ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২৬৫ (দুইশত পঁয়ষট্টি) বোতল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। মোটরসাইকেল জব্দ।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার সহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
গত ১৭/১২/২০১৯খ্রিঃ তারিখআনুমানিক২০.৪০ঘটিকায় র‌্যাব-২ এরআভিযানিক দল গোপনসংবাদের ভিত্তিতেজানতেপারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীনতাজমহল রোডএলাকায়কতিপয়মাদকব্যবসায়ীমাদকের একটিবড়চালান ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানকরছে। প্রাপ্তসংবাদের সত্যতাযাচাইয়েরনিমিত্তের‌্যাবেরআভিযানিক দল ২১.৩০ ঘটিকায়রাজধানীর মোহাম্মদপুর থানাধীনতাজমহল রোডস্থ মেধাকুঞ্জমডেল স্কুলএরসামনেউপস্থিত হলের‌্যাবেরউপস্থিতিটের পেয়ে দৌড়েপালানোর চেষ্টাকালে ১। মোঃ জিয়াউল হক (৪০) ২। মোঃ জাবেদ বিন আজিজ (৪০)কে গ্রেফতারকরে। গ্রেফতারকৃত আসামীদেরকে ফেন্সিডিলেরচালানসংক্রান্তবিষয়েজিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকারকরলেওপরবর্তীতেতাদের সাথে থাকাপুরাতনট্রাভেলব্যাগেরভিতরতল্লাশিকরে১৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিকজিজ্ঞাসাবাদে মাদকের আরোকিছু তথ্য পাওয়াযায়। তারাজানায়, ধানমন্ডি ২৭ নম্বর রোডহয়েএকজনমাদকব্যবসায়ী মোটরসাইকেলেকরেমাদকের একটিচালাননিয়েআসতেছে। তাদের দেয়া তথ্য মতের‌্যাবেরআভিযানিক দল ২২.২০ ঘটিকায়ধানমন্ডি থানাধীনধানমন্ডি ২৭ নম্বর রোডস্থ জয়িতানার্সারিনামকপ্রতিষ্টানেরসামনেপাকারাস্তারউপরউপস্থিত হয়ে উক্ত মোটরসাইকেলআটকেরঅপেক্ষায়ওৎ পেতে থাকে। অতপর ২২.৪৫ঘটিকায় মোটরসাইকেলটিঘটনাস্থলে উপস্থিত হলে থামারজন্য সংকেত দেওয়ামাত্র,র‌্যাবেরউপস্থিত টের পেয়ে মোটরসাইকেলটি থামিয়ে দৌড়েপালানোর চেষ্টাকালে(১) মোঃ নোমান হোসেন (৩৯) কে গ্রেফতারকরে।গ্রেফতারকৃত আসামীর সাথে থাকাএকটিব্যাগতল্লাশিকরে ১৩৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় দেশের আইনশৃংখলারক্ষাকারীবাহিনীর চোখকেফাঁকিদিয়েঅভিনবপন্থায়নিত্য নতুন কৌশলে সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে বড়লোক হবার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২৬৫ (দুইশত পঁয়ষট্টি) বোতল ফেন্সিডিলসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২। মোটরসাইকেল জব্দ।

আপডেট টাইম ১০:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গী, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতার সহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।
গত ১৭/১২/২০১৯খ্রিঃ তারিখআনুমানিক২০.৪০ঘটিকায় র‌্যাব-২ এরআভিযানিক দল গোপনসংবাদের ভিত্তিতেজানতেপারে যে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীনতাজমহল রোডএলাকায়কতিপয়মাদকব্যবসায়ীমাদকের একটিবড়চালান ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানকরছে। প্রাপ্তসংবাদের সত্যতাযাচাইয়েরনিমিত্তের‌্যাবেরআভিযানিক দল ২১.৩০ ঘটিকায়রাজধানীর মোহাম্মদপুর থানাধীনতাজমহল রোডস্থ মেধাকুঞ্জমডেল স্কুলএরসামনেউপস্থিত হলের‌্যাবেরউপস্থিতিটের পেয়ে দৌড়েপালানোর চেষ্টাকালে ১। মোঃ জিয়াউল হক (৪০) ২। মোঃ জাবেদ বিন আজিজ (৪০)কে গ্রেফতারকরে। গ্রেফতারকৃত আসামীদেরকে ফেন্সিডিলেরচালানসংক্রান্তবিষয়েজিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকারকরলেওপরবর্তীতেতাদের সাথে থাকাপুরাতনট্রাভেলব্যাগেরভিতরতল্লাশিকরে১৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিকজিজ্ঞাসাবাদে মাদকের আরোকিছু তথ্য পাওয়াযায়। তারাজানায়, ধানমন্ডি ২৭ নম্বর রোডহয়েএকজনমাদকব্যবসায়ী মোটরসাইকেলেকরেমাদকের একটিচালাননিয়েআসতেছে। তাদের দেয়া তথ্য মতের‌্যাবেরআভিযানিক দল ২২.২০ ঘটিকায়ধানমন্ডি থানাধীনধানমন্ডি ২৭ নম্বর রোডস্থ জয়িতানার্সারিনামকপ্রতিষ্টানেরসামনেপাকারাস্তারউপরউপস্থিত হয়ে উক্ত মোটরসাইকেলআটকেরঅপেক্ষায়ওৎ পেতে থাকে। অতপর ২২.৪৫ঘটিকায় মোটরসাইকেলটিঘটনাস্থলে উপস্থিত হলে থামারজন্য সংকেত দেওয়ামাত্র,র‌্যাবেরউপস্থিত টের পেয়ে মোটরসাইকেলটি থামিয়ে দৌড়েপালানোর চেষ্টাকালে(১) মোঃ নোমান হোসেন (৩৯) কে গ্রেফতারকরে।গ্রেফতারকৃত আসামীর সাথে থাকাএকটিব্যাগতল্লাশিকরে ১৩৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় দেশের আইনশৃংখলারক্ষাকারীবাহিনীর চোখকেফাঁকিদিয়েঅভিনবপন্থায়নিত্য নতুন কৌশলে সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে বড়লোক হবার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এছাড়াও ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।