ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় আ: লীগ নেতার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক বরিশালে বৃষ্টি কামনায় নামাজ আদায়। রুপগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক দুর্ধর্ষ ডাকাত ওমর ফারুক গ্রেফতার বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ

মাধবপুরে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ।

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ে যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ পল্লীবি জসীম উদ্দিনের মামার বাড়ি কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে গাছে গাছে ফুটছে আমের মুকুল চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রামে প্রতিটি গাছের শাখায় শাখায় নতুন ফুলে বাংলার প্রকৃতিকে এক অপরূপ সাজে সাজিয়েছে বিশেষ করে গাছে গাছে আমের মুকুল যেন বাংলার প্রকৃতিকে অপরূপ করে তুলেছে।

আমের মুকুল দেখতে যেমন-তেমন এর মৌ মৌ ঘ্রাণ পাগল করে সকল শ্রেণি-পেশার মানুষকেই। মৌমাছির দল গুণ গুণ শব্দে, মনের আনন্দে আহরণ করে মধু। মৌমাছির এ গুণ গুণ সুরও কেড়ে নেয় অনেক প্রকৃতি প্রেমীর মন ফালগুন এলেই বাংলার পত্রহরিৎ অরণ্যে নতুন এ পত্র-কুড়ি দেখা যায় নতুন ফুলে-ফুলে ভরে ওঠে গাছের শাখা। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এ মুকুলের পাগল করা ঘ্রাণ। মাঘের সন্ন্যাসী হয়ে প্রকৃতি থেকে শীত বিদায়ের পথে।

মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অঞ্চলের মেঠোপথে কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু কলতান এরই মধ্যে গাঁদা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে পাবনার চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন ঋতু বৈচিত্র্যে মাধবপুর উপজেলায় সবুজ প্রকৃতির আমেজ এখন অনেকটা এমনই আবেগের হয়ে উঠেছে।

বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এ সময়জুড়ে তাই চাষী তো বটেই, কমবেশী সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ডাকা আমগাছের শাখা-প্রশাখায়। সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন ইট-পাথরের গড়া নগর থেকে শুরু করে বিস্তৃত উপজেলার গ্রামীণ জনপদেও
আমের মাস বলতে জ্যৈষ্ঠ মাসকে বোঝালেও মাধবপুর উপজেলায় সাধারণত বৈশাখের মাঝামাঝি সময়ে এখানকার গাছের আম হাট-বাজারে বিক্রি হয়ে থাকে। সেই হিসেবে এবারে মাঘ মাসের শুরু থেকেই এখানকার আমগাছগুলোতে মুকুলের সমারোহ বলে দিচ্ছে ব্যাপক ফলনের ইতিবাচক লক্ষণ।

ফালগুন-চৈত্রে এসব মুকুল শেষ পর্যন্ত গাছে টিকে থাকলে মাধবপুর উপজেলার গ্রাম অঞ্চলে আমের বেশ ভালো ফলন মিলবে মৌ, রিপোর্ট লেখার জন্য সাংবাদিক লিটন পাঠান, সরেজমিনে মাধবপুর উপজেলা ঘুরে জানান, ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেশি প্রজাতির আম গাছ গুলো মুকুলে ছেয়ে গেছে।

হলুদ বর্ণের মুকুল সূর্যের সোনালী আলোয় যেনো অপরূপ রঙ ছড়াচ্ছে। আম মুকুলের সমারোহ দেখে বাড়ির লোকদের মনে-প্রাণে আনন্দ বইছে। অনেকেই মুকুল রক্ষার জন্য মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন জানান, গ্রামের কৃষকরা অফিসে এসে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন কেউ কেউ গাছের যত্নে বেশ মনোযোগী উঠেছেন।

Tag :

জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের শহরে অভিবাসন ও জীনবমান নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠিত

মাধবপুরে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ।

আপডেট টাইম ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ে যাই ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ পল্লীবি জসীম উদ্দিনের মামার বাড়ি কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কয়েক মাস। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে গাছে গাছে ফুটছে আমের মুকুল চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। হবিগঞ্জের মাধবপুরে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন গ্রামে প্রতিটি গাছের শাখায় শাখায় নতুন ফুলে বাংলার প্রকৃতিকে এক অপরূপ সাজে সাজিয়েছে বিশেষ করে গাছে গাছে আমের মুকুল যেন বাংলার প্রকৃতিকে অপরূপ করে তুলেছে।

আমের মুকুল দেখতে যেমন-তেমন এর মৌ মৌ ঘ্রাণ পাগল করে সকল শ্রেণি-পেশার মানুষকেই। মৌমাছির দল গুণ গুণ শব্দে, মনের আনন্দে আহরণ করে মধু। মৌমাছির এ গুণ গুণ সুরও কেড়ে নেয় অনেক প্রকৃতি প্রেমীর মন ফালগুন এলেই বাংলার পত্রহরিৎ অরণ্যে নতুন এ পত্র-কুড়ি দেখা যায় নতুন ফুলে-ফুলে ভরে ওঠে গাছের শাখা। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এ মুকুলের পাগল করা ঘ্রাণ। মাঘের সন্ন্যাসী হয়ে প্রকৃতি থেকে শীত বিদায়ের পথে।

মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অঞ্চলের মেঠোপথে কখনও কখনও দূর সীমানা থেকে কানে ভেসে আসছে কোকিলের কুহু কুহু কলতান এরই মধ্যে গাঁদা ফুলের সঙ্গে সৌরভ ছড়াচ্ছে আমের মুকুলও আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে এখনই মৌ মৌ করতে শুরু করেছে পাবনার চারিদিক। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে মানুষের মন ঋতু বৈচিত্র্যে মাধবপুর উপজেলায় সবুজ প্রকৃতির আমেজ এখন অনেকটা এমনই আবেগের হয়ে উঠেছে।

বসন্তের ফাগুন আর আমের মুকুল যেন একই সুতোয় গাঁথা। বছরের নির্দিষ্ট এ সময়জুড়ে তাই চাষী তো বটেই, কমবেশী সব শ্রেণির মানুষেরও দৃষ্টি থাকে সবুজ পাতায় ডাকা আমগাছের শাখা-প্রশাখায়। সদ্য মুকুল ফোটার এমন দৃশ্য এখন ইট-পাথরের গড়া নগর থেকে শুরু করে বিস্তৃত উপজেলার গ্রামীণ জনপদেও
আমের মাস বলতে জ্যৈষ্ঠ মাসকে বোঝালেও মাধবপুর উপজেলায় সাধারণত বৈশাখের মাঝামাঝি সময়ে এখানকার গাছের আম হাট-বাজারে বিক্রি হয়ে থাকে। সেই হিসেবে এবারে মাঘ মাসের শুরু থেকেই এখানকার আমগাছগুলোতে মুকুলের সমারোহ বলে দিচ্ছে ব্যাপক ফলনের ইতিবাচক লক্ষণ।

ফালগুন-চৈত্রে এসব মুকুল শেষ পর্যন্ত গাছে টিকে থাকলে মাধবপুর উপজেলার গ্রাম অঞ্চলে আমের বেশ ভালো ফলন মিলবে মৌ, রিপোর্ট লেখার জন্য সাংবাদিক লিটন পাঠান, সরেজমিনে মাধবপুর উপজেলা ঘুরে জানান, ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর, আন্দিউড়া, শাহজাহানপুর, জগদীশপুর, বুল্লা, নোয়াপাড়া, ছাতিয়াইন, বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে দেশি প্রজাতির আম গাছ গুলো মুকুলে ছেয়ে গেছে।

হলুদ বর্ণের মুকুল সূর্যের সোনালী আলোয় যেনো অপরূপ রঙ ছড়াচ্ছে। আম মুকুলের সমারোহ দেখে বাড়ির লোকদের মনে-প্রাণে আনন্দ বইছে। অনেকেই মুকুল রক্ষার জন্য মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন জানান, গ্রামের কৃষকরা অফিসে এসে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন কেউ কেউ গাছের যত্নে বেশ মনোযোগী উঠেছেন।