ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। চট্টগ্রামে সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড … নড়াইলে মসজিদ ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া পলাতক চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের স্বস্তির উদ্যোগ।

মতলব উত্তরে ৭ মামলার আসামী বেজি সুজনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেফতার

আমিনুল ইসলাম আল-আমিন :
মতলব উত্তরে ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কুখ্যাত এক অপরাধী ও মাদক ব্যবসায়ী সুজন ওরফে বেজি সুজনকে আটক করেছে থানা পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় আরো ২০ জন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এএসআই মোঃ সুমনসহ অন্যান্য অফিসারদের সহযোগীতায় কুখ্যাত অপরাধী মোট ০৭টি জিআর পরোয়ানার পলাতক আসামী মোঃ সুজন ওরফে বেজি, পিতা-ওমর আলী মিজি, সাং-আদুরভিটি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ২১ অক্টোবর এএসআই জামাল উল্লাহ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী মেসার্স জাফর এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোঃ জাফর খাঁন, পিতা-আজিজ খাঁন, সাং- নেদামদী পোঃ বেদুরিয়া বাজার, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই সোহাগ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী। মোঃ শাকিল মোল্লা, পিতা-রফিকুল ইসলাম, সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এসআই আল আমিন সিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী রফিকুল ইসলাম, পিতা- মৃত হানিফ মোল্লা, উভয় সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর। এএসআই ইব্রাহিম খলিল সিআর পরোয়ানা মূলে ০২ জন আসামী ১। রাজিব মোল্লা, পিতা-রফিকুল ইসলাম, ২। শিউলি বেগম, স্বামী-রফিকুল ইসলাম, উভয়সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়কেকে গ্রেফতার করেন।
এসআই আব্দুল আউয়াল জিআর পরোয়ানা মূলে ০৩ জন আসামী ১। মোঃ সুজন ওরফে বেজি, পিতা-ওমর আলী মিজি, সাং-আদুরভিটি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ১। মোঃ আবু হানিফ প্রধানম, ২। মোঃ আবুল বাশার ওরফে কচি প্রধান, পিতা- মোঃ আবুল কালাম প্রধান, উভয় সাং- ব্রাহ্মনচক, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদেরকে গ্রেফতার করেন।
এএসআই সেলিম মিয়া জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী রহমত উল্লাহ, পিতা-মৃত জামাল উল্লাহ প্রধান, সাং-রুহিতারপাড়, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই প্রকাশ প্রণয়দে জিআর পরোয়ানা মূলে শ্বিরতাজ বেগম, স্বামী- মৃত আব্দুল আওয়াল মোল্লা, সাং-কুমারদোন থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এএসআই মোজাম্মেল হক জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী জাকির হোসেন, পিতা-মৃত আব্দুল আওয়াল মোল্লা, সাং-কুমারদোন, থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই আব্দুল মোমিন জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী মোঃ আবু সাইদ প্রধান, পিতা- মোঃ আবুল কালাম প্রধান, সাং- ব্রাহ্মনচক, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই মোবারক আলী পূর্বের নিয়মিত মামলায় ০১জন আসামী ওমর ফারুক ওরফে জাহিদ(২২) পিতা-আব্দুল আওয়াল, সাং-উত্তর টরকী, লতিফ মে¤^ারের বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই সোহাগ জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

জনপ্রিয় সংবাদ

–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব ।

মতলব উত্তরে ৭ মামলার আসামী বেজি সুজনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ২১ জন গ্রেফতার

আপডেট টাইম ০৯:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

আমিনুল ইসলাম আল-আমিন :
মতলব উত্তরে ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কুখ্যাত এক অপরাধী ও মাদক ব্যবসায়ী সুজন ওরফে বেজি সুজনকে আটক করেছে থানা পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় আরো ২০ জন আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে এএসআই মোঃ সুমনসহ অন্যান্য অফিসারদের সহযোগীতায় কুখ্যাত অপরাধী মোট ০৭টি জিআর পরোয়ানার পলাতক আসামী মোঃ সুজন ওরফে বেজি, পিতা-ওমর আলী মিজি, সাং-আদুরভিটি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও ২১ অক্টোবর এএসআই জামাল উল্লাহ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী মেসার্স জাফর এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোঃ জাফর খাঁন, পিতা-আজিজ খাঁন, সাং- নেদামদী পোঃ বেদুরিয়া বাজার, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই সোহাগ সিআর পরোয়ানা মূলে ১ জন আসামী। মোঃ শাকিল মোল্লা, পিতা-রফিকুল ইসলাম, সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এসআই আল আমিন সিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী রফিকুল ইসলাম, পিতা- মৃত হানিফ মোল্লা, উভয় সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর। এএসআই ইব্রাহিম খলিল সিআর পরোয়ানা মূলে ০২ জন আসামী ১। রাজিব মোল্লা, পিতা-রফিকুল ইসলাম, ২। শিউলি বেগম, স্বামী-রফিকুল ইসলাম, উভয়সাং-নয়াকান্দি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদ্বয়কেকে গ্রেফতার করেন।
এসআই আব্দুল আউয়াল জিআর পরোয়ানা মূলে ০৩ জন আসামী ১। মোঃ সুজন ওরফে বেজি, পিতা-ওমর আলী মিজি, সাং-আদুরভিটি, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ১। মোঃ আবু হানিফ প্রধানম, ২। মোঃ আবুল বাশার ওরফে কচি প্রধান, পিতা- মোঃ আবুল কালাম প্রধান, উভয় সাং- ব্রাহ্মনচক, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদেরকে গ্রেফতার করেন।
এএসআই সেলিম মিয়া জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী রহমত উল্লাহ, পিতা-মৃত জামাল উল্লাহ প্রধান, সাং-রুহিতারপাড়, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই প্রকাশ প্রণয়দে জিআর পরোয়ানা মূলে শ্বিরতাজ বেগম, স্বামী- মৃত আব্দুল আওয়াল মোল্লা, সাং-কুমারদোন থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন।
এএসআই মোজাম্মেল হক জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী জাকির হোসেন, পিতা-মৃত আব্দুল আওয়াল মোল্লা, সাং-কুমারদোন, থানা- মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই আব্দুল মোমিন জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী মোঃ আবু সাইদ প্রধান, পিতা- মোঃ আবুল কালাম প্রধান, সাং- ব্রাহ্মনচক, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এসআই মোবারক আলী পূর্বের নিয়মিত মামলায় ০১জন আসামী ওমর ফারুক ওরফে জাহিদ(২২) পিতা-আব্দুল আওয়াল, সাং-উত্তর টরকী, লতিফ মে¤^ারের বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই সোহাগ জিআর পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করেন।
মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত সকল আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।