ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত-২।গুরুতর আহত ২

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন যাত্রী।এ ঘটনায় ইজিবাইককে ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।

মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।পরে ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়। এতে প্রায় এক ঘণ্টা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান,মোস্তফাপুরের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি এবং মাদারীপুর থেকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পরে আরেকজন যাত্রী মারা যান ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)।তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিলে ভেতরের প্রায় অর্ধেক পুড়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা নেমে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশ ইতোমধ্যেই দুর্ঘটনার বাসটি জব্দ করেছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত-২।গুরুতর আহত ২

আপডেট টাইম ০৬:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১

রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন যাত্রী।এ ঘটনায় ইজিবাইককে ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন।খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে।

মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।পরে ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দেয় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়। এতে প্রায় এক ঘণ্টা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল ।

প্রত্যক্ষদর্শীরা জানান,মোস্তফাপুরের দিক থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি এবং মাদারীপুর থেকে মোস্তফাপুরের দিকে যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পরে আরেকজন যাত্রী মারা যান ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতদের একজন হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার হায়দার শেখের ছেলে সুমন শেখ (৩৫)।তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের দেবরাজ গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
নিহত অপরজন হলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খাগছড়া গ্রামের আবদুর রাজ্জাক মাতুব্বরের ছেলে সাজ্জাদ হোসেন (৪৫)।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দিলে ভেতরের প্রায় অর্ধেক পুড়ে যায়। এ সময় প্রায় এক ঘণ্টা মাদারীপুরের শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নেভালে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসে যাত্রী ছিল না। দুর্ঘটনার পরপরই বাস থেকে যাত্রীরা নেমে যায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশ ইতোমধ্যেই দুর্ঘটনার বাসটি জব্দ করেছে।