ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু চরফ্যাসনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৯।। দুমকিতে নবজাতক শিশুকে হসপিটালে রেখে পালিয়ে গেলো মা। গজারিয়ার বালুয়াকান্দীতে আমিরুল ইসলাম এর নির্বাচনী কর্মী সভা রাঙ্গুনিয়ায় দাওয়াতে তাবলীগের নিছবতে ওলামায়েকেরামের আলোচনা সভা চট্টগ্রামে উপজেলা নির্বাচনে হলফনামায় তথ্য গরমিল, ২ প্রার্থীর মনোনয়ন বাতিল নিয়ামতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত বাড়াইপাড়া খাল খননের কাজ দ্রুত শেষ করার তাগিদ মেয়র রেজাউলের

মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু আব্দুল্লাহ’র মূল হোতা কে এই হৃদয় !

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোড়েলগঞ্জে মা-বাবার কোলের মধ্য হতে চুরি করে নেওয়া আড়াই মাস বয়সী শিশুপুত্র আব্দুল্লাহকে গত ৯ মার্চ রবিবার দিবাগত রাত ৩ টার দিকে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পর থেকে মোড়েলগঞ্জ থানা পুলিশ ও বাগেরহাট গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম তৎপর থাকায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঘটনার ২দিন পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে নিশানবাড়িয়া গ্রামের ফায়জুল চাপরাশী (২৫), মহিউদ্দিন চাপরাশী (৩৫), নাছিমা বেগম (৫২, আবির আক্তার (১৪), রুবেল (২৭) , দেলোয়ার (৩৮)সহ ৬জনকে আটক করে পুলিশ । আটকৃতদের কথিতমতে এ চক্রের মুল হোতা হৃদয় চাপরাশী (১৮) আত্মগোপন থাকায় পুলিশ ঘটনার ৭দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শিশু আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনী এবিষয় নিয়ে এলাকায় নানা কথার ঝড় তুলছে সাধারণ মানুষ। কে এই হৃদয় চাপরাশী ?।

সরেজমিনে গিয়ে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে গুলিশাখালী গ্রামের মৃত মোয়াজ্জেম চাপরাশী চার পুত্রের মধ্যে কনিষ্টপুত্র হৃদয় (১৮)। লেখাপড়ার ক্ষেত্রে ৯বম শ্রেনীর পর্যন্ত তার শিক্ষাকতা। একাধিক এলাকাবাসি অভিযোগ তুলে বলেন, অসংখ্য অভিযোগ রয়েছে চুরি , ছিনতাই, মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা নেওয়া, নিজ এলাকাসহ রামপাল, মংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা, মোল্লারহাট, বরিশাল, বিভিন্ন কৌশলে স্পে দিয়ে চুরি করে আসছে। ২ বছর পূর্বে জামিরতলা গ্রামে মকবুল হাওলাদারের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। তাৎক্ষনিক হাতে নাতে ধরা পড়ে হৃদয় দু’বার। নিশানবাড়িয়া ২০১৮ সালের ১১ আগষ্ট গ্রামীন ব্যাংক শাখা অফিসে রাতে স্পে দিয়ে হ্যাজবোল্ট ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল নিয়ে চম্পট দেয় ।

ওই সময় ব্যাংক ম্যানেজার মোখলেসুর রহমান মোড়েলগঞ্জ থানায় একটি জিডি করেন । ১৫ দিন পূর্বে এ চক্রটি একই গ্রামে তালুকদার বাড়ির মসজিদের মাইক, আইপিএস, দানবাক্স ভেঙ্গে নগদ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও পিসি বারইখালী গ্রামে লুৎফর মেম্বরের বাড়ির মসজিদ, মরহুম আক্কেল আলী মাতুকব্বরের নামে দানবাক্স ভেঙ্গে নগদ টাকা ও মাইক সেট নিয়ে যায়।
অভিযোগ রয়েছে এ চক্রটির বিরুদ্ধে স্পে দিয়ে অচেতন করে স্বর্ণলাংকার, মোবাইলে সেট, পানির ট্যাংক, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন মালামাল প্রতিটি রাতেই বিভিন্ন বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেওয়ার নতুন কৌশল।

এদিকে এলাকাবাসির দাবি সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসেনর নিকট অবিলম্বে শিশু চুরির মূল নায়ক হৃদয় চাপরাশীকে গ্রেফতারপূর্বক তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান

Tag :

জনপ্রিয় সংবাদ

পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার

মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু আব্দুল্লাহ’র মূল হোতা কে এই হৃদয় !

আপডেট টাইম ০৮:০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোড়েলগঞ্জে মা-বাবার কোলের মধ্য হতে চুরি করে নেওয়া আড়াই মাস বয়সী শিশুপুত্র আব্দুল্লাহকে গত ৯ মার্চ রবিবার দিবাগত রাত ৩ টার দিকে বিশারীঘাটা গ্রামের সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলে আব্দুল্লাহকে জানালার গ্রিল খুলে ঘুমন্ত মা-বাবার বিছানা থেকে চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে মোবাইল ফোনে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে। ঘটনার পর থেকে মোড়েলগঞ্জ থানা পুলিশ ও বাগেরহাট গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম তৎপর থাকায় শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ঘটনার ২দিন পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে নিশানবাড়িয়া গ্রামের ফায়জুল চাপরাশী (২৫), মহিউদ্দিন চাপরাশী (৩৫), নাছিমা বেগম (৫২, আবির আক্তার (১৪), রুবেল (২৭) , দেলোয়ার (৩৮)সহ ৬জনকে আটক করে পুলিশ । আটকৃতদের কথিতমতে এ চক্রের মুল হোতা হৃদয় চাপরাশী (১৮) আত্মগোপন থাকায় পুলিশ ঘটনার ৭দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত শিশু আব্দুল্লাহকে উদ্ধার করতে পারেনী এবিষয় নিয়ে এলাকায় নানা কথার ঝড় তুলছে সাধারণ মানুষ। কে এই হৃদয় চাপরাশী ?।

সরেজমিনে গিয়ে জানাগেছে, নিশানবাড়িয়া ইউনিয়নে গুলিশাখালী গ্রামের মৃত মোয়াজ্জেম চাপরাশী চার পুত্রের মধ্যে কনিষ্টপুত্র হৃদয় (১৮)। লেখাপড়ার ক্ষেত্রে ৯বম শ্রেনীর পর্যন্ত তার শিক্ষাকতা। একাধিক এলাকাবাসি অভিযোগ তুলে বলেন, অসংখ্য অভিযোগ রয়েছে চুরি , ছিনতাই, মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা নেওয়া, নিজ এলাকাসহ রামপাল, মংলা, মোড়েলগঞ্জ, শরণখোলা, মোল্লারহাট, বরিশাল, বিভিন্ন কৌশলে স্পে দিয়ে চুরি করে আসছে। ২ বছর পূর্বে জামিরতলা গ্রামে মকবুল হাওলাদারের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। তাৎক্ষনিক হাতে নাতে ধরা পড়ে হৃদয় দু’বার। নিশানবাড়িয়া ২০১৮ সালের ১১ আগষ্ট গ্রামীন ব্যাংক শাখা অফিসে রাতে স্পে দিয়ে হ্যাজবোল্ট ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল নিয়ে চম্পট দেয় ।

ওই সময় ব্যাংক ম্যানেজার মোখলেসুর রহমান মোড়েলগঞ্জ থানায় একটি জিডি করেন । ১৫ দিন পূর্বে এ চক্রটি একই গ্রামে তালুকদার বাড়ির মসজিদের মাইক, আইপিএস, দানবাক্স ভেঙ্গে নগদ টাকা হাতিয়ে নেয়। এছাড়াও পিসি বারইখালী গ্রামে লুৎফর মেম্বরের বাড়ির মসজিদ, মরহুম আক্কেল আলী মাতুকব্বরের নামে দানবাক্স ভেঙ্গে নগদ টাকা ও মাইক সেট নিয়ে যায়।
অভিযোগ রয়েছে এ চক্রটির বিরুদ্ধে স্পে দিয়ে অচেতন করে স্বর্ণলাংকার, মোবাইলে সেট, পানির ট্যাংক, গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন মালামাল প্রতিটি রাতেই বিভিন্ন বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নেওয়ার নতুন কৌশল।

এদিকে এলাকাবাসির দাবি সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসেনর নিকট অবিলম্বে শিশু চুরির মূল নায়ক হৃদয় চাপরাশীকে গ্রেফতারপূর্বক তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান