ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

সৈয়দপুর পৌরসভার নির্বাচন নিয়ে সকল জল্পনাকল্পনার অবসান

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২ ডিসেম্বর বুধবার বিকেলে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী সৈয়দপুর সহ পৌরসভাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এসব পৌরসভার সাধারন নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এদিকে ৬১ পৌরসভার মধ্যে সৈয়দপুর পৌরসভাসহ ২৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে।
ইসি সচিব মোঃ আলমগীর জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে দুই ধাপের তফসিল ঘোষণা করা হলো। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে।
এ ঘোষনার প্রেক্ষিতে নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে যাওয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সৈয়দপুরবাসী। অনেকে মিষ্টি বিতরনও করেছেন ব্যক্তিগতভাবে।
উল্লেখ্য যে, দেশে মোট পৌরসভা ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। সেমতে সৈয়দপুর পৌরসভার মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর শেষ হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত প্রথম পর্বেই ভোট হবে বলে আশা করেছিল সৈয়দপুরবাসী।
কিন্তু তাতে সৈয়দপুরের নাম না থাকায় নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এরই অংশ হিসেবে অভিযোগ তোলা হয় যে বর্তমান মেয়র কেন্দ্রীয় বিএনপি’র গ্রাম সরকার ও সমবায় বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। এমনকি সীমানা পূনঃনির্ধারণ নিয়ে জটিলতা বিষয়ে রীট করার মাধ্যমে নির্বাচন স্থগিত করারও চক্রান্ত করছেন। এজন্য তিনি সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এ কারনেই প্রথম পর্বে সৈয়দপুরের নাম আসেনি বলে প্রচারনা চালানো হয়।
এ অভিযোগ তুলে যথাসময়ে ভোট দেয়ার দাবীতে উপজেলা ও পৌর আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও করেছেন। এতে তারা বলেন, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে কুটকৌশলের আশ্রয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।
এমন ধারনাকৃত দোষারোপের পরিস্থিতিতে দ্বিতীয় পর্বে সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা আসায় সকল জল্পনাকল্পনার অবসান ঘটলো।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

সৈয়দপুর পৌরসভার নির্বাচন নিয়ে সকল জল্পনাকল্পনার অবসান

আপডেট টাইম ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২ ডিসেম্বর বুধবার বিকেলে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী সৈয়দপুর সহ পৌরসভাগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। এসব পৌরসভার সাধারন নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
এদিকে ৬১ পৌরসভার মধ্যে সৈয়দপুর পৌরসভাসহ ২৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে।
ইসি সচিব মোঃ আলমগীর জানান, করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করতে চায় ইসি। এ নিয়ে দুই ধাপের তফসিল ঘোষণা করা হলো। প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ইভিএমে ২৮ ডিসেম্বর ভোটের তফসিল আগেই দেওয়া হয়েছে।
এ ঘোষনার প্রেক্ষিতে নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে যাওয়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে সৈয়দপুরবাসী। অনেকে মিষ্টি বিতরনও করেছেন ব্যক্তিগতভাবে।
উল্লেখ্য যে, দেশে মোট পৌরসভা ৩২৯টি। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। সেমতে সৈয়দপুর পৌরসভার মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর শেষ হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত প্রথম পর্বেই ভোট হবে বলে আশা করেছিল সৈয়দপুরবাসী।
কিন্তু তাতে সৈয়দপুরের নাম না থাকায় নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এরই অংশ হিসেবে অভিযোগ তোলা হয় যে বর্তমান মেয়র কেন্দ্রীয় বিএনপি’র গ্রাম সরকার ও সমবায় বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। এমনকি সীমানা পূনঃনির্ধারণ নিয়ে জটিলতা বিষয়ে রীট করার মাধ্যমে নির্বাচন স্থগিত করারও চক্রান্ত করছেন। এজন্য তিনি সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এ কারনেই প্রথম পর্বে সৈয়দপুরের নাম আসেনি বলে প্রচারনা চালানো হয়।
এ অভিযোগ তুলে যথাসময়ে ভোট দেয়ার দাবীতে উপজেলা ও পৌর আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও করেছেন। এতে তারা বলেন, পৌর মেয়র আমজাদ হোসেন সরকার তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে কুটকৌশলের আশ্রয় নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।
এমন ধারনাকৃত দোষারোপের পরিস্থিতিতে দ্বিতীয় পর্বে সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের ঘোষনা আসায় সকল জল্পনাকল্পনার অবসান ঘটলো।