ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র জামে মসজিদ নিয়ে নানা বির্তক দ্রুত সমাধান চায় সাধারণ মুসল্লী ও এলাকাবাসী বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র নিহত রানীশংকৈল মডেল স্কুলের আলোচিত ধীরেন্দ্রনাথ সহ ৪ শিক্ষক বদলি । কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তার পুরুষাঙ্গ কর্তন মামলায় স্ত্রীর কারাদন্ড টাঙ্গাইলে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা, যুক্ত হচ্ছে মাদক সেবনের সাথেও জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা: সহপাঠি ও প্রক্টরের ২জনের রিমান্ড মঞ্জুর। “পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের মানববন্ধন” যুবলীগ সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে.. দিদারুল ইসলাম চৌধুরী দুমকিতে ১২ ঘন্টার মধ্যে র‍্যাবের ফাঁদে পলায়নরত ধর্ষক আটক। সন্তানের চাকরি স্থায়ীকরন চেয়ে লক্ষ্মীপুরে পঙ্গু বাবার আকুতি

লক্ষ্মীপুরে পুলিশের নায়েক থেকে সহকারী উপ পরিদর্শক হলেন ৬ জন

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); পুলিশ অধিদপ্তর কর্তৃক পদ বিভাজনের মাধ্যমে লক্ষীপুর জেলায় ৬ জনকে নায়েক থেকে সহকারী উপ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়াদের ৩০ জুন বৃহস্পতিবার র্যাংক ব্যাজ পরিয়ে দেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার পদে দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি ড. এ এইচ এম কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুলিশ সুত্র জানায়, পুলিশ বিভাগে বিভিন্ন পদে পদোন্নতি যোগ্য শূন্য পদের বিপরীতে প্রতি বছরই বিভাগীয় পরীক্ষার মাধ্যমে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই, এসআই থেকে ইনস্পেক্টর ও কনস্টেবল থেকে এটিএসআই, এটিএসআই থেকে টিএসআই এবং কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই সশস্ত্র, এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র, এসআই সশস্ত্র থেকে আরআই পদে পদোন্নতি দেয়া হয়। এছাড়া সার্জেন্ট থেকে টিআই পদেও পদোন্নতি দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলায় শূন্য পদে নায়েক সশস্ত্র পদ থেকে এএসআই পদে ৬ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন, নায়েক/৭৭ মোঃ আক্তার উল আলম, নায়েক/৭৮ হাবিবুর রহমান, নায়েক/৭৯ রবিউল হাসান, নায়েক/৮৯ মোঃ হানিফ ভৃইঁয়া, নায়েক/১৩১ ইব্রাহিম হোসেন, নায়েক/১৩২ মোঃ মঞ্জুর মোর্শেদ।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ ২ জুলাই শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, লক্ষ্মীপুর জেলার শূন্য পদের বিপরীতে ৬ জনকে নায়েক সশস্ত্র পদ থেকে এএসএআই সশস্ত্র পদে পদোন্নতি দেয়া হয়েছে। অন্যান্য পদেও পর্যায়ক্রমে পদোন্নতি দেয়া হবে তিনি জানান।

Tag :

জনপ্রিয় সংবাদ

রামগড়ে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র জামে মসজিদ নিয়ে নানা বির্তক দ্রুত সমাধান চায় সাধারণ মুসল্লী ও এলাকাবাসী

লক্ষ্মীপুরে পুলিশের নায়েক থেকে সহকারী উপ পরিদর্শক হলেন ৬ জন

আপডেট টাইম ১১:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিবেদক); পুলিশ অধিদপ্তর কর্তৃক পদ বিভাজনের মাধ্যমে লক্ষীপুর জেলায় ৬ জনকে নায়েক থেকে সহকারী উপ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি পাওয়াদের ৩০ জুন বৃহস্পতিবার র্যাংক ব্যাজ পরিয়ে দেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার পদে দায়িত্বরত অতিরিক্ত ডিআইজি ড. এ এইচ এম কামরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুলিশ সুত্র জানায়, পুলিশ বিভাগে বিভিন্ন পদে পদোন্নতি যোগ্য শূন্য পদের বিপরীতে প্রতি বছরই বিভাগীয় পরীক্ষার মাধ্যমে কনস্টেবল থেকে এএসআই, এএসআই থেকে এসআই, এসআই থেকে ইনস্পেক্টর ও কনস্টেবল থেকে এটিএসআই, এটিএসআই থেকে টিএসআই এবং কনস্টেবল থেকে নায়েক, নায়েক থেকে এএসআই সশস্ত্র, এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র, এসআই সশস্ত্র থেকে আরআই পদে পদোন্নতি দেয়া হয়। এছাড়া সার্জেন্ট থেকে টিআই পদেও পদোন্নতি দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলায় শূন্য পদে নায়েক সশস্ত্র পদ থেকে এএসআই পদে ৬ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন, নায়েক/৭৭ মোঃ আক্তার উল আলম, নায়েক/৭৮ হাবিবুর রহমান, নায়েক/৭৯ রবিউল হাসান, নায়েক/৮৯ মোঃ হানিফ ভৃইঁয়া, নায়েক/১৩১ ইব্রাহিম হোসেন, নায়েক/১৩২ মোঃ মঞ্জুর মোর্শেদ।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ ২ জুলাই শনিবার সন্ধ্যায় এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, লক্ষ্মীপুর জেলার শূন্য পদের বিপরীতে ৬ জনকে নায়েক সশস্ত্র পদ থেকে এএসএআই সশস্ত্র পদে পদোন্নতি দেয়া হয়েছে। অন্যান্য পদেও পর্যায়ক্রমে পদোন্নতি দেয়া হবে তিনি জানান।