয়ম করে ব্যয়াম আর খাবারের রুটিনে পরিবর্তন করেছেন এতদিন। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত তিনি।

এরই মধ্যে ব্যয়ামের কয়েকটা ছবি ফেসবুকে পোস্ট করেছেন তমা মির্জা। কেন এত পরিশ্রম, জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন সিনেমার শুটিং শুরু হবে। তাই গত কয়েক মাস ধরে প্রস্তুতি নিচ্ছে, নিয়মিত ব্যায়াম করছি। খাদ্যাভাসেও পরিবর্তন এনেছি। এরই মধ্যে ৫ কেজি ওজন কমে গেছে। সামনের মাসে শুটিংয়ে যাব।’ কথার ফাঁকেই সতর্ক করে দেন অভিনেত্রী, ‘সিনেমার, নির্মাতা বা নায়ক একটা নামও এখন বলা যাবে না।’ জানালেন, চমক আছে। সেসব তথ্য জানতে আর অল্প কিছু দিন অপেক্ষা করতে হবে।

নতুন চরিত্র, ৫ কেজি কমলেন তমা মির্জা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তমা মির্জা অভিনয় করেছেন ভারতীয় গায়ক ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের পরিচালনায়। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘দুই বন্ধু’ নামে একটি মিউজিক্যাল ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। পরিচালনার পাশাপাশি সিরিজটিতে অভিনয়ও করবেন অঞ্জন দত্ত। সিনেমায় তমা মির্জা ছাড়া আরও থাকছেন দুই বাংলার একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

অঞ্জনের সঙ্গে কাজের অনুভূতি জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করছি—এটা ভেবে অনেক উত্তেজনা কাজ করে। দারুণ একটি গল্পে নির্মাণ হচ্ছে সিরিজটি। শিগগিরই দেখা যাবে। মিউজিক্যাল এই ওয়েব সিরিজে বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান।’

নতুন চরিত্র, ৫ কেজি কমলেন তমা মির্জা
সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন তমা। বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছিল ছবিটি। এই সিনেমায় অভিনয়ের পর আর পর্দায় দেখা যায়নি তাকে। তবে নতুন সিনেমার জন্য বিশেষ প্রস্তুতির মধ্যে আছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ