ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। চট্টগ্রামে সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড … নড়াইলে মসজিদ ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া পলাতক চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের স্বস্তির উদ্যোগ।

লক্ষ্মীপুরে দিনমজুর মৃত রমজান আলী গং এর জমি দখলের পায়তারা করছেন ভূমিদস্যুরা

Exif_JPEG_420

লক্ষ্মীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুর ঢাকা রায়পুর মহাসড়ক মাদাম ব্রীজের পশ্চিমে দক্ষিণ কর্ণার পৌর ৬নং ওয়ার্ড, বাঞ্চানগর ৬৩নং মৌজার ৭৯৬৯নং দাগের ২৫৪৪ ও ২৫২৮ এ ২ খতিয়ানের ১৩৯ ডিসিম জমির মধ্যে সরকার কিছু জমি একোয়ার করে নিয়ে যায় । আর বাকি জমির প্রকৃত মালিক মরহুম ফজল হক (কন্ট্রাক্টর) এর ছেলে মরহুম রমজান আলী (গং) । সরেজমিনে গিয়ে জানা যায় যে, মৃত রমজান আলী ছিলো একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর রিক্সাচালক, সহজ সরল মনের অদিকারী ছিলেন মৃত রমজান আলী । মরহুম রমজান আলীর রিক্সায় করে চলাফেরা করত মৃত নজির আহম্মদ (মোল্লা) ও মৃত সানাউল্লাহ (কন্ট্রাক্টর)। লেখা পড়া না জানা রমজান আলীকে সহজ সরল পেয়ে নজির আহম্মদ (মোল্লা) রমজান আলীকে বাবা ডেকে চক্রান্ত মূলক প্রতারণা করে ফাঁদে ফেলে একই তারিখে ২ টা করে জাল দলিল করিয়া নিয়ে রমজান আলীকে বোকা বানিয়ে দলিল করে রমজান আলীর ওয়ারিশদেরকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করে আসছেন । মৃত নজির আহম্মদ (মোল্লা) ও মৃত সানাউল্লাহ (কন্ট্রাক্টর) এর ছেলেরা এলাকার বখাটে লোকদেরকে নিয়ে রমজান আলীর ওয়ারিশদেরকে ভয়ভীতি দেখায়, ও তাদের পরিবারের  উপর অবিচার করে আসছে । এবং, রমজান আলীর পরিবারকে জমি থেকে চলে যাওয়ার জন্য প্রায় বলে থাকে । জমি থেকে চলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি প্রদান করে । এবং বিভিন্ন লোকজনের নিকট জমি বিক্রি করিবার জন্য চেষ্টা করে যাচ্ছে । এমন্ত অবস্থায় ভূমিদস্যু নজির আহম্মদ (মোল্লা) ও সানাউল্লাহ (কন্ট্রাক্টর) এর ছেলেদের হাত থেকে রক্ষা পাওয়া, ও তাদের জমি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার । এ বিষয়ে দেওয়ানী মামলা, বন্টনের মামলা, জমা খারিজ মামলা, রেকর্ড পরিবর্তন মামলা সহ এখন পর্যন্ত মোট ৮ টি মামলা আদালত সহ বিভিন্ন জায়গায় চলমান রয়েছে ।
Tag :

জনপ্রিয় সংবাদ

–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব ।

লক্ষ্মীপুরে দিনমজুর মৃত রমজান আলী গং এর জমি দখলের পায়তারা করছেন ভূমিদস্যুরা

আপডেট টাইম ০৯:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০
লক্ষ্মীপুর প্রতিনিধি, লক্ষ্মীপুর ঢাকা রায়পুর মহাসড়ক মাদাম ব্রীজের পশ্চিমে দক্ষিণ কর্ণার পৌর ৬নং ওয়ার্ড, বাঞ্চানগর ৬৩নং মৌজার ৭৯৬৯নং দাগের ২৫৪৪ ও ২৫২৮ এ ২ খতিয়ানের ১৩৯ ডিসিম জমির মধ্যে সরকার কিছু জমি একোয়ার করে নিয়ে যায় । আর বাকি জমির প্রকৃত মালিক মরহুম ফজল হক (কন্ট্রাক্টর) এর ছেলে মরহুম রমজান আলী (গং) । সরেজমিনে গিয়ে জানা যায় যে, মৃত রমজান আলী ছিলো একজন সাধারণ খেটে খাওয়া দিন মজুর রিক্সাচালক, সহজ সরল মনের অদিকারী ছিলেন মৃত রমজান আলী । মরহুম রমজান আলীর রিক্সায় করে চলাফেরা করত মৃত নজির আহম্মদ (মোল্লা) ও মৃত সানাউল্লাহ (কন্ট্রাক্টর)। লেখা পড়া না জানা রমজান আলীকে সহজ সরল পেয়ে নজির আহম্মদ (মোল্লা) রমজান আলীকে বাবা ডেকে চক্রান্ত মূলক প্রতারণা করে ফাঁদে ফেলে একই তারিখে ২ টা করে জাল দলিল করিয়া নিয়ে রমজান আলীকে বোকা বানিয়ে দলিল করে রমজান আলীর ওয়ারিশদেরকে বসত বাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা করে আসছেন । মৃত নজির আহম্মদ (মোল্লা) ও মৃত সানাউল্লাহ (কন্ট্রাক্টর) এর ছেলেরা এলাকার বখাটে লোকদেরকে নিয়ে রমজান আলীর ওয়ারিশদেরকে ভয়ভীতি দেখায়, ও তাদের পরিবারের  উপর অবিচার করে আসছে । এবং, রমজান আলীর পরিবারকে জমি থেকে চলে যাওয়ার জন্য প্রায় বলে থাকে । জমি থেকে চলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি প্রদান করে । এবং বিভিন্ন লোকজনের নিকট জমি বিক্রি করিবার জন্য চেষ্টা করে যাচ্ছে । এমন্ত অবস্থায় ভূমিদস্যু নজির আহম্মদ (মোল্লা) ও সানাউল্লাহ (কন্ট্রাক্টর) এর ছেলেদের হাত থেকে রক্ষা পাওয়া, ও তাদের জমি ফিরে পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার । এ বিষয়ে দেওয়ানী মামলা, বন্টনের মামলা, জমা খারিজ মামলা, রেকর্ড পরিবর্তন মামলা সহ এখন পর্যন্ত মোট ৮ টি মামলা আদালত সহ বিভিন্ন জায়গায় চলমান রয়েছে ।