বিদায়ী ম্যাচটা রাঙাতে পারলেন না সুয়ারেজ
দু’দিন আগেই ঘোষণা দিয়েছিলেন, এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায়। বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচটাই হবে তার ক্যারিয়ারের শেষ। রাজধানী মন্টেভিডিওর এস্টাডিও সেন্টেনারিওতে লুইস সুয়ারেজের বিদায়ী ম্যাচ দেখতে হাজির হয়েছিলো প্রায় ৪৮ হাজার দর্শক।
কিন্তু শেষ বেলায় দর্শকদের মন ভরাতে পারেননি উরুগুয়ের ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলার। কোনো গোল করতে পারেননি। করাতেও পারেননি। শেষ পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি হলো গোলশূন্য ড্র।
১৭ বছরের ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে মোট ১৪৩টি ম্যাচ খেলেছেন লুইস সুয়ারেজ। এর মধ্যে গোল করেছেন তিনি ৬৯টি। উরুগুয়ের ইতিহাসে তিনিই সর্বোচ্চ গোলের অধিকারী। সে সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচও খেলেছেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স