ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

‘মাসলম্যান’ রাসেল আজই করে ফেলতে পারেন দানবীয় এই রেকর্ড

বড় বড় ছক্কা হাঁকাতে উস্তাদ, মাসলের জোর তার ভীষণ। আন্দ্রে রাসেলের নামই তাই হয়ে গেছে ‘মাসলম্যান’। কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার দাঁড়িয়ে দানবীয় এক রেকর্ডের সামনে। যেটি আজ (শুক্রবার) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচেই হয়ে যেতে পারে।

যেমন ছন্দে আছেন, তাতে রাসেলের জন্য এই রেকর্ডটা গড়ে ফেলা খুব কঠিন হবে মনে হচ্ছে না। প্রতি ম্যাচেই নামতা গুণে ছক্কা হাঁকাচ্ছেন। কলকাতার হয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলা হয়ে গেছে। এক ডজন ম্যাচে রাসেলের ছক্কা ৫০টি।

চলতি আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা তারই। রাসেলের ঠিক পেছনেই রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার এখন পর্যন্ত মেরেছেন ৩২টি ছক্কা। তিনি অনেকটাই পেছনে স্বদেশি রাসেলের থেকে।

তবে সব রেকর্ড হিসেব করলে সবার উপরে থাকবে গেইলের নামটিই। আইপিএলের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি (৫৯টি) ছক্কা যে এই ওপেনারেরই।

রাসেলের সামনে এবার সেই রেকর্ড ভাঙার হাতছানি। এখনও লিগের দুটি ম্যাচ বাকি আছে। প্লে-অফ কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারলে কাজটা সহজই হয়ে যাবে। সেটা যদি না-ও হয়, নিজের ভালো একটি ম্যাচেই রেকর্ডটা ভেঙেচুড়ে দিতে পারেন এই অলরাউন্ডার। গেইলকে ছুঁতে আর তো মাত্র ৯টি ছক্কা দরকার!

Tag :

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

‘মাসলম্যান’ রাসেল আজই করে ফেলতে পারেন দানবীয় এই রেকর্ড

আপডেট টাইম ১১:১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯

বড় বড় ছক্কা হাঁকাতে উস্তাদ, মাসলের জোর তার ভীষণ। আন্দ্রে রাসেলের নামই তাই হয়ে গেছে ‘মাসলম্যান’। কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার দাঁড়িয়ে দানবীয় এক রেকর্ডের সামনে। যেটি আজ (শুক্রবার) কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচেই হয়ে যেতে পারে।

যেমন ছন্দে আছেন, তাতে রাসেলের জন্য এই রেকর্ডটা গড়ে ফেলা খুব কঠিন হবে মনে হচ্ছে না। প্রতি ম্যাচেই নামতা গুণে ছক্কা হাঁকাচ্ছেন। কলকাতার হয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলা হয়ে গেছে। এক ডজন ম্যাচে রাসেলের ছক্কা ৫০টি।

চলতি আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা তারই। রাসেলের ঠিক পেছনেই রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল। কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার এখন পর্যন্ত মেরেছেন ৩২টি ছক্কা। তিনি অনেকটাই পেছনে স্বদেশি রাসেলের থেকে।

তবে সব রেকর্ড হিসেব করলে সবার উপরে থাকবে গেইলের নামটিই। আইপিএলের ইতিহাসে এক আসরে সবচেয়ে বেশি (৫৯টি) ছক্কা যে এই ওপেনারেরই।

রাসেলের সামনে এবার সেই রেকর্ড ভাঙার হাতছানি। এখনও লিগের দুটি ম্যাচ বাকি আছে। প্লে-অফ কিংবা ফাইনাল পর্যন্ত যেতে পারলে কাজটা সহজই হয়ে যাবে। সেটা যদি না-ও হয়, নিজের ভালো একটি ম্যাচেই রেকর্ডটা ভেঙেচুড়ে দিতে পারেন এই অলরাউন্ডার। গেইলকে ছুঁতে আর তো মাত্র ৯টি ছক্কা দরকার!