ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বাস মুতিউর রহমান বাদশা। কুমিল্লার চার উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন ১৪ জন প্রার্থী গজারিয়ায় ৩ হেভিওয়েটসহ চেয়ারম্যান পদে ৫,ভাইস চেয়ারম্যান পদে ৪,মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ নারায়ণগঞ্জে মাই টিভির ১৫ তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ফিরিঙ্গিবাজারে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে তিন হাজার টাকা দেয়ার ঘোষণা মেয়রের গজারিয়ায় অজ্ঞাত তরুনীর রক্তাত লাশ উদ্ধার গজারিয়ায় অজ্ঞাত তরুনীর রক্তাত লাশ উদ্ধার বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে আসামির পিটুনিতে আসামি নিহত। কর্ণফুলী নদীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে অর্থ প্রতিমন্ত্রী: বেগম ওয়াসিকা আয়শা খান টানা ৬ দিনের ছুটি শেষে চট্টগ্রাম নগরে ফিরছে মানুষ

মেসি ছাড়া বার্সেলোনা চলবে কীভাবে?

গোলবারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলেছেন লিওনেল মেসি, যে সম্পর্ক থেকে বের হওয়ার কোনো উপায়ই দেখছেন না তিনি। বলে পা লাগালেই যেন বল উড়ে গিয়ে লাগছে গোলবারে। থামানোর যেন কোনো উপায়ই নেই। গত মৌসুম থেকেই আফসোস চলছেই, অসাধারণ সব শট, অসাধারণ সব চেষ্টা, সবকিছুই যেন গোলপোস্টে লেগেই থেমে যাচ্ছে। এর মাঝেই রেকর্ডের বন্যা বইয়ে যাচ্ছেন মেসি।

গত কয়েক বছরে বার্সেলোনা দল যেন পুরোপুরি মেসি কেন্দ্রিক হয়ে গিয়েছে। মেসিকে ছাড়া বর্তমান বার্সেলোনা দলে নেতৃত্ব দেওয়ার যেমন কেউ নেই, নেই তাঁর মতো খেলোয়াড়ও। কিন্তু এই বছর না, গত দশ বছর ধরেই বার্সেলোনা নির্ভর করে আছে লিওনেল মেসির ওপর।

গতকালের আগে লা লিগায় বার্সেলোনার গোলসংখ্যা ছিল ৫৯৯৯। ৬০০০তম গোলের দেখা পাওয়ার জন্য মাত্র এক গোলের দরকার ছিল বার্সেলোনার। অধিনায়ক মেসি যেন সেই দায়িত্বই তুলে নিলেন। ম্যাচের দুই-তৃতীয়াংশ শেষ হওয়ার পর ৬৪তম মিনিটে আর্জেন্টাইন জাদুকরের অসাধারণ ফ্রি কিক। সেখান থেকে বার্সেলোনার ইতিহাসে আরেকবার নাম লেখালেন মেসি। লা লিগায় ক্লাবের ৬০০০তম গোলের সঙ্গে নাম যুক্ত হলো লিওনেল মেসির।

গতকাল ৬০০০তম গোলের সময়। ছবি: টুইটারবার্সেলোনার পাঁচ হাজারতম গোলের গোলদাতাও ছিলেন মেসি। ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনার হয়ে মালাগার বিপক্ষে দ্বিতীয় গোল করে লা লিগায় বার্সেলোনার হয়ে পাঁচ হাজারতম গোল করেন লিওনেল মেসি। তার পর থেকে নয় বছরে বার্সেলোনার সাফল্যের পেছনে মেসির অবদান কত বেশি, তা সবাই দেখছেন।

মালাগার বিপক্ষে গোল থেকে আলাভেসের বিপক্ষে গোল, বার্সেলোনায় এর মাঝের এক হাজার গোলে সবচেয়ে বেশি কৃতিত্ব লিওনেল মেসিরই। বার্সেলোনার হয়ে লা লিগায় হওয়া শেষ ১০০০ গোলের মাঝে তার মোট অবদান ৪৫.২ ভাগ। অর্থাৎ সরাসরি ৪৫২ গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি। এই নয় বছরে মেসি গোল করেছেন ৩৩৬ টি। বার্সেলোনায় অন্য যে কারও থেকে চেয়ে বেশি সেটা না বললেও চলছে। তার পরে রয়েছেন লুইস সুয়ারেজ, ১১০ গোল।

গোল বানানোর তালিকাতেও শীর্ষে রয়েছেন মেসি। ১২৬ এসিস্ট করে গোল বানানোতেও শীর্ষে আছেন মেসি। তাঁর পরে আছেন সাবেক দক্ষিণ আমেরিকান সতীর্থ দানি আলভেস (৫৫) এবং সুয়ারেজ (৫৫)।

গত দশ বছরে বার্সেলোনার সেরা এক দশক যে মেসির সুবাদে সেটা সবাই স্বীকার করেন। তবু আবারও যেন সেটা স্পষ্ট করে দিল ৬০০০তম গোল। সে সঙ্গে সবার কাছে প্রশ্নও রেখে গেল, বার্সেলোনা দলটা কি পুরোপুরি মেসি নির্ভর হয়ে গেল?

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

মেসি ছাড়া বার্সেলোনা চলবে কীভাবে?

আপডেট টাইম ১২:০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অগাস্ট ২০১৮

গোলবারের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে ফেলেছেন লিওনেল মেসি, যে সম্পর্ক থেকে বের হওয়ার কোনো উপায়ই দেখছেন না তিনি। বলে পা লাগালেই যেন বল উড়ে গিয়ে লাগছে গোলবারে। থামানোর যেন কোনো উপায়ই নেই। গত মৌসুম থেকেই আফসোস চলছেই, অসাধারণ সব শট, অসাধারণ সব চেষ্টা, সবকিছুই যেন গোলপোস্টে লেগেই থেমে যাচ্ছে। এর মাঝেই রেকর্ডের বন্যা বইয়ে যাচ্ছেন মেসি।

গত কয়েক বছরে বার্সেলোনা দল যেন পুরোপুরি মেসি কেন্দ্রিক হয়ে গিয়েছে। মেসিকে ছাড়া বর্তমান বার্সেলোনা দলে নেতৃত্ব দেওয়ার যেমন কেউ নেই, নেই তাঁর মতো খেলোয়াড়ও। কিন্তু এই বছর না, গত দশ বছর ধরেই বার্সেলোনা নির্ভর করে আছে লিওনেল মেসির ওপর।

গতকালের আগে লা লিগায় বার্সেলোনার গোলসংখ্যা ছিল ৫৯৯৯। ৬০০০তম গোলের দেখা পাওয়ার জন্য মাত্র এক গোলের দরকার ছিল বার্সেলোনার। অধিনায়ক মেসি যেন সেই দায়িত্বই তুলে নিলেন। ম্যাচের দুই-তৃতীয়াংশ শেষ হওয়ার পর ৬৪তম মিনিটে আর্জেন্টাইন জাদুকরের অসাধারণ ফ্রি কিক। সেখান থেকে বার্সেলোনার ইতিহাসে আরেকবার নাম লেখালেন মেসি। লা লিগায় ক্লাবের ৬০০০তম গোলের সঙ্গে নাম যুক্ত হলো লিওনেল মেসির।

গতকাল ৬০০০তম গোলের সময়। ছবি: টুইটারবার্সেলোনার পাঁচ হাজারতম গোলের গোলদাতাও ছিলেন মেসি। ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি বার্সেলোনার হয়ে মালাগার বিপক্ষে দ্বিতীয় গোল করে লা লিগায় বার্সেলোনার হয়ে পাঁচ হাজারতম গোল করেন লিওনেল মেসি। তার পর থেকে নয় বছরে বার্সেলোনার সাফল্যের পেছনে মেসির অবদান কত বেশি, তা সবাই দেখছেন।

মালাগার বিপক্ষে গোল থেকে আলাভেসের বিপক্ষে গোল, বার্সেলোনায় এর মাঝের এক হাজার গোলে সবচেয়ে বেশি কৃতিত্ব লিওনেল মেসিরই। বার্সেলোনার হয়ে লা লিগায় হওয়া শেষ ১০০০ গোলের মাঝে তার মোট অবদান ৪৫.২ ভাগ। অর্থাৎ সরাসরি ৪৫২ গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি। এই নয় বছরে মেসি গোল করেছেন ৩৩৬ টি। বার্সেলোনায় অন্য যে কারও থেকে চেয়ে বেশি সেটা না বললেও চলছে। তার পরে রয়েছেন লুইস সুয়ারেজ, ১১০ গোল।

গোল বানানোর তালিকাতেও শীর্ষে রয়েছেন মেসি। ১২৬ এসিস্ট করে গোল বানানোতেও শীর্ষে আছেন মেসি। তাঁর পরে আছেন সাবেক দক্ষিণ আমেরিকান সতীর্থ দানি আলভেস (৫৫) এবং সুয়ারেজ (৫৫)।

গত দশ বছরে বার্সেলোনার সেরা এক দশক যে মেসির সুবাদে সেটা সবাই স্বীকার করেন। তবু আবারও যেন সেটা স্পষ্ট করে দিল ৬০০০তম গোল। সে সঙ্গে সবার কাছে প্রশ্নও রেখে গেল, বার্সেলোনা দলটা কি পুরোপুরি মেসি নির্ভর হয়ে গেল?