ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব । চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ইষ্টার্ণ হাউজিংয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিকদের উপর হামলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোরআন শরিফ অবমাননা করায় মানববন্ধন রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে দিঘলিয়া উপজেলার প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। চট্টগ্রামে সাতকানিয়ায় গভীর রাতে কৃষি জমির মাটি কাটার দায়ে দুইজনকে কারাদণ্ড … নড়াইলে মসজিদ ইমামের স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া পলাতক চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করেছেন: প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের স্বস্তির উদ্যোগ।

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন, গরু-ছাগল ও মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক ;

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে বসত ঘরে আগুন গরু ছাগল ও দোকানের মালামাল লুটের ঘটনায় থানায় মামলা ৷

ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৬ষ্ট খন্ড বোরচর গ্রামে ৷

মামলার এজহার সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে ২০ অক্টোবর বুধবার রাতে ৬ষ্ট খন্ড বোরচর গ্রামের আঃ রব মোল্লার ছেলে আজহার মোল্লার দুচালা ঘরে আগুন দিয়ে ঘরটি জালিয়ে দিয়ে ঘরে থাকা ২ ভরি স্বর্ণলংকার,৬টি গরু,৬টি ছাগল,১টি মটর সাইকেল ও বাড়ীর পাশেই থাকা মুদি দোকানের মালামাল লুট করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা ৷

এবং আজহার মোল্লার মেয়ে নাজমা বেগম ( ৩০) কে এলোপাতারীভাবে মারধর করে গুরুতর জখম করে শ্লীলতাহানি করেন বলেও তার পরিবার বর্গ জানান ৷

আজহার মোল্লা জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা ২ মাস পূর্বে আমার ছেলেকে মারধর করেন আমরা তার প্রতিবাদ করলে আমাদের কে প্রাণ নাশের হুমকি দেন এবং ১৫ সেপ্টেম্বর জোর পূর্বক আমার বাড়ীর কবুতরের খোয়ার থেকে ৩২ জোড়া কবুতর নিয়ে যায় ৷ এব্যাপারে আমি মতলব উত্তর থানায় গত ১৮ অক্টোবর ২০২১ ইং তারিখে একটি জিডি করি এবং তাদের ভয়ে আমার স্ত্রী রাজিয়া বেগম (৪৮)ও আমার মেয়ে নাজমা বেগম ( ৩০) ছাড়া আমি আমার ৩ ছেলে সজিব (২৩),রিদয় (২০),রিয়াজ (১৮)কে নিয়ে গত দের মাস ধরে বাড়ী ছাড়া হয়ে আত্বীয়দের বাড়ীতে আশ্রয় নিয়ে আছি ৷ এই সুযোগে সকল বিবাদিরা মিলে পুর্ব পরিকল্পিতভাবে ২০ অক্টোবর রাত সাড়ে ১০ টার সময় লাঠি,সোটা,রড,সাবল, ইত্যাদি দেশীয়
অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবন্ধে অনধিকার আমার বসত ঘরে আগুন দিয়ে আমার গরু-ছাগল,মটর সাইকেল,স্বর্ণলংকার ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায় তারা এবং আমার সকল পরিবার বর্গকে বাড়ী ছাড়া করবে বলে হুমকি দিয়ে চলে যান তারা ৷ বর্তমানে তার ছেলেদের কে নিয়ে বাড়ী ছাড়া হয়ে তাদের আত্বীয়দের বাড়ীতে আশ্রায়াধীন আছেন বলে আজহার মোল্লা এই প্রতিনিধিকে জানান ৷

এব্যাপারে আজহার মোল্লা বাদী হয়ে
৬ষ্ট খন্ড বোরচর গ্রামের জাফর বকাউল (৫৬ ),পিতা-মৃত ছোবহান কবাউল,আলী বকাউল (৪৮),পিতা- আঃ হক বকাউল,ফারুক বকাউল (৫০),পিতা-মৃত দুদু বকাউল,মনছুর বকাউল (৩৫) ,পিতা- আঃ হক বকাউল,সিদ্দিক বকাউল (৫১),পিতা- মৃত-দুদু বকাউল,ইব্রাহীম বকাউল (৩২),পিতা- আঃ হক বকাউল,নাজির বকাউল (৩৮),পিতা- আঃ হক বকাউল,আরফত বকাউল (২৫ ), পিতা- আলী বকাউলসহ অজ্ঞাতনামা আরো ৭/ ৮ জনকে আসামি করে ২১ অক্টোবর মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন ৷

এখলাছপুর ইউনিয়ন পরিষদের নং ৮ ওয়ার্ডের মেম্বার জাফর বকাউল জানান,আজহার মোল্লার বিষয়টি সামাজিকভাবে সমাধান করার লক্ষে উভয় পক্ষের সাথে কথা-বার্তা হয়েছে আমরা খুব শিগ্রই চেষ্টা করবো এটি সামাজিকভাবে সমাধান করার জন্য ৷

মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রকাস জানান, বসত ঘরে আগুন ও মালামাল লুটের একটি অভিযোগ আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে ৷

ক্যাপশন-
মতলব উত্তরে দূর্বৃত্তরা আজহার মোল্লার এই বসত ঘরে আগুন দিয়ে ঘরটি জালিয়ে দেন এবং এই দোকানের মালামাল লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা ৷

ছবি আল আমিন ;

Tag :

জনপ্রিয় সংবাদ

–গাইবান্ধা জেলার সাঘাটা এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামি শ্রী রুপেন দাশ’কে গ্রেফতার করেছে র‌্যাব ।

মতলব উত্তরে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন, গরু-ছাগল ও মালামাল লুট

আপডেট টাইম ০৯:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক ;

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নে বসত ঘরে আগুন গরু ছাগল ও দোকানের মালামাল লুটের ঘটনায় থানায় মামলা ৷

ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের ৬ষ্ট খন্ড বোরচর গ্রামে ৷

মামলার এজহার সুত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে ২০ অক্টোবর বুধবার রাতে ৬ষ্ট খন্ড বোরচর গ্রামের আঃ রব মোল্লার ছেলে আজহার মোল্লার দুচালা ঘরে আগুন দিয়ে ঘরটি জালিয়ে দিয়ে ঘরে থাকা ২ ভরি স্বর্ণলংকার,৬টি গরু,৬টি ছাগল,১টি মটর সাইকেল ও বাড়ীর পাশেই থাকা মুদি দোকানের মালামাল লুট করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা ৷

এবং আজহার মোল্লার মেয়ে নাজমা বেগম ( ৩০) কে এলোপাতারীভাবে মারধর করে গুরুতর জখম করে শ্লীলতাহানি করেন বলেও তার পরিবার বর্গ জানান ৷

আজহার মোল্লা জানান,তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা ২ মাস পূর্বে আমার ছেলেকে মারধর করেন আমরা তার প্রতিবাদ করলে আমাদের কে প্রাণ নাশের হুমকি দেন এবং ১৫ সেপ্টেম্বর জোর পূর্বক আমার বাড়ীর কবুতরের খোয়ার থেকে ৩২ জোড়া কবুতর নিয়ে যায় ৷ এব্যাপারে আমি মতলব উত্তর থানায় গত ১৮ অক্টোবর ২০২১ ইং তারিখে একটি জিডি করি এবং তাদের ভয়ে আমার স্ত্রী রাজিয়া বেগম (৪৮)ও আমার মেয়ে নাজমা বেগম ( ৩০) ছাড়া আমি আমার ৩ ছেলে সজিব (২৩),রিদয় (২০),রিয়াজ (১৮)কে নিয়ে গত দের মাস ধরে বাড়ী ছাড়া হয়ে আত্বীয়দের বাড়ীতে আশ্রয় নিয়ে আছি ৷ এই সুযোগে সকল বিবাদিরা মিলে পুর্ব পরিকল্পিতভাবে ২০ অক্টোবর রাত সাড়ে ১০ টার সময় লাঠি,সোটা,রড,সাবল, ইত্যাদি দেশীয়
অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতাবন্ধে অনধিকার আমার বসত ঘরে আগুন দিয়ে আমার গরু-ছাগল,মটর সাইকেল,স্বর্ণলংকার ও দোকানের মালামাল লুট করে নিয়ে যায় তারা এবং আমার সকল পরিবার বর্গকে বাড়ী ছাড়া করবে বলে হুমকি দিয়ে চলে যান তারা ৷ বর্তমানে তার ছেলেদের কে নিয়ে বাড়ী ছাড়া হয়ে তাদের আত্বীয়দের বাড়ীতে আশ্রায়াধীন আছেন বলে আজহার মোল্লা এই প্রতিনিধিকে জানান ৷

এব্যাপারে আজহার মোল্লা বাদী হয়ে
৬ষ্ট খন্ড বোরচর গ্রামের জাফর বকাউল (৫৬ ),পিতা-মৃত ছোবহান কবাউল,আলী বকাউল (৪৮),পিতা- আঃ হক বকাউল,ফারুক বকাউল (৫০),পিতা-মৃত দুদু বকাউল,মনছুর বকাউল (৩৫) ,পিতা- আঃ হক বকাউল,সিদ্দিক বকাউল (৫১),পিতা- মৃত-দুদু বকাউল,ইব্রাহীম বকাউল (৩২),পিতা- আঃ হক বকাউল,নাজির বকাউল (৩৮),পিতা- আঃ হক বকাউল,আরফত বকাউল (২৫ ), পিতা- আলী বকাউলসহ অজ্ঞাতনামা আরো ৭/ ৮ জনকে আসামি করে ২১ অক্টোবর মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন ৷

এখলাছপুর ইউনিয়ন পরিষদের নং ৮ ওয়ার্ডের মেম্বার জাফর বকাউল জানান,আজহার মোল্লার বিষয়টি সামাজিকভাবে সমাধান করার লক্ষে উভয় পক্ষের সাথে কথা-বার্তা হয়েছে আমরা খুব শিগ্রই চেষ্টা করবো এটি সামাজিকভাবে সমাধান করার জন্য ৷

মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রকাস জানান, বসত ঘরে আগুন ও মালামাল লুটের একটি অভিযোগ আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থ্যা নেওয়া হবে ৷

ক্যাপশন-
মতলব উত্তরে দূর্বৃত্তরা আজহার মোল্লার এই বসত ঘরে আগুন দিয়ে ঘরটি জালিয়ে দেন এবং এই দোকানের মালামাল লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা ৷

ছবি আল আমিন ;