ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

মুরাদনগরে জনস্বার্থে ২০০ শত পরিবারের পানি নিষ্কাশনের ডোবা চলাচলের রাস্তা একসনা লিজ বাতিলের দাবি ধনিরামপুর গ্রামবাসী অভিযোগ।

জাতীয় দৈনিক মাতৃভূমির খবর,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, মোহাম্মদ মনির হোসাইন:  মুরাদনগর উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধনিরামপুর গ্রামে পশ্চিম পাড়া এই গ্রামবাসী সরকারি হালট ডোবা এই জায়গাটি পানি নিষ্কাশনের লালা রাস্তা হিসাবে বহুদিন যাবত এই গ্রামের  পূর্বপুরুষরা ব্যবহার করিয়া আসিতেছে, পানি নিষ্কাশনের নালা ( ডোভাটি) মৃত অনাথ সূত্রধর এর ছেলে সুনীল সূত্রধর গ্রামবাসীর অজান্তে ১৬/৮১-৮২ নং ভিপি লিজ নিয়া পানি নিষ্কাশন বন্ধ করিয়া দেওয়ার চেষ্টা করিলে গ্রামবাসীরা সকলে মিলে বাধা প্রদান করিলে পানি নিষ্কাশন বন্ধ ও দখলে যাইতে পারে নাই, উক্ত সম্পত্তি তাহার পূর্বপুরুষদের নামেও ছিল না, উক্ত গ্রামের লোকজন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন কে মিয়া এক বৈঠকে সুনীল চন্দ্র সূত্রধর উক্ত সম্পত্তির লীজ জনস্বার্থে ১৫০ টি মুসলিম পরিবার ও ৫০ টি হিন্দু সম্প্রদায় পরিবারের জনস্বার্থে পানি নিষ্কাশনের এবং চলাচলের সুবিধার্থে নবায়ন না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ পূর্বক  তাকে জানিয়ে দেওয়া হয়, তখন সে উক্ত সভায় গ্রামবাসীর সম্মুখে জনস্বার্থে ব্যবহার সেহেতু আমি ভবিষ্যতে আর  কোন প্রকার দাবি করিবো না এবং  হস্তক্ষেপ ও লীজ নবায়ন করিবে না বলে অঙ্গীকার প্রদান করেন। কিছুদিন যাইতে না যাইতে কিছু অসাধু লোকের যোগসাজশে নবায়ন করার জন্য ভূমি অফিসে যোগাযোগ করলে ধনিরামপুর গ্রামবাসী টের পেয়ে জনস্বার্থে লীজ নবায়ন না করায়  পুনরায় আরেকটি দরখাস্ত তদন্ত সাপেক্ষে জমা দেওয়া হয়, তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি সরোজমিনে তদন্তের নির্দেশ প্রদান করেন, ভূমি সরকারি কর্মকর্তা  জনাব ছগির আহ্মেদ সরোজমিনে গিয়ে ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ও ধনিরামপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে (১) মোঃ হুমায়ুন কোবির সরকার (২) ছবির আহমেদ সরকার (৩) সেলিম রেজা সরকার (৪) জামাল উদ্দিন (৫) গিয়াস উদ্দিন সরকার (৬) শহীদ মিয়া সরকার (৭) হারুনুর রশিদ ভূঁইয়া (৮) মাকসুদুর রহমান খন্দকার (৯) নুরুল ইসলাম (১০) কবির হোসেন সাবেক মেম্বার (১১) গণেশ সূত্রধর (১২) লক্ষণ সূত্রধর (১৩) হরিপদ চন্দ্র সাহা (১৪) সনু চন্দ্র সূত্রধর (১৬) লক্ষণ দাস, সহ  এলাকার ৩০০ শত লোক জনের উপস্থিতিতে তদন্ত শেষে ভূমি সহকারী কর্মকর্তা  ছগির আহমেদ বলেন আমার উপরস্থ  কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করে জনস্বার্থে জন্য জেন লীজ নবায়ন বাতিল করা হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ২০০ টি পরিবারের দাবি যদি উক্ত ডোবা পানি নিষ্কাশনের চলাচলের রাস্তা লীজ নবায়ন দেওয়া হয়, এতে করে নবায়ন কারি
মাটি ধারা  ভরাট করে পানি সরানোর ও চলাচলের  পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বসতবাড়িতে পানি উঠে চরম ক্ষতির সম্মুখিন হওয়ায় ভুক্তভোগীদের পক্ষ গ্রামবাসীর  অভিযোগ পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ওই এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম বিপাকে পড়েবে তারা। পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার গাছপালা মারা যাবে,এছাড়াও জলাবদ্ধতার কারণে পরিবেশ দুর্গন্ধ যুক্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েবে এলাকায় পানিবাহিত রোগ হওয়ারও সম্ভাবনা সৃষ্টি হবে বলে এলাকাবাসীর অভিযোগ, তাই এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার নিকট বিষয়টি নিরসনে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Tag :

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

মুরাদনগরে জনস্বার্থে ২০০ শত পরিবারের পানি নিষ্কাশনের ডোবা চলাচলের রাস্তা একসনা লিজ বাতিলের দাবি ধনিরামপুর গ্রামবাসী অভিযোগ।

আপডেট টাইম ১২:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
জাতীয় দৈনিক মাতৃভূমির খবর,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি, মোহাম্মদ মনির হোসাইন:  মুরাদনগর উপজেলার ১৩ নং মুরাদনগর সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ধনিরামপুর গ্রামে পশ্চিম পাড়া এই গ্রামবাসী সরকারি হালট ডোবা এই জায়গাটি পানি নিষ্কাশনের লালা রাস্তা হিসাবে বহুদিন যাবত এই গ্রামের  পূর্বপুরুষরা ব্যবহার করিয়া আসিতেছে, পানি নিষ্কাশনের নালা ( ডোভাটি) মৃত অনাথ সূত্রধর এর ছেলে সুনীল সূত্রধর গ্রামবাসীর অজান্তে ১৬/৮১-৮২ নং ভিপি লিজ নিয়া পানি নিষ্কাশন বন্ধ করিয়া দেওয়ার চেষ্টা করিলে গ্রামবাসীরা সকলে মিলে বাধা প্রদান করিলে পানি নিষ্কাশন বন্ধ ও দখলে যাইতে পারে নাই, উক্ত সম্পত্তি তাহার পূর্বপুরুষদের নামেও ছিল না, উক্ত গ্রামের লোকজন চেয়ারম্যান ও ইউপি সদস্যগন কে মিয়া এক বৈঠকে সুনীল চন্দ্র সূত্রধর উক্ত সম্পত্তির লীজ জনস্বার্থে ১৫০ টি মুসলিম পরিবার ও ৫০ টি হিন্দু সম্প্রদায় পরিবারের জনস্বার্থে পানি নিষ্কাশনের এবং চলাচলের সুবিধার্থে নবায়ন না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ পূর্বক  তাকে জানিয়ে দেওয়া হয়, তখন সে উক্ত সভায় গ্রামবাসীর সম্মুখে জনস্বার্থে ব্যবহার সেহেতু আমি ভবিষ্যতে আর  কোন প্রকার দাবি করিবো না এবং  হস্তক্ষেপ ও লীজ নবায়ন করিবে না বলে অঙ্গীকার প্রদান করেন। কিছুদিন যাইতে না যাইতে কিছু অসাধু লোকের যোগসাজশে নবায়ন করার জন্য ভূমি অফিসে যোগাযোগ করলে ধনিরামপুর গ্রামবাসী টের পেয়ে জনস্বার্থে লীজ নবায়ন না করায়  পুনরায় আরেকটি দরখাস্ত তদন্ত সাপেক্ষে জমা দেওয়া হয়, তাৎক্ষণিক সহকারী কমিশনার ভূমি সরোজমিনে তদন্তের নির্দেশ প্রদান করেন, ভূমি সরকারি কর্মকর্তা  জনাব ছগির আহ্মেদ সরোজমিনে গিয়ে ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান ও ধনিরামপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে (১) মোঃ হুমায়ুন কোবির সরকার (২) ছবির আহমেদ সরকার (৩) সেলিম রেজা সরকার (৪) জামাল উদ্দিন (৫) গিয়াস উদ্দিন সরকার (৬) শহীদ মিয়া সরকার (৭) হারুনুর রশিদ ভূঁইয়া (৮) মাকসুদুর রহমান খন্দকার (৯) নুরুল ইসলাম (১০) কবির হোসেন সাবেক মেম্বার (১১) গণেশ সূত্রধর (১২) লক্ষণ সূত্রধর (১৩) হরিপদ চন্দ্র সাহা (১৪) সনু চন্দ্র সূত্রধর (১৬) লক্ষণ দাস, সহ  এলাকার ৩০০ শত লোক জনের উপস্থিতিতে তদন্ত শেষে ভূমি সহকারী কর্মকর্তা  ছগির আহমেদ বলেন আমার উপরস্থ  কর্মকর্তা সাহেবের সাথে আলাপ করে জনস্বার্থে জন্য জেন লীজ নবায়ন বাতিল করা হয়।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ২০০ টি পরিবারের দাবি যদি উক্ত ডোবা পানি নিষ্কাশনের চলাচলের রাস্তা লীজ নবায়ন দেওয়া হয়, এতে করে নবায়ন কারি
মাটি ধারা  ভরাট করে পানি সরানোর ও চলাচলের  পথ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় বসতবাড়িতে পানি উঠে চরম ক্ষতির সম্মুখিন হওয়ায় ভুক্তভোগীদের পক্ষ গ্রামবাসীর  অভিযোগ পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় ওই এলকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে, বসতবাড়িতে পানি উঠে যাওয়ায় চরম বিপাকে পড়েবে তারা। পানি নিষ্কাশন না হওয়ায় এলাকার গাছপালা মারা যাবে,এছাড়াও জলাবদ্ধতার কারণে পরিবেশ দুর্গন্ধ যুক্ত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েবে এলাকায় পানিবাহিত রোগ হওয়ারও সম্ভাবনা সৃষ্টি হবে বলে এলাকাবাসীর অভিযোগ, তাই এলাকাবাসী উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার নিকট বিষয়টি নিরসনে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।