ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ –গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে- অধ্যক্ষ নুরুল আমিন

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক): শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। ইচ্ছা থাকলে সফলতা আসবেই। সফলতার জন্য শুধু মেধাবী হওয়া মূখ্য বিষয় না। সফলতার জন্য কঠোর অধ্যবসায় ও ইচ্ছা শক্তি থাকতে হবে। ৫ ফ্রেরুয়ারী শনিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় অবস্থিত স্বনামধন্য প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনীর নবীন (২২-২৩) বরণ প্রোগ্রামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিন এসব কথা বলেন। তিনি বলেন, কলেজ জীবনের প্রথম বর্ষ হল ছাত্রছাত্রীদের বাকি জীবনের ভিত তৈরির সময়। এই সময়ের মধ্যে আগামীর পাথেয় সংগ্রহ করতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করবে। পরিবারের প্রতি তোমাদরে দায়িত্ব রয়েছে। এমন কোনো কাজ করবে না, যাতে পরিবারকে ছোট হতে হয়। নিজেকে ব্র্যান্ডিং করবে। সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হবে। ভাল বন্ধু রাখবে, সব সময় সত্য কথা বলতে হবে। সৎ থাকতে হবে। নিজের ইমেজটা ঘরে, বাহিরে সমাজে যাতে খারাপ না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। নিজেকে অবহেলা না করে সময় কাজে লাগতে হবে।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, পাস করে বেকার থাকা লজ্জার। যোগ্যরা কখনো বেকার থাকে না। সে জন্য পাস করার পরে নয়, আগে থেকেই নিজেদের লক্ষ্য স্থির করে নিয়ে শিক্ষার্থীদের সেই লক্ষ্য পূরণে কাজ করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায়। তেমনি তোমরা সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। তোমরা মাদক থেকে দূরে থাকবে।’ তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানত হোসেন, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রায় ৪৫০ নবীন শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয় ও গুবাক তরু নামে ম্যাগাজিন উন্মোচন করা হয়।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন”

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে, কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে- অধ্যক্ষ নুরুল আমিন

আপডেট টাইম ০৯:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক): শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। ইচ্ছা থাকলে সফলতা আসবেই। সফলতার জন্য শুধু মেধাবী হওয়া মূখ্য বিষয় না। সফলতার জন্য কঠোর অধ্যবসায় ও ইচ্ছা শক্তি থাকতে হবে। ৫ ফ্রেরুয়ারী শনিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় অবস্থিত স্বনামধন্য প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেনীর নবীন (২২-২৩) বরণ প্রোগ্রামে প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল আমিন এসব কথা বলেন। তিনি বলেন, কলেজ জীবনের প্রথম বর্ষ হল ছাত্রছাত্রীদের বাকি জীবনের ভিত তৈরির সময়। এই সময়ের মধ্যে আগামীর পাথেয় সংগ্রহ করতে হবে। তিনি শিক্ষার্থীদের বলেন, ‘সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করবে। পরিবারের প্রতি তোমাদরে দায়িত্ব রয়েছে। এমন কোনো কাজ করবে না, যাতে পরিবারকে ছোট হতে হয়। নিজেকে ব্র্যান্ডিং করবে। সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হবে। ভাল বন্ধু রাখবে, সব সময় সত্য কথা বলতে হবে। সৎ থাকতে হবে। নিজের ইমেজটা ঘরে, বাহিরে সমাজে যাতে খারাপ না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। নিজেকে অবহেলা না করে সময় কাজে লাগতে হবে।

প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের বলেন, পাস করে বেকার থাকা লজ্জার। যোগ্যরা কখনো বেকার থাকে না। সে জন্য পাস করার পরে নয়, আগে থেকেই নিজেদের লক্ষ্য স্থির করে নিয়ে শিক্ষার্থীদের সেই লক্ষ্য পূরণে কাজ করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি মোমবাতি থেকে লক্ষ লক্ষ মোমবাতি জ্বালানো যায়। তেমনি তোমরা সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। তোমরা মাদক থেকে দূরে থাকবে।’ তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারী মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানত হোসেন, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রায় ৪৫০ নবীন শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য, অভিনয় ও গুবাক তরু নামে ম্যাগাজিন উন্মোচন করা হয়।