ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

রণ পায়ে হেঁটে বেড়াচ্ছেন সাহাবুউদ্দিন

মো: আ: রহমান, গাইবান্ধা প্রতিনিধি।

ছোটবেলা থেকেই বন্ধুদের সঙ্গে শখের বশে ‘রণ পা’ ব্যবহার করে হাঁটতেন গাইবান্ধার সাহাবুউদ্দিন। সেটি ভালো লেগে যায়। এরপর থেকে তিনি আর ‘রণ পা’ ছাড়তে পারেননি। ৬৫ বছর বয়সে এসেও তিনি হাঁটেন ‘রণ পা’ ব্যবহার করে।

তার হাঁটার দৃশ্য অনেকে উৎসুক হয়ে দেখেন। কেউবা আবার তাঁর ‘রণ পা’ নিয়ে হাঁটার চেষ্টা করেন।

বিশেষ কায়দায় বাঁশের তৈরি এক জোড়া লাঠিকে স্থানীয় ভাষায় ‘ঠ্যাংগুয়া’ বলে, যা ‘রণ পা’ হিসাবে পরিচিত। গ্রামীণ বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে আগে দর্শনার্থীদের আনন্দ দিতে ‘রণ পা’ ব্যবহার করে হাঁটার প্রচলন ছিল। এটি গ্রামবাংলার হারানো ঐতিহ্যের একটি অংশ। এই হারানো খেলার ঐতিয্যটি ধরে রেখেছেন গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সাহাবুউদ্দিন।

তিনি পেশায় দিনমজুর। সময় পেলেই বের হন রণ পা নিয়ে। নিজের পায়ে হাটার চেয়ে রণ পায়ে ভর করে হাটতে আনন্দ পান তিনি।

মাইলের পর মাইল এভাবে মনের আনন্দে ঘুড়ে বেড়ান তিনি। জমির ধান দেখাশুনা, বাজার করা এমনকি রণ পা দিয়ে পুকুরের পানিতেও হাটতে পারেন সাহাবু উদ্দিন । ছোটবেলা থেকে রণ পা দিয়ে চলাচল করায় বৃদ্ধ বয়সেও কোন ক্লান্তি ছাড়াই হাটেন রণ পা দিয়ে।

বাদিয়াখালী বাজারের ঔষধ ব্যাবসায়ী আতিকুর রহমান বলেন, রাস্তা দিয়ে সাহাবুউদ্দিনের এমন চলাচলে প্রায় উৎসুক জনতা ভীর করেন। আনন্দ পান হারানো খেলার ঐতিহ্যে ফিরে পেয়ে। তার এমন হাটা দেখে আমাদের এলাকার অনেকে তার মতো রণ পা দিয়ে হাটা শিখছেন অনেকে আবার চেষ্টাও করছেন হাটতে। হারানো এই গ্রামীন ঐহিত্য ফিরিয়ে আনতে চেষ্টা করছেন তিনি।

এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুর আলম ভোরের আকাশকে জানান, দীর্ঘদিন থেকে রণ পা’র মাধ্যমে গ্রামবাংলার ঐতিয্য ধরে রেখেছেন সাহাবুউদ্দিন। তাঁর লাঠিতে হাঁটা দেখে অনেকের ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়।

প্রযুক্তির যুগে কম্পিউটার ও মোবাইলের আসক্তি কমাতে এ ধরনের খেলা গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

রণ পায়ে হেঁটে বেড়াচ্ছেন সাহাবুউদ্দিন

আপডেট টাইম ০২:২৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩

মো: আ: রহমান, গাইবান্ধা প্রতিনিধি।

ছোটবেলা থেকেই বন্ধুদের সঙ্গে শখের বশে ‘রণ পা’ ব্যবহার করে হাঁটতেন গাইবান্ধার সাহাবুউদ্দিন। সেটি ভালো লেগে যায়। এরপর থেকে তিনি আর ‘রণ পা’ ছাড়তে পারেননি। ৬৫ বছর বয়সে এসেও তিনি হাঁটেন ‘রণ পা’ ব্যবহার করে।

তার হাঁটার দৃশ্য অনেকে উৎসুক হয়ে দেখেন। কেউবা আবার তাঁর ‘রণ পা’ নিয়ে হাঁটার চেষ্টা করেন।

বিশেষ কায়দায় বাঁশের তৈরি এক জোড়া লাঠিকে স্থানীয় ভাষায় ‘ঠ্যাংগুয়া’ বলে, যা ‘রণ পা’ হিসাবে পরিচিত। গ্রামীণ বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে আগে দর্শনার্থীদের আনন্দ দিতে ‘রণ পা’ ব্যবহার করে হাঁটার প্রচলন ছিল। এটি গ্রামবাংলার হারানো ঐতিহ্যের একটি অংশ। এই হারানো খেলার ঐতিয্যটি ধরে রেখেছেন গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর গ্রামের সাহাবুউদ্দিন।

তিনি পেশায় দিনমজুর। সময় পেলেই বের হন রণ পা নিয়ে। নিজের পায়ে হাটার চেয়ে রণ পায়ে ভর করে হাটতে আনন্দ পান তিনি।

মাইলের পর মাইল এভাবে মনের আনন্দে ঘুড়ে বেড়ান তিনি। জমির ধান দেখাশুনা, বাজার করা এমনকি রণ পা দিয়ে পুকুরের পানিতেও হাটতে পারেন সাহাবু উদ্দিন । ছোটবেলা থেকে রণ পা দিয়ে চলাচল করায় বৃদ্ধ বয়সেও কোন ক্লান্তি ছাড়াই হাটেন রণ পা দিয়ে।

বাদিয়াখালী বাজারের ঔষধ ব্যাবসায়ী আতিকুর রহমান বলেন, রাস্তা দিয়ে সাহাবুউদ্দিনের এমন চলাচলে প্রায় উৎসুক জনতা ভীর করেন। আনন্দ পান হারানো খেলার ঐতিহ্যে ফিরে পেয়ে। তার এমন হাটা দেখে আমাদের এলাকার অনেকে তার মতো রণ পা দিয়ে হাটা শিখছেন অনেকে আবার চেষ্টাও করছেন হাটতে। হারানো এই গ্রামীন ঐহিত্য ফিরিয়ে আনতে চেষ্টা করছেন তিনি।

এ বিষয়ে বাদিয়াখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুর আলম ভোরের আকাশকে জানান, দীর্ঘদিন থেকে রণ পা’র মাধ্যমে গ্রামবাংলার ঐতিয্য ধরে রেখেছেন সাহাবুউদ্দিন। তাঁর লাঠিতে হাঁটা দেখে অনেকের ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়।

প্রযুক্তির যুগে কম্পিউটার ও মোবাইলের আসক্তি কমাতে এ ধরনের খেলা গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।