ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

সকাল ৮টা হতে ভোটারদের ব্যাপক উৎসবমুখর পরিবেশে ও দীর্ঘ লাইনে ভোটগ্রহন চলছে

আজ রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবো। ভোটগ্রহনের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও দীর্ঘলাইনে দাড়িয়ে ভোটপ্রদান অনুষ্ঠিত হচ্ছে।
আ.লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপি’র প্রার্থী হেলাল উদ্দিন শাহ মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে -জালাল উদ্দিন (উটপাখি), এছেল আহম্মদ (টেবিল ল্যাম্প), ২ নম্বর ওয়ার্ডে – নুরুল আবছার জসিম (টেবিল ল্যাম্প), মো. নাছের (পাঞ্জাবি), ইউসুফ রাজু (উটপাখি) ও আবদুল ছত্তার (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে – জসিম উদ্দিন শাহ (উটপাখি), শাহাদাত হোসেন সুমন (টেবিল ল্যাম্প), সিরাজুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) ও জাহাঙ্গীর আলম (পাঞ্জাবি), ৪ নম্বর ওয়ার্ডে – মো. নজরুল ইসলাম (পাঞ্জাবি) , মো. আইয়ুব (উটপাখি) ও মনছুর উদ্দিন (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে – মোহাম্মদ সেলিম (ব্রিজ) ও আবুল কাশেম (উটপাখি), ৬ নম্বর ওয়ার্ডে – অলি আহাম্মদ মাস্টার (উটপাখি), তারেকুল ইসলাম (টেবিল ল্যাম্প), আবদুল ছত্তার (পাঞ্জাবি), সুবেল দেব (ব্ল্যাকবোর্ড), আবদুল মান্নান (পানির বোতল) ও লিটন খাঁন (টিউব লাইট), ৭ নম্বর ওয়ার্ডে – তারেকুল ইসলাম চৌধুরী, (পাঞ্জাবি) মিনাজুর রহমান বেলাল (ব্ল্যাকবোর্ড), জরিপ আলী (উটপাখি) ও নুরুল আবছার (ফাইল কেবিনেট), ৮ নম্বর ওয়ার্ডে – এনাম উদ্দিন আইয়ুব (পাঞ্জাবি), মাহবুবুল আলম সিকদার (উটপাখি), মনজুর হোসেন (ব্রীজ), কফিল উদ্দিন সিকদার (ব্ল্যাকবোর্ড), আশিষ বড়ুয়া (টেবিল ল্যাম্প), ৯ নম্বর ওয়ার্ডে – লোকমানুল হক তালুকদার (ব্ল্যাকবোর্ড), মহিউদ্দিন পারভেজ (পাঞ্জাবি), ওমর ফারুক (উটপাখি), জসিম উদ্দিন (ডালিম), জালাল উদ্দিন (পানির বোতল)। অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে- জেসমিন আক্তার ( টেলিফোন) ও রুবি বেগম (আনারস) , ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে – নূর জাহান বেগম (টেলিফোন), ইয়াছমিন আক্তার (জবা ফুল) ও সামশুন নাহার (আনারস), ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে- ইয়াছমিন আক্তার (টেলিফোন), রুনা আক্তার (আনারস) ও দিলু আক্তার (জবাফুল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি’র টহল থাকবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

সকাল ৮টা হতে ভোটারদের ব্যাপক উৎসবমুখর পরিবেশে ও দীর্ঘ লাইনে ভোটগ্রহন চলছে

আপডেট টাইম ১১:৩৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

আজ রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচন সকাল ৮টা হতে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলবো। ভোটগ্রহনের শুরুতে বিভিন্ন কেন্দ্রে ব্যাপক উৎসাহ ও দীর্ঘলাইনে দাড়িয়ে ভোটপ্রদান অনুষ্ঠিত হচ্ছে।
আ.লীগের মেয়র প্রার্থী মো. শাহজাহান সিকদার ও বিএনপি’র প্রার্থী হেলাল উদ্দিন শাহ মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে -জালাল উদ্দিন (উটপাখি), এছেল আহম্মদ (টেবিল ল্যাম্প), ২ নম্বর ওয়ার্ডে – নুরুল আবছার জসিম (টেবিল ল্যাম্প), মো. নাছের (পাঞ্জাবি), ইউসুফ রাজু (উটপাখি) ও আবদুল ছত্তার (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে – জসিম উদ্দিন শাহ (উটপাখি), শাহাদাত হোসেন সুমন (টেবিল ল্যাম্প), সিরাজুল ইসলাম (ব্ল্যাকবোর্ড) ও জাহাঙ্গীর আলম (পাঞ্জাবি), ৪ নম্বর ওয়ার্ডে – মো. নজরুল ইসলাম (পাঞ্জাবি) , মো. আইয়ুব (উটপাখি) ও মনছুর উদ্দিন (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে – মোহাম্মদ সেলিম (ব্রিজ) ও আবুল কাশেম (উটপাখি), ৬ নম্বর ওয়ার্ডে – অলি আহাম্মদ মাস্টার (উটপাখি), তারেকুল ইসলাম (টেবিল ল্যাম্প), আবদুল ছত্তার (পাঞ্জাবি), সুবেল দেব (ব্ল্যাকবোর্ড), আবদুল মান্নান (পানির বোতল) ও লিটন খাঁন (টিউব লাইট), ৭ নম্বর ওয়ার্ডে – তারেকুল ইসলাম চৌধুরী, (পাঞ্জাবি) মিনাজুর রহমান বেলাল (ব্ল্যাকবোর্ড), জরিপ আলী (উটপাখি) ও নুরুল আবছার (ফাইল কেবিনেট), ৮ নম্বর ওয়ার্ডে – এনাম উদ্দিন আইয়ুব (পাঞ্জাবি), মাহবুবুল আলম সিকদার (উটপাখি), মনজুর হোসেন (ব্রীজ), কফিল উদ্দিন সিকদার (ব্ল্যাকবোর্ড), আশিষ বড়ুয়া (টেবিল ল্যাম্প), ৯ নম্বর ওয়ার্ডে – লোকমানুল হক তালুকদার (ব্ল্যাকবোর্ড), মহিউদ্দিন পারভেজ (পাঞ্জাবি), ওমর ফারুক (উটপাখি), জসিম উদ্দিন (ডালিম), জালাল উদ্দিন (পানির বোতল)। অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে- জেসমিন আক্তার ( টেলিফোন) ও রুবি বেগম (আনারস) , ৪, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে – নূর জাহান বেগম (টেলিফোন), ইয়াছমিন আক্তার (জবা ফুল) ও সামশুন নাহার (আনারস), ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে- ইয়াছমিন আক্তার (টেলিফোন), রুনা আক্তার (আনারস) ও দিলু আক্তার (জবাফুল) প্রতিক বরাদ্দ পেয়েছেন।

রাঙ্গুনিয়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৫১৯ জন এবং নারী ১২ হাজার ২৭২ জন। ১১টি ভোট কেন্দ্রের ৭০টি বুথে এবার ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, “ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে পুলিশ-আনসারের পাশাপাশি বিজিবি’র টহল থাকবে। প্রতিটি কেন্দ্রে দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট।