ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন “বাংলাদেশের হিট অফিসার কী করছেন? হিট নিয়ন্ত্রণে “ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের নগদ অর্থ সহায়তায়: আ জ ম নাসির “স্মার্ট সুদহারে বিপাকে ব্যবসায়ীরা ঢাকা মতিঝিলে ইসতেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

লালমনিরহাটে আধিপত্য বিস্তারে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-৩

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ।।
লালমনিরহাটে শ্রমিকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন থেকে উভয় গ্রুপের মধ্যে চাঁপা ক্ষোভ লক্ষ করা যায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় তিন শ্রমিক নেতা আহত হয়।

রবিবার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন থেকে লালমনিরহাটে বাস মিনিবাস শ্রমিকদের কোন কমিটি না থাকায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ একক প্রাধান্য বিস্তার করে আসছে। এরই মধ্য ওই সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকদের নিজস্ব অফিস বানানোর জন্য ক্রয়কৃত ৮শতাংশ জমি বিক্রয় করে সমুদয় টাকা আত্মসাৎ করে। এঘটনাটি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও বিভেদ সৃষ্টি হয় এবং শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। শুরু হয় শ্রমিকদের আন্দোলন। সাধারণ শ্রমিকরা বর্তমান এই দুর্নীতিবাজ সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুলকে সড়িয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহন যোগ্য কমিটির দাবী জানান।

সাধারণ শ্রমিকদের আন্দোলনের তোপের মুখে পড়ে বাধ্য হয়ে সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুল আগামী ২১ মার্চ লোক দেখানো বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একটি সাধারন সভা ডাক দেয়। এরই প্রেক্ষিতে তারা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে ঢাকা বাসস্ট্যান্ড ও কেন্দ্রীয় বাস টার্মিনালে মহড়া প্রদর্শন করতে থাকে।

রবিবার দুপুরে সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুলের বহিরাগত সন্ত্রাসী বাহিনী কেন্দ্রীয় বাসস্টান্ডে গেলে অপর গ্রুপের প্রকৃত শ্রমিক নেতা লাবু ও দুলুকে বেদম মারপিট করে। পরে সাধারণ শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শ্রমিক নেতা মুন্না গুরুতর আহত হয়। এ সময় রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আট্কা পড়ে যান জোটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষন ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শ্রমিকরা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রমিক নেতা মুন্না জানান, আমরা সাধারণ শ্রমিকদের ন্যায় আদায়ের জন্য আন্দোলন করছি। কিন্তু বর্তমান সভাপতি ও সম্পাদক জোড় করে ক্ষমতায় থেকে শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছে। তারা সাধারন শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে ক্রয়কৃত জমি অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করার জন্যই তারা সন্ত্রাসী ভাড়া করে এ হামলা চালায়। আমরা এর ন্যায্য বিচার দাবী করছি।

সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বহিরাগত সন্ত্রাসী নিয়ে মহড়া ও হামলার কথা অস্বীকার করে বলেন, আমরা সব সময় সাধারন শ্রমিকদের কথা চিন্তা করে কাজ করছি। এজন্য আগামীকাল আমরা সাধারণ সভার আয়োজন করার ঘোষনা দিয়েছি। খুব শিঘ্রই একটি গ্রহন যোগ্য নির্বাচন করার চেষ্টা চলছে। এ ঘটনায় সভাপতি আমিনুল ইসলাম আহত হয়েছেন বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান জট স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিসিআরসি’র মানববন্ধন

লালমনিরহাটে আধিপত্য বিস্তারে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত-৩

আপডেট টাইম ০৮:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ।।
লালমনিরহাটে শ্রমিকদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইক্রোবাস, বাস ও মিনিবাস শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন থেকে উভয় গ্রুপের মধ্যে চাঁপা ক্ষোভ লক্ষ করা যায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় তিন শ্রমিক নেতা আহত হয়।

রবিবার (২০ মার্চ) দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন থেকে লালমনিরহাটে বাস মিনিবাস শ্রমিকদের কোন কমিটি না থাকায় বর্তমান সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ একক প্রাধান্য বিস্তার করে আসছে। এরই মধ্য ওই সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রমিকদের নিজস্ব অফিস বানানোর জন্য ক্রয়কৃত ৮শতাংশ জমি বিক্রয় করে সমুদয় টাকা আত্মসাৎ করে। এঘটনাটি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও বিভেদ সৃষ্টি হয় এবং শ্রমিকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। শুরু হয় শ্রমিকদের আন্দোলন। সাধারণ শ্রমিকরা বর্তমান এই দুর্নীতিবাজ সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুলকে সড়িয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহন যোগ্য কমিটির দাবী জানান।

সাধারণ শ্রমিকদের আন্দোলনের তোপের মুখে পড়ে বাধ্য হয়ে সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুল আগামী ২১ মার্চ লোক দেখানো বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একটি সাধারন সভা ডাক দেয়। এরই প্রেক্ষিতে তারা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে ঢাকা বাসস্ট্যান্ড ও কেন্দ্রীয় বাস টার্মিনালে মহড়া প্রদর্শন করতে থাকে।

রবিবার দুপুরে সভাপতি আমিনুল ও সম্পাদক বুলবুলের বহিরাগত সন্ত্রাসী বাহিনী কেন্দ্রীয় বাসস্টান্ডে গেলে অপর গ্রুপের প্রকৃত শ্রমিক নেতা লাবু ও দুলুকে বেদম মারপিট করে। পরে সাধারণ শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শ্রমিক নেতা মুন্না গুরুতর আহত হয়। এ সময় রংপুর-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আট্কা পড়ে যান জোটের সৃষ্টি হয়। দীর্ঘক্ষন ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত শ্রমিকরা বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রমিক নেতা মুন্না জানান, আমরা সাধারণ শ্রমিকদের ন্যায় আদায়ের জন্য আন্দোলন করছি। কিন্তু বর্তমান সভাপতি ও সম্পাদক জোড় করে ক্ষমতায় থেকে শ্রমিকদের রক্ত চুষে খাচ্ছে। তারা সাধারন শ্রমিকদের রক্ত ঝড়ানো অর্থে ক্রয়কৃত জমি অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করার জন্যই তারা সন্ত্রাসী ভাড়া করে এ হামলা চালায়। আমরা এর ন্যায্য বিচার দাবী করছি।

সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বহিরাগত সন্ত্রাসী নিয়ে মহড়া ও হামলার কথা অস্বীকার করে বলেন, আমরা সব সময় সাধারন শ্রমিকদের কথা চিন্তা করে কাজ করছি। এজন্য আগামীকাল আমরা সাধারণ সভার আয়োজন করার ঘোষনা দিয়েছি। খুব শিঘ্রই একটি গ্রহন যোগ্য নির্বাচন করার চেষ্টা চলছে। এ ঘটনায় সভাপতি আমিনুল ইসলাম আহত হয়েছেন বলেও জানান তিনি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান জট স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।