ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়ি ব্যারিস্টার সুমনের

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১২:৪৮:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১২:৪৮:২৫ অপরাহ্ন
শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়ি ব্যারিস্টার সুমনের
শুল্কমুক্ত সুবিধায় সবচেয়ে দামি গাড়ি কিনেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক। তিনি দ্বাদশ সংসদে হবিগঞ্জ-৪ আসনের এমপি ছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরদিনই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিচার বিভাগ, জনপ্রশাসন ও পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন আসে। 

এ দিকে আওয়ামী লীগ সরকারের আমলেই শুল্কমুক্ত গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন ৫১ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। 

তাদের মধ্যে সবচেয়ে দামি গাড়ি আমদানি করেছিলেন সুমন।  জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ ৩০০ ডব্লিউ মডেলের গাড়িটির আমদানিমূল্য দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ডলার বা ১ কোটি ২৬ লাখ টাকা। বিলাসবহুল এ ধরণের গাড়ির শুল্কহার ৮২৬ দশমিক ৬০ শতাংশ। শুল্কসহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায়। গত ২০ জুন গাড়িটি খালাস করে নিয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ