ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ”

সু চির পদক্ষেপ দুঃখজনক: নোবেল ফাউন্ডেশনের প্রধান

নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন বলেছেন, মিয়ানমারের বেসামরিক নেতা হিসেবে অং সান সু চির কিছু পদক্ষেপ ‘দুঃখজনক’। তবে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হবে না। সুইডেনের রাজধানী স্টকহোমে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার তিনি এ কথা বলেন।

আগামী শুক্রবার এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা রয়েছে। এর এক সপ্তাহ আগে গত শুক্রবার লার্স হেইকেনস্টেন বলেন, পদক দেওয়ার পর কোনো ঘটনার প্রতিক্রিয়ায় তা প্রত্যাহার করে নেওয়ার কোনো মানে নেই।

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অনুসন্ধান করে গত মাসে জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে ‘গণহত্যার উদ্দেশ্যে’ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়। সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ের জন্য ১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী সু চির সরকার ক্ষমতায় থাকার সময় এই নিপীড়নের ঘটনা ঘটল। ওই প্রতিবেদনে বেসামরিক লোকদের রক্ষায় ‘নৈতিক দায়িত্ব’ পালনে সু চি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন। ছবি: রয়টার্সনোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন। ছবি: রয়টার্সমিয়ানমার বেসামরিক সরকার ব্যবস্থায় ফিরলে ২০১৫ সালে নির্বাচনে জিতে সু চি মিয়ানমারের স্টেট কাউন্সিলর হন।
বড় ধরনের কোনো অপরাধের কথা স্বীকার না করলেও সু চি গত মাসে এক অনুষ্ঠানে বলেন, রাখাইনের পরিস্থিতি হয়ত আরও ভালোভাবে সামলানো যেত।

নোবেল ফাউন্ডেশনের প্রধান বলেন, ‘মিয়ানমারে তাঁকে (সু চি) আমরা যা করতে দেখছি, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমরা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছি, যেটি আমাদের মূল মূল্যবোধের একটি। সুতরাং বলা যায়, এ জন্য তিনি দায়ী। এটা খুবই দুঃখজনক।’ তথ্যসূত্র: রয়টার্স।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক

সু চির পদক্ষেপ দুঃখজনক: নোবেল ফাউন্ডেশনের প্রধান

আপডেট টাইম ০৫:১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮

নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন বলেছেন, মিয়ানমারের বেসামরিক নেতা হিসেবে অং সান সু চির কিছু পদক্ষেপ ‘দুঃখজনক’। তবে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া হবে না। সুইডেনের রাজধানী স্টকহোমে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার তিনি এ কথা বলেন।

আগামী শুক্রবার এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কথা রয়েছে। এর এক সপ্তাহ আগে গত শুক্রবার লার্স হেইকেনস্টেন বলেন, পদক দেওয়ার পর কোনো ঘটনার প্রতিক্রিয়ায় তা প্রত্যাহার করে নেওয়ার কোনো মানে নেই।

মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অনুসন্ধান করে গত মাসে জাতিসংঘের তদন্ত কর্মকর্তারা একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে ‘গণহত্যার উদ্দেশ্যে’ রোহিঙ্গাদের নির্বিচারে হত্যার জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে অভিযুক্ত করা হয়। সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ের জন্য ১৯৯১ সালে শান্তিতে নোবেলজয়ী সু চির সরকার ক্ষমতায় থাকার সময় এই নিপীড়নের ঘটনা ঘটল। ওই প্রতিবেদনে বেসামরিক লোকদের রক্ষায় ‘নৈতিক দায়িত্ব’ পালনে সু চি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

নোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন। ছবি: রয়টার্সনোবেল ফাউন্ডেশনের প্রধান লার্স হেইকেনস্টেন। ছবি: রয়টার্সমিয়ানমার বেসামরিক সরকার ব্যবস্থায় ফিরলে ২০১৫ সালে নির্বাচনে জিতে সু চি মিয়ানমারের স্টেট কাউন্সিলর হন।
বড় ধরনের কোনো অপরাধের কথা স্বীকার না করলেও সু চি গত মাসে এক অনুষ্ঠানে বলেন, রাখাইনের পরিস্থিতি হয়ত আরও ভালোভাবে সামলানো যেত।

নোবেল ফাউন্ডেশনের প্রধান বলেন, ‘মিয়ানমারে তাঁকে (সু চি) আমরা যা করতে দেখছি, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমরা মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছি, যেটি আমাদের মূল মূল্যবোধের একটি। সুতরাং বলা যায়, এ জন্য তিনি দায়ী। এটা খুবই দুঃখজনক।’ তথ্যসূত্র: রয়টার্স।