ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

সাবেক প্রেমিকাকে নিয়ে সালমানের রেকর্ড

রেস থ্রি’ ছবির ব্যর্থতা এখনো তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্য তিনি এখনো উপভোগ করছেন। জানা গেছে, এই ছবির ‘সোয়াগ সে স্বাগত’ গানটি এরই মধ্যে ৬০ কোটি ২৫ লাখবার দেখা হয়েছে। আর এর ফলে গানটি এখন ভারতের চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কারণ, এটি একটি রেকর্ড। গানটি ইউটিউবে এসেছে গত বছর ২০ নভেম্বর। এরপর ৩০৯ দিনে গানটি এই রেকর্ড করেছে। এর আগে এই সময়ে চলচ্চিত্রের আর কোনো গান এতবার নাকি দেখা হয়নি।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। গানটির গীতিকার ইরশাদ কামিল, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

‘সোয়াগ সে স্বাগত’ গানে কী আছে? অনেকের মতে, ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সৌন্দর্য আর বলিউডের ভাইজান সালমান খানের অন্য রকম পারফরম্যান্স ‘সোয়াগ সে স্বাগত’ গানকে আরও জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া বিশাল দাদলানি ও নেহা বাসিনের কণ্ঠের জাদু সবার মন জয় করেছে। এই ছবির মাধ্যমে বলিউডের ভাইজান আর তাঁর সাবেক প্রেমিকাকে কয়েক বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে। পর্দায় তাঁদের রসায়ন এক কথায় জমে ক্ষীর।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খান‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খানআলী আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির বাজেট ছিল ৭৫ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির বাজেট ১৫০ কোটি রুপি। তবে এর মধ্যে সালমান খানের পারিশ্রমিক ধরা হয়নি। মুক্তি পাওয়ার চার দিনের মধ্যেই ছবির পুরো লগ্নি ফেরত পান প্রযোজক। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি এখন ৩০০ কোটি রুপি ক্লাবের সদস্য।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

সাবেক প্রেমিকাকে নিয়ে সালমানের রেকর্ড

আপডেট টাইম ১২:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

রেস থ্রি’ ছবির ব্যর্থতা এখনো তাড়া করে বেড়াচ্ছে সালমান খানকে। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির সাফল্য তিনি এখনো উপভোগ করছেন। জানা গেছে, এই ছবির ‘সোয়াগ সে স্বাগত’ গানটি এরই মধ্যে ৬০ কোটি ২৫ লাখবার দেখা হয়েছে। আর এর ফলে গানটি এখন ভারতের চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। কারণ, এটি একটি রেকর্ড। গানটি ইউটিউবে এসেছে গত বছর ২০ নভেম্বর। এরপর ৩০৯ দিনে গানটি এই রেকর্ড করেছে। এর আগে এই সময়ে চলচ্চিত্রের আর কোনো গান এতবার নাকি দেখা হয়নি।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ‘সোয়াগ সে স্বাগত’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেয়েছে ২২ ডিসেম্বর। গানটির গীতিকার ইরশাদ কামিল, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।

‘সোয়াগ সে স্বাগত’ গানে কী আছে? অনেকের মতে, ছবির নায়িকা ক্যাটরিনা কাইফের সৌন্দর্য আর বলিউডের ভাইজান সালমান খানের অন্য রকম পারফরম্যান্স ‘সোয়াগ সে স্বাগত’ গানকে আরও জনপ্রিয় করে তুলেছে। এ ছাড়া বিশাল দাদলানি ও নেহা বাসিনের কণ্ঠের জাদু সবার মন জয় করেছে। এই ছবির মাধ্যমে বলিউডের ভাইজান আর তাঁর সাবেক প্রেমিকাকে কয়েক বছর পর আবার বড় পর্দায় একসঙ্গে দেখা গেছে। পর্দায় তাঁদের রসায়ন এক কথায় জমে ক্ষীর।

‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খান‘সোয়াগ সে স্বাগত’ গানের দৃশ্যে ক্যাটরিনা কাইফ ও সালমান খানআলী আব্বাস জাফর পরিচালিত ‘এক থা টাইগার’ ছবির বাজেট ছিল ৭৫ কোটি রুপি, আর ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির বাজেট ১৫০ কোটি রুপি। তবে এর মধ্যে সালমান খানের পারিশ্রমিক ধরা হয়নি। মুক্তি পাওয়ার চার দিনের মধ্যেই ছবির পুরো লগ্নি ফেরত পান প্রযোজক। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি এখন ৩০০ কোটি রুপি ক্লাবের সদস্য।