ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় বালুয়াকান্দী অটো ড্রাইভার ও মালিক সমিতির উদ্যোগে আমিরুল ইসলাম এর নির্বাচনী সভা ও দোয়া মাহফিল “মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি “ “ওয়াটারলিলি ইন্টারন্যাশনালের ইফতার ,দুআ ও আলোচনা সভা “ “বাংলাদেশের গার্মেন্ট শিল্পে টেকসইতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সুইডিশ প্রতিনিধিদলের ফকির অ্যাপারেলস সফর” “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ “ বিশ্ব নাট্য দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত মতলব উত্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত বাবুগঞ্জে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ইন্দুরকানীতে এলজিইডি অফিসে অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সানারপাড় ‘বিডিডিত্রল’ ভূমি দখলদারিত্বে আবারও রক্ত্যক্ষয়ীর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় ‘বিডিডিত্রল সিটি’ ভূমি দখলদারিত্বে আবারও রক্ত্যক্ষয়ীর সম্ভাবনা রয়েছে। সানারপাড় খোদ্দঘোষপাড়া মৌজা স্থিত; সিএস-৩৭ নং দাগে একই ভূমির উপরে বিগত দশ বছর পূর্বে সাধারণ লোকের ভূমি দখলদারিত্বে একটি জঘন্যতম হত্যা কান্ডের অভিযোগ রয়েছে।

আবারও একই মৌজায় অভিযুক্ত প্রতারক ‘বিডিডিত্রল সিটি’ নামের ভূমি জবর দখল করার ব্যাপক ভাবে পায়তারা চালিয়ে যাচ্ছেন। নামেমাত্র ‘বিডিডিত্রল সিটি’ ব্যানার-বিলবোর্ড বসিয়ে কিছু অংশ ক্রয় করে। এখন মানুষের জনমনে আতঙ্ক তৈরী করে, শতাধিক নীরহ মানুষের বসত ঘর এবং জলাশয় ভূমি জবর দখলের চেষ্টা। এরিমধ্যে ‘সাজু ডেভেলপমেন্ট লি: নামের আরও অনেক গুলো ব্যানার-বিলবোর্ড যুক্ত হয়ে। উভয় মিলে একটি সিন্ডিকেট গঠন করে। একে অন্যর যোগশাজসে সাধারণ লোকের ভূমি বাড়ি-ঘর দখল এবং জলাশয় পুকুর অবৈধভাবে ড্রেজারের পাইপ সংযোগ দিয়ে বালু ভরাটের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

সরেজমিন ঘুর দেখাগেছে, খোদ্দঘোষপাড়া মৌজা স্থিত সিএস-৩৭, ৩৬ নং সাবেক ৩৭/১ নং হালে-৩৩নং এসএ-৩৬/৫ নং আরএস-২০৭ ও ৫৫৪নং খতিয়ান ভূক্ত।

দাগ নং সিএস ও এসএ-৭৩ নং আরএস-১১১ নং দাগে নাল জমি-৩৮৬ শতাংশ তাহা হইতে জমি ২৪০ শতাংশ। যাহার উত্তরে হোসেন গং, দক্ষিণে অত্র দাগের সম্পত্তি, পূর্বে- ইমান আলী ও গিয়াস উদ্দিন গং, পশ্চিমে- হিরা ও রহম আলী গং এই চৌহুদ্দির মধ্যে নাল জমি ২৪০ শতাংশ অত্র দলিল দ্বারা পাওয়ার অব এটর্নীকৃত মাত্র। উল্লেখিত দাগের ২৪০ শতাংশ ভূমির পত্রিকসূত্রে মালিক বটে উপেন্দ্র চন্দ্র সাহা। সুতরাং পত্রিক মালিকানা উপেন্দ্র চন্দ্র সাহার নিকট থেকে ২৪০ শতাংশ ভূমির রেজিস্ট্রী পাওয়ারদাতা ও বায়না সূত্রের মালিক মোট ৬ জন বটে।

মালিকের পরিচিতি হলো- তড়িৎ কান্তি চৌধুরী পিতা সোমনাথ চৌধুরী, সাং ৮৭/জি, নিউ মার্কেট-১২০৫, লালবাগ থানা ও জেলা ঢাকা।
মো: বাদল পিতা বারেক, সাং পাইনাদি মিজমিজি-১৪৩০, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
মো: সালাউদ্দিন পিতা মিছির আলী, সাং পাইনাদি মিজমিজি-১৪৩০, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
কাজী মো: ওয়াসীম পিতা মো: আলী ক্বারী, সাং কাজী বাড়ি, এনায়েত নগর, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
মো: মাইদুল ইসলাম পিতা মো শাহজাহান, সাং মিজমিজি বাতানপাড়া, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
মোহাম্মদ আলী পিতা মো: আজিজুর রহমান, সাং ২০৩/৪ হুমায়ুন কবিরের বাড়ি, থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ সহ মোট ছয়জন পাওয়ার দাতার মালিক বটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত খোদ্দঘোষপাড়া মৌজায় বিগত দশ বছর পূর্বে ‘বিডিডিত্রল সিটি’ নামক একটি প্রতিষ্ঠান নীরহ এক ব্যক্তির বাড়ি-ঘর দখল মুহূর্তে একজনকে হত্যা করা হয়। সেই সকল অপরাধ কান্ডে আইনী তৎপরতায় বিগত বছর জুড়ে দখলদারিত্বের কাজ বন্ধ ছিলো। ইতিপূর্বে আবারও ‘বিডিডিত্রল সিটি ও এলাকার ব্যক্তি নামের সাজু ডেভেলপমেন্ট লি:’ যৌথ উদ্যোগে দখলদারিত্বের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ নীরহ বাড়ি-ঘরের লোকজন প্রতিটি মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। জানাগেছে, এমন অবৈধভাবে দখলদারিত্বের কারণে ০৭/০৯/২০২০ সালে এলাকাবাসী মিলে উপেন্দ্র চন্দ্র সাহা বাদী হয়ে “দেওয়ানী ৭৯/২০০১” আইনে একটি মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

এবিষয়ে স্থানীয় এলাকার মো: দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বিডিডিত্রল সিটি মানুষের জমি দখলদারিত্বের মধ্যে আমিও একজন ভুক্তভোগী। তাঁদের পাশে আমার একটি জলাশয় পুকুর রয়েছে প্রায় ৯৬ শতাংশ জুড়ে। এরিমধ্যে কিছু অংশ ‘বিডিডিত্রল ও সাজু ডেভেলপমেন্ট লি:’ মিলে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা নিজের জীবন থাকতে ভূমি দখল করতে দিবোনা না।

তিনি আরও বলেন, এখানে ৩ একর জমির মধ্যে প্রায় ৭২ শতাংশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি। তাও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী আলামিন বলেন, ভাই আমরা এলাকার সাধারণ নীরহ মানুষ। বিডিডিত্রল একটি প্রতারক প্রতিষ্ঠান আমাদের বাড়ি-ঘর দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা জীবন থাকতে দখল করতে দিবো না। ইতিপূর্বে দেখাগেছে সাজু নামের এক ব্যক্তি বালুর ড্রেজারের পাইপ সংযোগ দিয়ে বালু ভরাটের চেষ্টা। তাতে করে আমরাও এখন অনেক অংশে হুমকির মূখে রয়েছি। যদি কোন প্রকার আমাদের ভূমি দখলের চেষ্টা করে। তাহলে আমরা এলাকাবাসী মিলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে উপস্থিত হয়ে বিচার বিশ্লেষণের কথা জানান তিনি।

ভূমি পাওয়ারদাতা বাদল গংরা সাংবাদিকদের জানান, বর্তমানে উপেন্দ্র চন্দ্র সাহা ২০/০৭/২০২০ সালে ৩৫৮০ নং দলিল দ্বারা অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলে আমাদের মামলা মোকদ্দমা বেচা বিক্রি করার জন্য নিয়োগ করেন। কিন্তু বিডিডিত্রল এক প্রতারক সংগঠন ও সাজু ডেভেলপমেন্ট লি: দুটি সংগঠন মিলে যৌথ উদ্যোগে। আমাদের পাওয়ার বা বায়নাকৃত ২৪০ শতাংশ জমিসহ আরো শতাধিক বাড়ি-ঘর জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং বাকী জলাশয় পুকুর ড্রেজারের পাইপ সংযোগ দিয়ে বালু ভরাট করার তাঁদের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, বিগত দশ বছর পূর্বে বিডিডিত্রল জমি দখলের নামে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে হত্যাকান্ডের পরিবার ও আমরা সকলে মিলে আদালতে মামলা প্রদান করে থাকি। যে মামলা এখনো চলমান রয়েছে। সুতরাং মামলা চলমান থাকা কালিন সময়ে, তাঁরা আবার কিভাবে জমি দখল করে। আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিকভাবে আইনগত ব্যবস্থা চাই বলে জানান তিনি।

এবিষয়ে সাজু মিয়া জানান, ভাই আমি বিডিডিত্রল সিটি ও ব্যক্তি মালিকানা বাতেন, রহিম গাজি, জালাল, আলী আকবর ও মাদ্রাসা সহ মোট ৩১৪ শতাংশ জমি আমি ক্রয় করে থাকি। এবং এরিমধ্যে জমি পাওনাদারদের সকলকে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি আরও কোন ব্যক্তির জমি এর মধ্যে থাকে। তাহলে তাঁদেরকেও জমির সমপরিমান মূল্য বুঝিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, শুনছি বাদল গংরা ২৪০ শতাংশ জমির পাওয়ারদাতা বা বায়না সূত্রে মালিক। তাঁদেরকেও এ্যাভান্স ৩ লক্ষ্যে টাকা পেয় করেছি এবং বাকী আরও ২৭ লক্ষ্যে টাকা দেওয়া হবে বলে জানান তিনি।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, ভাই আপনার মাধ্যমেই আমি বিষয়টি এখন জানতে পারলাম। আমি নতুন জেলা প্রশাসক হিসেবে জানাছিল না। তবে এবিষয় যদি কেহ সুনির্দিষ্ট ভাবে অভিযোগ প্রদান করে। তাহলে আমি সঠিকভাবে আইনগত গ্রহণ করব

Tag :

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় বালুয়াকান্দী অটো ড্রাইভার ও মালিক সমিতির উদ্যোগে আমিরুল ইসলাম এর নির্বাচনী সভা ও দোয়া মাহফিল

সানারপাড় ‘বিডিডিত্রল’ ভূমি দখলদারিত্বে আবারও রক্ত্যক্ষয়ীর সম্ভাবনা

আপডেট টাইম ০৮:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় ‘বিডিডিত্রল সিটি’ ভূমি দখলদারিত্বে আবারও রক্ত্যক্ষয়ীর সম্ভাবনা রয়েছে। সানারপাড় খোদ্দঘোষপাড়া মৌজা স্থিত; সিএস-৩৭ নং দাগে একই ভূমির উপরে বিগত দশ বছর পূর্বে সাধারণ লোকের ভূমি দখলদারিত্বে একটি জঘন্যতম হত্যা কান্ডের অভিযোগ রয়েছে।

আবারও একই মৌজায় অভিযুক্ত প্রতারক ‘বিডিডিত্রল সিটি’ নামের ভূমি জবর দখল করার ব্যাপক ভাবে পায়তারা চালিয়ে যাচ্ছেন। নামেমাত্র ‘বিডিডিত্রল সিটি’ ব্যানার-বিলবোর্ড বসিয়ে কিছু অংশ ক্রয় করে। এখন মানুষের জনমনে আতঙ্ক তৈরী করে, শতাধিক নীরহ মানুষের বসত ঘর এবং জলাশয় ভূমি জবর দখলের চেষ্টা। এরিমধ্যে ‘সাজু ডেভেলপমেন্ট লি: নামের আরও অনেক গুলো ব্যানার-বিলবোর্ড যুক্ত হয়ে। উভয় মিলে একটি সিন্ডিকেট গঠন করে। একে অন্যর যোগশাজসে সাধারণ লোকের ভূমি বাড়ি-ঘর দখল এবং জলাশয় পুকুর অবৈধভাবে ড্রেজারের পাইপ সংযোগ দিয়ে বালু ভরাটের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

সরেজমিন ঘুর দেখাগেছে, খোদ্দঘোষপাড়া মৌজা স্থিত সিএস-৩৭, ৩৬ নং সাবেক ৩৭/১ নং হালে-৩৩নং এসএ-৩৬/৫ নং আরএস-২০৭ ও ৫৫৪নং খতিয়ান ভূক্ত।

দাগ নং সিএস ও এসএ-৭৩ নং আরএস-১১১ নং দাগে নাল জমি-৩৮৬ শতাংশ তাহা হইতে জমি ২৪০ শতাংশ। যাহার উত্তরে হোসেন গং, দক্ষিণে অত্র দাগের সম্পত্তি, পূর্বে- ইমান আলী ও গিয়াস উদ্দিন গং, পশ্চিমে- হিরা ও রহম আলী গং এই চৌহুদ্দির মধ্যে নাল জমি ২৪০ শতাংশ অত্র দলিল দ্বারা পাওয়ার অব এটর্নীকৃত মাত্র। উল্লেখিত দাগের ২৪০ শতাংশ ভূমির পত্রিকসূত্রে মালিক বটে উপেন্দ্র চন্দ্র সাহা। সুতরাং পত্রিক মালিকানা উপেন্দ্র চন্দ্র সাহার নিকট থেকে ২৪০ শতাংশ ভূমির রেজিস্ট্রী পাওয়ারদাতা ও বায়না সূত্রের মালিক মোট ৬ জন বটে।

মালিকের পরিচিতি হলো- তড়িৎ কান্তি চৌধুরী পিতা সোমনাথ চৌধুরী, সাং ৮৭/জি, নিউ মার্কেট-১২০৫, লালবাগ থানা ও জেলা ঢাকা।
মো: বাদল পিতা বারেক, সাং পাইনাদি মিজমিজি-১৪৩০, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
মো: সালাউদ্দিন পিতা মিছির আলী, সাং পাইনাদি মিজমিজি-১৪৩০, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
কাজী মো: ওয়াসীম পিতা মো: আলী ক্বারী, সাং কাজী বাড়ি, এনায়েত নগর, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
মো: মাইদুল ইসলাম পিতা মো শাহজাহান, সাং মিজমিজি বাতানপাড়া, থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
মোহাম্মদ আলী পিতা মো: আজিজুর রহমান, সাং ২০৩/৪ হুমায়ুন কবিরের বাড়ি, থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ সহ মোট ছয়জন পাওয়ার দাতার মালিক বটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত খোদ্দঘোষপাড়া মৌজায় বিগত দশ বছর পূর্বে ‘বিডিডিত্রল সিটি’ নামক একটি প্রতিষ্ঠান নীরহ এক ব্যক্তির বাড়ি-ঘর দখল মুহূর্তে একজনকে হত্যা করা হয়। সেই সকল অপরাধ কান্ডে আইনী তৎপরতায় বিগত বছর জুড়ে দখলদারিত্বের কাজ বন্ধ ছিলো। ইতিপূর্বে আবারও ‘বিডিডিত্রল সিটি ও এলাকার ব্যক্তি নামের সাজু ডেভেলপমেন্ট লি:’ যৌথ উদ্যোগে দখলদারিত্বের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ নীরহ বাড়ি-ঘরের লোকজন প্রতিটি মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। জানাগেছে, এমন অবৈধভাবে দখলদারিত্বের কারণে ০৭/০৯/২০২০ সালে এলাকাবাসী মিলে উপেন্দ্র চন্দ্র সাহা বাদী হয়ে “দেওয়ানী ৭৯/২০০১” আইনে একটি মামলা দায়ের করেন নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।

এবিষয়ে স্থানীয় এলাকার মো: দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বিডিডিত্রল সিটি মানুষের জমি দখলদারিত্বের মধ্যে আমিও একজন ভুক্তভোগী। তাঁদের পাশে আমার একটি জলাশয় পুকুর রয়েছে প্রায় ৯৬ শতাংশ জুড়ে। এরিমধ্যে কিছু অংশ ‘বিডিডিত্রল ও সাজু ডেভেলপমেন্ট লি:’ মিলে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা নিজের জীবন থাকতে ভূমি দখল করতে দিবোনা না।

তিনি আরও বলেন, এখানে ৩ একর জমির মধ্যে প্রায় ৭২ শতাংশ পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি। তাও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী আলামিন বলেন, ভাই আমরা এলাকার সাধারণ নীরহ মানুষ। বিডিডিত্রল একটি প্রতারক প্রতিষ্ঠান আমাদের বাড়ি-ঘর দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা জীবন থাকতে দখল করতে দিবো না। ইতিপূর্বে দেখাগেছে সাজু নামের এক ব্যক্তি বালুর ড্রেজারের পাইপ সংযোগ দিয়ে বালু ভরাটের চেষ্টা। তাতে করে আমরাও এখন অনেক অংশে হুমকির মূখে রয়েছি। যদি কোন প্রকার আমাদের ভূমি দখলের চেষ্টা করে। তাহলে আমরা এলাকাবাসী মিলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে উপস্থিত হয়ে বিচার বিশ্লেষণের কথা জানান তিনি।

ভূমি পাওয়ারদাতা বাদল গংরা সাংবাদিকদের জানান, বর্তমানে উপেন্দ্র চন্দ্র সাহা ২০/০৭/২০২০ সালে ৩৫৮০ নং দলিল দ্বারা অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলে আমাদের মামলা মোকদ্দমা বেচা বিক্রি করার জন্য নিয়োগ করেন। কিন্তু বিডিডিত্রল এক প্রতারক সংগঠন ও সাজু ডেভেলপমেন্ট লি: দুটি সংগঠন মিলে যৌথ উদ্যোগে। আমাদের পাওয়ার বা বায়নাকৃত ২৪০ শতাংশ জমিসহ আরো শতাধিক বাড়ি-ঘর জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং বাকী জলাশয় পুকুর ড্রেজারের পাইপ সংযোগ দিয়ে বালু ভরাট করার তাঁদের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, বিগত দশ বছর পূর্বে বিডিডিত্রল জমি দখলের নামে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এরপর থেকে হত্যাকান্ডের পরিবার ও আমরা সকলে মিলে আদালতে মামলা প্রদান করে থাকি। যে মামলা এখনো চলমান রয়েছে। সুতরাং মামলা চলমান থাকা কালিন সময়ে, তাঁরা আবার কিভাবে জমি দখল করে। আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিকভাবে আইনগত ব্যবস্থা চাই বলে জানান তিনি।

এবিষয়ে সাজু মিয়া জানান, ভাই আমি বিডিডিত্রল সিটি ও ব্যক্তি মালিকানা বাতেন, রহিম গাজি, জালাল, আলী আকবর ও মাদ্রাসা সহ মোট ৩১৪ শতাংশ জমি আমি ক্রয় করে থাকি। এবং এরিমধ্যে জমি পাওনাদারদের সকলকে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি আরও কোন ব্যক্তির জমি এর মধ্যে থাকে। তাহলে তাঁদেরকেও জমির সমপরিমান মূল্য বুঝিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, শুনছি বাদল গংরা ২৪০ শতাংশ জমির পাওয়ারদাতা বা বায়না সূত্রে মালিক। তাঁদেরকেও এ্যাভান্স ৩ লক্ষ্যে টাকা পেয় করেছি এবং বাকী আরও ২৭ লক্ষ্যে টাকা দেওয়া হবে বলে জানান তিনি।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বলেন, ভাই আপনার মাধ্যমেই আমি বিষয়টি এখন জানতে পারলাম। আমি নতুন জেলা প্রশাসক হিসেবে জানাছিল না। তবে এবিষয় যদি কেহ সুনির্দিষ্ট ভাবে অভিযোগ প্রদান করে। তাহলে আমি সঠিকভাবে আইনগত গ্রহণ করব