ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ড. ইউনূসকে ৯২ নোবেল বিজয়ীর শুভেচ্ছা

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০৪:০৩:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০৪:০৩:৪৬ অপরাহ্ন
ড. ইউনূসকে ৯২ নোবেল বিজয়ীর শুভেচ্ছা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ নোবেল বিজয়ী। বাংলাদেশি জনগণ ও নাগরিকদের বিশ্বব্যাপী শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাঠানো এ এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ফেসবুক ওয়ালে এ চিঠিটি শেয়ার করেছেন।

চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নস্বাক্ষরকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। ড. ইউনূসও বাংলাদেশের জনগণের মতো স্বৈরাচারের শিকার। গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে আজ স্বৈরাচার উৎখাত হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ড. ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। জাতি হিসেবে এ স্বাধীনতার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, আমরা ড. ইউনূসকে দীর্ঘ সময় ধরে সমর্থন করতে পেরে গর্বিত। বাংলাদেশের নতুন সূচনা এবং নতুন পথচলায় ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি। নতুন এবং উন্নত সমাজ তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তারা সমর্থন ও প্রয়োজনে সহযোগিতার কথা জানান।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন ক্ষেত্রে ৯২ জন নোবেলবিজয়ী রয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা চিঠিতে স্বাক্ষর করেন।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ