ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার। “কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা” বরিশালে পথ শিশুদের সহযোগিতায় কোতোয়ালি মডেল থানা পুলিশ। গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

মতলব উত্তরে ফিসারী দখল ও বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকি: থানায় অভিযোগ

মতলব উত্তরে ফিসারী দখল ও বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকি: থানায় অভিযোগ

আমিনুল ইসলাম আল-আমিনঃ মতলব উত্তরে ফিসারী দখল ও বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকির অভিযোগ উঠেছে ৷

মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন মুক্তিরকান্দি মৌজার জে এল নং ২৯ খতিয়ান নং ৮৩,৮৪,৬,৫৫,৮৯ দাগ নং ২২১,২২২,২২৩,২২৪, ও ২২৫ এ মোট ২ একর ৭৭ শতাংশ ভুমি লিজ এনে গত ১০/ ১২ বছর যাবৎ মাছ চাষ করে আসছেন মতলব উত্তর উপজেলার সাদুল্লাহ পুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. বাচ্চু দেওয়ানের ছেলে মো. সাইফুল ইসলাম সুমন ৷ বর্তমানে তার ফিসারীতে প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে ৷

ফিসারীর প্রকৃত স্বত্বাধিকারী মো.সাইফুল ইসলাম সুমন জানান, আমি গত ১০/ ১২ বছর যবৎ এই জলাশয় পাউবোর কাছ থেকে লিজ এনে মাছ চাষ করে আসছি ৷ পাশাপাশি ফিসারীর আইলে লাউ,ডেরস,কুমরাসহ বিভিন্ন প্রকার শাকসবজি ফলন করে আসছি ৷

গত ১৭ জুলাই সকাল সাড়ে ১১ টায় জামালপুর গ্রামের মৃতু রহমত উল্লা দেওয়ানের ছেলে আমার চাচা আলী আকবর ( ৫৫) ও তার ছেলে কাঞ্চন দেওয়ান ( ৩২) , এছাক সরকারের ছেলে দেলোয়ার সরকার, তার ছেলে সুজন সরকারসহ প্রায় ২০/ ২৫জন
আমার নামীয় লিজকৃত জলাশয়ে এসে আমার জলাশয় জোরপূর্বক দখল করার জন্য আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন ৷ আমি তার প্রতিবাদ করলে তারা আমাকে মারারজন্য হুমকি দেয় ৷ তখন আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে আমাকে রক্ষা করেন ৷ তারা আমার জলাশয়ে থাকা নৌকা দ্বারা জলাশয়ের পাড়ে যাইয়া লাউ গাছ,ডেরস গাছ ও কুমরা গাছসহ বিভিন্ন প্রজাতির শাকসবজির গাছ কাটিয়া ৩০ হাজার টাকা ও একটি নৌকা নিয়ে যায় যার মূল্য ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেন ৷ এবং তারা প্রকাশ্যে হুমকি দিয়া বলে যে,তারা আমাকে আমার সম্পত্তি ভোগ দখলের স্বাদ মিঠিয়ে দিবে তারা জোরপুর্বক আমার সম্পত্তি দখল করবে ৷ তাদের কাজে বাদা দিলে যে কোন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনের যেকোন সদস্যকে একা পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায় ৷
বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন ভয়ে আতংকে দিন যাপন করছি ৷

সুমন আরও জানান, ২০১৮ সালে আমার চাচা হাজী আলী আকবর আমার এই ফিসারীটি দখলের চেষ্টা করে ছিলেন ৷ তখন আমি সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বরপন্ন হলে ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সামাজিকভাবে বিষয়টি মিমাংশা করে দেওয়ার পর আমার চাচার লোকজনকে ১ লক্ষ টাকা দিয়ে
আমি পুনরায় আমার ফিসারীতে মাছ চাষ শুরু করি ৷

এখন পুনরায় আবার আমার চাচা আলী আকবর তার লোকজন নিয়ে আমার ফিসারীটি দখল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন ৷

এ ব্যাপরে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি আমি মো. সাইফুল ইসলাম সুমন ও আমার পরিবার বর্গ ।

চান্দ্রা কান্দি এলাকার মৎস্য ব্যবসায়ী হাজী নজু বেপারী ও আরশাদ বেপারী জানান,মো. সাইফুল ইসলাম সুমন দীর্ঘ দিন যাবৎ তার ফিসারীতে মাছ চাষ করে আসছেন শুরু থেকেই আমরা তার ফিসারীতে রেনুসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ দিয়ে আসছি ৷ এখন শুনে আসছি তার ফিসারীটি দখলের জন্য তার চাচা হাজী আলী আকবর সহ কিছু লোক অবৈধভাবে দখলের জন্য ষড়যন্ত্র করছে বিষয়টি খুবই দুঃজনক ৷

এব্যারে মো. সাইফুল ইসলাম সুমন গত ১৯ জুলাই মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ৷

অভিযোগের তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার এস আই রাজেজ পাল বলেন, ফিসারী দখল ও ফিসারীর মালিক মো. সাইফুল ইসলাম সুমনকে মারার হুমকির একটি অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি মামলাটি কোটে পাটানো হবে কোর্টের নির্দেশ অনুযায়ী আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

Tag :

জনপ্রিয় সংবাদ

বানারীপাড়ায় কিশোরী অপহরণ করে ধর্ষণ। বাকেরগঞ্জ থেকে ধর্ষক গ্রেফতার।

মতলব উত্তরে ফিসারী দখল ও বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকি: থানায় অভিযোগ

আপডেট টাইম ০৫:১৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

মতলব উত্তরে ফিসারী দখল ও বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকি: থানায় অভিযোগ

আমিনুল ইসলাম আল-আমিনঃ মতলব উত্তরে ফিসারী দখল ও বিষ প্রয়োগে মাছ নিধনের হুমকির অভিযোগ উঠেছে ৷

মতলব উত্তর উপজেলার সাদুল্লাহপুরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতাধীন মুক্তিরকান্দি মৌজার জে এল নং ২৯ খতিয়ান নং ৮৩,৮৪,৬,৫৫,৮৯ দাগ নং ২২১,২২২,২২৩,২২৪, ও ২২৫ এ মোট ২ একর ৭৭ শতাংশ ভুমি লিজ এনে গত ১০/ ১২ বছর যাবৎ মাছ চাষ করে আসছেন মতলব উত্তর উপজেলার সাদুল্লাহ পুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. বাচ্চু দেওয়ানের ছেলে মো. সাইফুল ইসলাম সুমন ৷ বর্তমানে তার ফিসারীতে প্রায় ৫ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে ৷

ফিসারীর প্রকৃত স্বত্বাধিকারী মো.সাইফুল ইসলাম সুমন জানান, আমি গত ১০/ ১২ বছর যবৎ এই জলাশয় পাউবোর কাছ থেকে লিজ এনে মাছ চাষ করে আসছি ৷ পাশাপাশি ফিসারীর আইলে লাউ,ডেরস,কুমরাসহ বিভিন্ন প্রকার শাকসবজি ফলন করে আসছি ৷

গত ১৭ জুলাই সকাল সাড়ে ১১ টায় জামালপুর গ্রামের মৃতু রহমত উল্লা দেওয়ানের ছেলে আমার চাচা আলী আকবর ( ৫৫) ও তার ছেলে কাঞ্চন দেওয়ান ( ৩২) , এছাক সরকারের ছেলে দেলোয়ার সরকার, তার ছেলে সুজন সরকারসহ প্রায় ২০/ ২৫জন
আমার নামীয় লিজকৃত জলাশয়ে এসে আমার জলাশয় জোরপূর্বক দখল করার জন্য আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন ৷ আমি তার প্রতিবাদ করলে তারা আমাকে মারারজন্য হুমকি দেয় ৷ তখন আমার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এসে আমাকে রক্ষা করেন ৷ তারা আমার জলাশয়ে থাকা নৌকা দ্বারা জলাশয়ের পাড়ে যাইয়া লাউ গাছ,ডেরস গাছ ও কুমরা গাছসহ বিভিন্ন প্রজাতির শাকসবজির গাছ কাটিয়া ৩০ হাজার টাকা ও একটি নৌকা নিয়ে যায় যার মূল্য ১০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেন ৷ এবং তারা প্রকাশ্যে হুমকি দিয়া বলে যে,তারা আমাকে আমার সম্পত্তি ভোগ দখলের স্বাদ মিঠিয়ে দিবে তারা জোরপুর্বক আমার সম্পত্তি দখল করবে ৷ তাদের কাজে বাদা দিলে যে কোন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনের যেকোন সদস্যকে একা পাইলে খুন করে লাশ গুম করে ফেলবে বলে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে চলে যায় ৷
বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন ভয়ে আতংকে দিন যাপন করছি ৷

সুমন আরও জানান, ২০১৮ সালে আমার চাচা হাজী আলী আকবর আমার এই ফিসারীটি দখলের চেষ্টা করে ছিলেন ৷ তখন আমি সাদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বরপন্ন হলে ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সামাজিকভাবে বিষয়টি মিমাংশা করে দেওয়ার পর আমার চাচার লোকজনকে ১ লক্ষ টাকা দিয়ে
আমি পুনরায় আমার ফিসারীতে মাছ চাষ শুরু করি ৷

এখন পুনরায় আবার আমার চাচা আলী আকবর তার লোকজন নিয়ে আমার ফিসারীটি দখল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন ৷

এ ব্যাপরে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছি আমি মো. সাইফুল ইসলাম সুমন ও আমার পরিবার বর্গ ।

চান্দ্রা কান্দি এলাকার মৎস্য ব্যবসায়ী হাজী নজু বেপারী ও আরশাদ বেপারী জানান,মো. সাইফুল ইসলাম সুমন দীর্ঘ দিন যাবৎ তার ফিসারীতে মাছ চাষ করে আসছেন শুরু থেকেই আমরা তার ফিসারীতে রেনুসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ দিয়ে আসছি ৷ এখন শুনে আসছি তার ফিসারীটি দখলের জন্য তার চাচা হাজী আলী আকবর সহ কিছু লোক অবৈধভাবে দখলের জন্য ষড়যন্ত্র করছে বিষয়টি খুবই দুঃজনক ৷

এব্যারে মো. সাইফুল ইসলাম সুমন গত ১৯ জুলাই মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ৷

অভিযোগের তদন্ত কর্মকর্তা মতলব উত্তর থানার এস আই রাজেজ পাল বলেন, ফিসারী দখল ও ফিসারীর মালিক মো. সাইফুল ইসলাম সুমনকে মারার হুমকির একটি অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি মামলাটি কোটে পাটানো হবে কোর্টের নির্দেশ অনুযায়ী আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷