ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

মেসিদের সঙ্গে খেলতে আসছেন ‘আগামীর দানি আলভেস’

স্পোর্টস ডেস্ক : মেসির সঙ্গে বার্সেলোনাতে খেলেছেন এমন ব্রাজিলিয়ান তারকার সংখ্যা কম নয়। রোনালদিনহো থেকে শুরু করে নেইমার, দানি আলভেস, ম্যাক্সওয়েল, আদ্রিয়ানো— সবাই বার্সায় খেলেছেন মেসির সঙ্গে। এখন যেমন খেলছেন ফিলিপ কুতিনহো, আর্থার মেলো, ম্যালকমের মতো প্রতিভারা। এদের পথ ধরেই বার্সায় এলেন আরেক ব্রাজিলিয়ান, অ্যাটলেটিকো মিনেইরো থেকে রাইটব্যাক এমারসন। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টেনেছে বার্সা।

রাইটব্যাক দানি আলভেসের সঙ্গে রাইট উইঙ্গার মেসির ‘টেলিপ্যাথিক’ বোঝাপড়ার কেচ্ছা এখনো বার্সা সমর্থকদের মুখে মুখে ফেরে। কিন্তু আলভেস বার্সা ছাড়ার পর থেকেই রাইটব্যাক সমস্যায় ভুগছে বার্সেলোনা। মূলত মিডফিল্ডার হলেও সার্জি রবার্তোকে রাইটব্যাক হিসেবে খেলাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দে, রাইটব্যাক হিসেবে বেশ ভালো খেললেও আলভেসকে ছুঁতে রবার্তোকে খাটতে হবে আরও অনেক। বেনফিকা থেকে পর্তুগিজ রাইটব্যাক নেলসন সেমেদোকে আলভেসের উত্তরসূরি হিসেবে আনা হলেও কোচের পূর্ণ আস্থা পাননি তিনি। তাই এবার আলভেস-নেইমারদের দেশ ব্রাজিল থেকেই রাইটব্যাক আমদানি করল বার্সা।

অ্যাটলেটিকো মিনেইরোর তরুণ রাইটব্যাক এমারসনকে আনতে বার্সার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন ইউরো। যদিও এই মৌসুমে বার্সার জার্সি গায়ে দেখা যাবে না এমারসনকে। স্প্যানিশ লিগের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সামনের ছয় মাস এমারসনকে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে পাঠিয়েছে বার্সা।

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এখন ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এমারসন। নিজেদের ওয়েবসাইটে এমারসনকে ‘আগামীর দানি আলভেস’ হিসেবে আখ্যা দিয়ে বার্সেলোনা বলেছে, আলভেসের মতো সমানতালে আক্রমণ ও রক্ষণ, দুটোই করতে পারেন এমারসন। এই দলবদলের বাজারে এমারসন ছাড়াও রক্ষণভাগের আরও দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা— কলম্বিয়ার সেন্টারব্যাক হেইসন মুরিয়ো ও ফরাসি সেন্টারব্যাক জ্যাঁ-ক্লাইর তোদিবো। ঘানার উইঙ্গার কেভিন-প্রিন্স বোয়াটেং ও ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকেও কিনেছে কাতালান ক্লাবটি।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মেসিদের সঙ্গে খেলতে আসছেন ‘আগামীর দানি আলভেস’

আপডেট টাইম ০৭:০০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯

স্পোর্টস ডেস্ক : মেসির সঙ্গে বার্সেলোনাতে খেলেছেন এমন ব্রাজিলিয়ান তারকার সংখ্যা কম নয়। রোনালদিনহো থেকে শুরু করে নেইমার, দানি আলভেস, ম্যাক্সওয়েল, আদ্রিয়ানো— সবাই বার্সায় খেলেছেন মেসির সঙ্গে। এখন যেমন খেলছেন ফিলিপ কুতিনহো, আর্থার মেলো, ম্যালকমের মতো প্রতিভারা। এদের পথ ধরেই বার্সায় এলেন আরেক ব্রাজিলিয়ান, অ্যাটলেটিকো মিনেইরো থেকে রাইটব্যাক এমারসন। ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে দলে টেনেছে বার্সা।

রাইটব্যাক দানি আলভেসের সঙ্গে রাইট উইঙ্গার মেসির ‘টেলিপ্যাথিক’ বোঝাপড়ার কেচ্ছা এখনো বার্সা সমর্থকদের মুখে মুখে ফেরে। কিন্তু আলভেস বার্সা ছাড়ার পর থেকেই রাইটব্যাক সমস্যায় ভুগছে বার্সেলোনা। মূলত মিডফিল্ডার হলেও সার্জি রবার্তোকে রাইটব্যাক হিসেবে খেলাচ্ছেন কোচ আর্নেস্তো ভালভার্দে, রাইটব্যাক হিসেবে বেশ ভালো খেললেও আলভেসকে ছুঁতে রবার্তোকে খাটতে হবে আরও অনেক। বেনফিকা থেকে পর্তুগিজ রাইটব্যাক নেলসন সেমেদোকে আলভেসের উত্তরসূরি হিসেবে আনা হলেও কোচের পূর্ণ আস্থা পাননি তিনি। তাই এবার আলভেস-নেইমারদের দেশ ব্রাজিল থেকেই রাইটব্যাক আমদানি করল বার্সা।

অ্যাটলেটিকো মিনেইরোর তরুণ রাইটব্যাক এমারসনকে আনতে বার্সার খরচ হয়েছে প্রায় ১২ মিলিয়ন ইউরো। যদিও এই মৌসুমে বার্সার জার্সি গায়ে দেখা যাবে না এমারসনকে। স্প্যানিশ লিগের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সামনের ছয় মাস এমারসনকে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে ধারে পাঠিয়েছে বার্সা।

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এখন ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করছেন এমারসন। নিজেদের ওয়েবসাইটে এমারসনকে ‘আগামীর দানি আলভেস’ হিসেবে আখ্যা দিয়ে বার্সেলোনা বলেছে, আলভেসের মতো সমানতালে আক্রমণ ও রক্ষণ, দুটোই করতে পারেন এমারসন। এই দলবদলের বাজারে এমারসন ছাড়াও রক্ষণভাগের আরও দুই খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে বার্সা— কলম্বিয়ার সেন্টারব্যাক হেইসন মুরিয়ো ও ফরাসি সেন্টারব্যাক জ্যাঁ-ক্লাইর তোদিবো। ঘানার উইঙ্গার কেভিন-প্রিন্স বোয়াটেং ও ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকেও কিনেছে কাতালান ক্লাবটি।