ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সহজে তৈরি করুন হাঁড়ি কাবাব

লাইফস্টাইল ডেস্ক :  প্রতিদিন ঘরে বিভিন্ন খাবারের আয়োজন থাকলেও অতিথি আপ্যায়নে খাবারে ভিন্নতা আনা প্রয়োজন। অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন হাঁড়ি কাবাব। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন হাঁড়ি কাবাব।

উপকরণ :

  • হাড্ডি ছাড়া গরুর মাংস পাতলা স্লাইস করে কাটা– ৭৫০ গ্রাম
  • সরিষার তেল– চার টেবিল চামচ
  • জিরা – এক চা চামচ
  • দারুচিনি– চারটি
  • লবঙ্গ– ছয়টি
  • জয়ত্রী ও জয়ফল– সামান্য
  • পেঁয়াজ কুঁচি– আধা কাপ
  • রসুন বাটা– দুই টেবিল চামচ
  • আদা বাটা– দুই টেবিল চামচ
  • সরিষা বাটা– এক টেবিল চামচ
  • বাদাম বাটা– এক চা চামচ
  • টক দই– পাঁচ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া– আধা চা চামচ
  • মরিচ গুঁড়া– এক চা চামচ
  • সিরকা– এক টেবিল চামচ
  • লবণ– স্বাদমতো

যেভাবে তৈরি করবেন :

প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল নিয়ে এতে জিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচি, জয়ত্রী ও জয়ফল ভেঁজে নিয়ে বেটে পেস্ট করে নিন। এরপর প্যানে পেঁয়াজ কুঁচি ভেঁজে নিয়ে পেস্ট করে রাখুন আলাদা আলাদা বাটিতে।

এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, টক দই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ। এরপর সব উপকরণগুলো ভালো করে ভাঁজুন। এরপর ভাঁজতে ভাঁজতে তেল উপরে উঠে এলে স্লাইস করে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে সিরকা দিয়ে ২৫-৩০ মিনিট এর জন্য ঢেকে দিন। এরপর চুলার আঁচ কমিয়ে রাখুন এবং মাঝেমাঝে নেড়ে দিন।

এরপর মাংস নরম  হয়ে এলে এতে জিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচি, জয়ত্রী ও জয়ফল ভেজে বেটে পেস্ট করে রাখা পেস্টটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ঝোল শুঁকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করুন আরো কিছুক্ষণ। এরপর ঝোল শুঁকিয়ে এলে ভাঁজা পেঁয়াজ বাটা দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে কম আঁচে আরো ১০ মিনিটের মতো জ্বাল দিন। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার হাঁড়ি কাবাব।

Tag :

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

সহজে তৈরি করুন হাঁড়ি কাবাব

আপডেট টাইম ১২:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯

লাইফস্টাইল ডেস্ক :  প্রতিদিন ঘরে বিভিন্ন খাবারের আয়োজন থাকলেও অতিথি আপ্যায়নে খাবারে ভিন্নতা আনা প্রয়োজন। অতিথি আপ্যায়নে ঘরেই তৈরি করতে পারেন হাঁড়ি কাবাব। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন হাঁড়ি কাবাব।

উপকরণ :

  • হাড্ডি ছাড়া গরুর মাংস পাতলা স্লাইস করে কাটা– ৭৫০ গ্রাম
  • সরিষার তেল– চার টেবিল চামচ
  • জিরা – এক চা চামচ
  • দারুচিনি– চারটি
  • লবঙ্গ– ছয়টি
  • জয়ত্রী ও জয়ফল– সামান্য
  • পেঁয়াজ কুঁচি– আধা কাপ
  • রসুন বাটা– দুই টেবিল চামচ
  • আদা বাটা– দুই টেবিল চামচ
  • সরিষা বাটা– এক টেবিল চামচ
  • বাদাম বাটা– এক চা চামচ
  • টক দই– পাঁচ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া– আধা চা চামচ
  • মরিচ গুঁড়া– এক চা চামচ
  • সিরকা– এক টেবিল চামচ
  • লবণ– স্বাদমতো

যেভাবে তৈরি করবেন :

প্রথমে একটি ফ্রাই প্যানে সামান্য সরিষার তেল নিয়ে এতে জিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচি, জয়ত্রী ও জয়ফল ভেঁজে নিয়ে বেটে পেস্ট করে নিন। এরপর প্যানে পেঁয়াজ কুঁচি ভেঁজে নিয়ে পেস্ট করে রাখুন আলাদা আলাদা বাটিতে।

এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, টক দই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ। এরপর সব উপকরণগুলো ভালো করে ভাঁজুন। এরপর ভাঁজতে ভাঁজতে তেল উপরে উঠে এলে স্লাইস করে কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে সিরকা দিয়ে ২৫-৩০ মিনিট এর জন্য ঢেকে দিন। এরপর চুলার আঁচ কমিয়ে রাখুন এবং মাঝেমাঝে নেড়ে দিন।

এরপর মাংস নরম  হয়ে এলে এতে জিরা, লবঙ্গ, দারুচিনি, এলাচি, জয়ত্রী ও জয়ফল ভেজে বেটে পেস্ট করে রাখা পেস্টটুকু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ঝোল শুঁকিয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করুন আরো কিছুক্ষণ। এরপর ঝোল শুঁকিয়ে এলে ভাঁজা পেঁয়াজ বাটা দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে কম আঁচে আরো ১০ মিনিটের মতো জ্বাল দিন। এরপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন মজাদার হাঁড়ি কাবাব।