ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড চন্দনাইশে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বশর ভূঁইয়া পরিষদের ঈদ পুনমিলনী অনুষ্ঠিত ফরিদপুর জেলার মধুখালিতে “শ্যালিকার সঙ্গে পরকীয়ার জেরে দুলাভাইকে নৃশংসভাবে হত্যা” শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামি আশারুল শেখ এবং তার প্রধান সহযোগী ইলিয়াস শেখ ও খায়রুল শেখ’কে ফরিদপুরের ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর

রাজশাহীর মহাসড়কে আবারও ডানা মেলছে প্রজাপতি

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক প্রজাপতি সড়কবাতি স্থাপন কাজ পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে সড়কবাতি, আবারও যেন সড়কে ডানা মেলেছে প্রজাপতি।
জানা যায়, গত জানুয়ারি মাসে রাজশাহী মহানগরীর বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কটির ডিভাইডারের মধ্যে সড়কবাতিগুলো বসানো হয়। ৪ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করার পর মোট ১৭৪টি খুঁটি বসানো হয়। এসব খুঁটি ও বাতি চীন থেকে আনা হয়। গত ১১ ফেব্রুয়ারি সড়কবাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এই বাতি আলোচিত হয় রাজশাহীজুড়ে। তবে বেশি দিন শোভা ছড়াতে পারেনি বাতিগুলো। উদ্বোধনের পর দুই মাস না যেতেই গত ৪ এপ্রিলের বিকেলের ঝড়ে বেশির ভাগ সড়কবাতি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ভেঙে পড়ার প্রায় সাত মাস পর মেরামত করা হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তার প্রজাপতি বাতি। আবারও জ্বলতে শুরু করবে বাতিগুলো; পূর্বের ন্যায় ছড়াবে রোশনাই। রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগ ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কবাতি বসানোর কাজটি বাস্তবায়ন করেছিল। এতে ব্যয় হয় ৫ কোটি ২২ লাখ টাকা। প্রতিটি খুঁটির জন্য খরচ হয় ৩ লাখ টাকা করে।
খুঁটিগুলো ৪ এপ্রিল লুটিয়ে পড়ার পর ঠিকাদার বলেছিলেন, দুই রাতের মধ্যেই সব মেরামত করে দেয়া হবে, কিন্তু তা আর হয়নি। অবশেষে সড়কবাতিগুলো লাগানো হচ্ছে। দুই রাতের জায়গায় লাগল সাত মাস!
রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান, নগরীর বিভিন্ন রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কটিতে বাইসাইকেল লেন ও দৃষ্টিনন্দন আইল্যান্ড নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়। সড়কটিতে আলোকায়নের ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন প্রজাপতির সড়কবাতি পুনরায় শক্ত খুঁটির করে প্রতিস্থাপন করা হচ্ছে। যার প্রতিটিতে দুইটি করে ৩৪৮টি লাইট থাকবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘ক্রেন না পাওয়ার কারণে পোল বসাতে সময় লাগল। সম্ভবত বাইরে থেকে ক্রেন এনে কাজ শুরু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। এবার পোলে আগের চেয়ে বেশি করে ফাউন্ডেশন দেয়া হচ্ছে বলে জানান এই প্রকৌশলী।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি (২০ এপ্রিল ২০২৪ ) —————————————- ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল : সেভ দ্য রোড

রাজশাহীর মহাসড়কে আবারও ডানা মেলছে প্রজাপতি

আপডেট টাইম ০৬:৫৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীর বিলসিমলা রেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফোরলেন সড়কে দৃষ্টিনন্দন আধুনিক প্রজাপতি সড়কবাতি স্থাপন কাজ পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে সড়কবাতি, আবারও যেন সড়কে ডানা মেলেছে প্রজাপতি।
জানা যায়, গত জানুয়ারি মাসে রাজশাহী মহানগরীর বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কটির ডিভাইডারের মধ্যে সড়কবাতিগুলো বসানো হয়। ৪ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি দুই লেন থেকে চার লেনে উন্নীত করার পর মোট ১৭৪টি খুঁটি বসানো হয়। এসব খুঁটি ও বাতি চীন থেকে আনা হয়। গত ১১ ফেব্রুয়ারি সড়কবাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এই বাতি আলোচিত হয় রাজশাহীজুড়ে। তবে বেশি দিন শোভা ছড়াতে পারেনি বাতিগুলো। উদ্বোধনের পর দুই মাস না যেতেই গত ৪ এপ্রিলের বিকেলের ঝড়ে বেশির ভাগ সড়কবাতি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ভেঙে পড়ার প্রায় সাত মাস পর মেরামত করা হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তার প্রজাপতি বাতি। আবারও জ্বলতে শুরু করবে বাতিগুলো; পূর্বের ন্যায় ছড়াবে রোশনাই। রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগ ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কবাতি বসানোর কাজটি বাস্তবায়ন করেছিল। এতে ব্যয় হয় ৫ কোটি ২২ লাখ টাকা। প্রতিটি খুঁটির জন্য খরচ হয় ৩ লাখ টাকা করে।
খুঁটিগুলো ৪ এপ্রিল লুটিয়ে পড়ার পর ঠিকাদার বলেছিলেন, দুই রাতের মধ্যেই সব মেরামত করে দেয়া হবে, কিন্তু তা আর হয়নি। অবশেষে সড়কবাতিগুলো লাগানো হচ্ছে। দুই রাতের জায়গায় লাগল সাত মাস!
রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু জানান, নগরীর বিভিন্ন রাস্তার উন্নয়নে ১৭৩ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কটি ৩০ থেকে ৮০ ফুটে উন্নীত করা হয়েছে। সড়কটিতে বাইসাইকেল লেন ও দৃষ্টিনন্দন আইল্যান্ড নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, সড়কের দুই পাশে ১০ ফুট চওড়া ফুটপাত ও রাস্তার দক্ষিণ পাশে সাড়ে সাত ফুট ড্রেন করা হয়। সড়কটিতে আলোকায়নের ১৭৪টি আধুনিক দৃষ্টিনন্দন প্রজাপতির সড়কবাতি পুনরায় শক্ত খুঁটির করে প্রতিস্থাপন করা হচ্ছে। যার প্রতিটিতে দুইটি করে ৩৪৮টি লাইট থাকবে।
রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার বলেন, ‘ক্রেন না পাওয়ার কারণে পোল বসাতে সময় লাগল। সম্ভবত বাইরে থেকে ক্রেন এনে কাজ শুরু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। এবার পোলে আগের চেয়ে বেশি করে ফাউন্ডেশন দেয়া হচ্ছে বলে জানান এই প্রকৌশলী।