ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

‘অস্ত্র উদ্ধারে’ সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ১২:৩৪:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ১২:৩৪:২৬ অপরাহ্ন
‘অস্ত্র উদ্ধারে’ সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান
সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে রাইফেলের তিনটি বাট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটি ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শর্টগানের কাভার ও চারটি পিস্তল কাভার উদ্ধার করা হয়েছে।


স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সাবেক এই সংসদ সদস্য।

‘অস্ত্র উদ্ধারে’ সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান


অভিযানে থাকা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। যেগুলো পাওয়া গেছে সেগুলোর সিজার লিষ্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।

তবে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সাবেক এমপি রবির ভাই মহি আলম জানান, ‘তাদের পরিবারের লাইসেন্সকৃত অস্ত্রগুলি যথা সময়ের মধ্যে থানায় জমা দেওয়া হয়েছে। ছবিতে যেগুলো দেখানো হয়েছে অস্ত্রের কভার। চাইনিজ কুড়াল যেটা বলা হয়েছে ওটা রেড ক্রিসেন্ট থেকে গিফট পাওয়া কুড়াল। ওয়াকিটকি দুইটা বাচ্চাদের খেলার, ওপেন মার্কেটেই পাওয়া যায়।’

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ