ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে বেলখাইন স্পোটিং ক্লাবের অলনাইট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন বগুড়ায় চাঞ্চ্যল্যকর শিশু বন্ধনকে গলাকেটে হত্যার মূল রহস্য উদঘাটন গজারিয়ায় দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম এর পক্ষে গনসংযোগ ও লিফলেট বিতরন প্রাণীসম্পদ প্রদর্শনী সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান –অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মতলব উত্তরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর সভাপতি নয়, বহিরাগত লোকের সাথে হাতাহাতি হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর সভাপতির হামলা এমন তথ্য সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন। কিন্তু প্রকৃত ঘটনায় জানা গেছে ভিন্ন তথ্য। এ বিষয়ে রহস্য উদঘাটনে অনুসন্ধান চালানো হলে জানা যায় আসল ঘটনা। সভাপতি নয় কাজী মানিক নামের এক বহিরাগত লোক শিক্ষককে ধাক্কা মেরেছে।
অনুসন্ধানে বেরিয়ে আসে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পেলে ম্যানেজিং কমিটির সদস্যরা তার কাছ থেকে হিসাব চান। কিন্তু তিনি সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামান উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ৩ নভেম্বর তদন্ত করতে আসেন তিন সদস্য বিশিষ্ট সহকারি শিক্ষা অফিসারবৃন্দ। ঘটনার সময় তদন্ত কর্মকর্তাবৃন্দ ও সভাপতি পাশের রুমে ছিলেন। আরেক রুমে ঘটেছিল হাতাহাতির ঘটনা।
কী ঘটেছিল? ম্যানেজিং কমিটির সদস্য কাজী মোস্তাক মেম্বার বলেন, প্রধান শিক্ষককের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বিভিন্ন বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসলে তদন্ত কর্মকর্তা, সভাপতি ও আমি ছিলাম এক রুমে। আর পাশের রুমে ছিল প্রধান শিক্ষক ও এলাকার কিছু লোকজন। হঠাৎ করেই ওই রুমে হট্টগোল শুনে শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও আমি গিয়ে দেখি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে এলাকার মানুষের সাথে কথা কাটা কাটি হচ্ছে। ওখানে গিয়ে শুনি কাজী মানিক নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধাক্কা মেরেছে। তাৎক্ষণিক সভাপতি সহ আমরা ঘটনাটি সমাধান করতে চাইলে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানিয়ে দেন। তবে এ ঘটনায় সভাপতির কোনভাবেই সম্পৃক্ততা নেই।
এবার জানা যাক প্রত্যক্ষদশীরা কি বলছেন। রসুলপুর গ্রামের মনির হোসেন বলেন, যথন তদন্ত চলছিল তখন সভাপতি সহ শিক্ষা অফিসারবৃন্দ এক রুমে তদন্ত করছিল। পাশের রুমে এলাকার মানুষের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তর্ক বা হাতাহাতি হয়েছে। কিন্তু যে রুমে ঘটনা ঘটেছে ওই রুমে সভাপতি ছিলেন না। রিপন খান ও মোতালেব হোসেন বলেন, পাশের রুমে যখন তদন্ত চলছিল, তখন শিক্ষক হুমায়ুন খান এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করায় কাজী মানিক তাকে ধাক্কা দিয়েছেন। কিন্তু কেউ তাকে গুরুতর আঘাত করেনি। শাহ আলম মৃধা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন খানকে কাজী মানিক ধাক্কা দিয়েছে খারাপ আচরণ করায়। সভাপতি একজন ভদ্র লোক তাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ফাসানোর চেষ্টা করছে বলে আমি মনে করি।
এবার জানতে হবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন খান কী বলেন? ১১ নভেম্বর তার বাড়িতে গেলে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া যায়। সেখানেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। শিক্ষক হুমায়ুন কবির খান বলেন, শিক্ষা অফিসে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত আসে। তদন্ত শুরু হওয়ার পূর্ব মুহুর্তেই কাজী মানিক নামের এক ব্যক্তি আমাকে আঘাত করে। তার পরেই আরো কয়েকজন আমাকে আঘাত করেছে, কিন্তু তাদের দেখতে পাইনি। এসময় আমি অজ্ঞান হয়ে যাই।
এদিকে ঘটনার পরে শিক্ষক হুমায়ুন খানের মেয়ে সুমাইয়া ইসলাম সুইটি বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামানকে। আর ভিকটিম হুমায়ুন কবিরকে প্রধান সাক্ষী করা হয়েছে। দ্বিতীয় সাক্ষী করা হয়েছে স্কুল থেকে প্রায় ৬ কিলোমিটার দুরে পূর্ব ফতেপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শরিফ দেওয়ানকে। এবার জানবো সাক্ষী শরিফ কি বলেন, ক্যামেরায় তিনি বলেন, ঘটনার পর আমি ওখানে গিয়ে দেখি, শিক্ষক হুমায়ুন কবিরকে নিয়ে হইহুল্লো করছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নিকটস্থ সাহেব বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এই মামলায় সাক্ষী হওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেনা। সাংবাদিকদের সামনেই হুমায়ুন খানের শ্যালিকা শান্তাকে কল করেন শরিফ। তিনি জানতে আমাকে না জানিয়ে কেন সাক্ষী দিলেন। মুঠোফোনেই শান্তা শরিফকে বলেন তুমি সাংবাদিকদের কোন বক্তব্য দিও না।
এবার চার নম্বর সাক্ষী অন্য গ্রাম ঠেটালিয়ার সফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। মামলা পাঁচ নম্বর সাক্ষী নুরে আলম কাজী বলেন, তদন্ত চলাকালীন সময়ে অন্য রুমে কে বা কাহারা প্রধান শিক্ষকের সাথে তর্ক হলে ঠেলা ধাক্কা দিয়েছেন। আমরা পরে জানতে পেরেছি কাজী মানিক তাকে ধাক্কা দিয়েছে। ওই রুমে সভাপতি ছিলেন না, তাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।
মুঠোফোনে একই বক্তব্য দিলেন ছয় নম্বর সাক্ষী বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লা। তিনি বলেন, আসলে সভাপতি প্রধান শিক্ষকের উপর হাত তোলেন নি। এলাকার মানুষের সাথে কথা কাটা কাটি হলে কাজী মানিক তাকে ধাক্কা মেরেছে।
এবার দেখি ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ আর্থিক অনিয়ম করে আসছেন। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে শিক্ষা অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগের তদন্ত চলাকালীন পাশের রুমে হাল্লা চিল্লা শোনা যাচ্ছিল। পরে শিক্ষা অফিসার সহ আমরা গিয়ে দেখি কে বা কারা তাকে ধাক্কা মেরেছে। পরে আমরা যখন জানতে পেরেছি কাজী মানিকের সাথে তার হাতাহাতি হয়েছে তখন ঘটনাটি সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজি হননি। পরে তিনি আমার বিরুদ্ধে ও এলাকার কিছু নির্দোষ মানুষকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলা দায়ের করেছেন।
কাজী মানিক কেন শিক্ষক হুমায়ুন কবিরের গায়ে হাত তুলেছেন? জানতে তার কাছ থেকে। কাজী মানিক বলেন, শিক্ষক হুমায়ুন খানের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও তার স্ত্রীর বড় বোন পাশের রুমে তদন্ত চলাকালীন আমাদের এলাকার মানুষকে অকথ্য ভাষায় গালমন্দ করছিল। তখন আমি জবাব দিয়েছি কেন গালাগাল করেন আপনারা, তখন ওই মহিলারা হুমায়ুন খানের সামনেই আমাকে আক্রমন করে লুঙ্গি খুলে ফেলে। ঠিক ওই সময়ই হুমায়ুন খানতে ধাক্কা মেরে বলছি তাদেরকে কিছু বলেন না কেন। আর তাতেই তিনি আহত হওয়ার বান করেন।
এবার জানা যাক তদন্ত কর্মকর্তা সহকারি শিক্ষা অফিসার বেলায়েত হোসেন কি বলেন? তদন্ত করতে স্কুলে গেলে প্রথমে একটি কক্ষে আমরা অবস্থান করি। ওই রুমে এলাকার অনেক লোকজন জড়ো হয়। এভাবে তদন্ত করা যাবে না বিধায় আমরা সভাপতি সহ অন্য আরেকটি রুমে গিয়ে বসি। ওখানে তদন্ত কার্যক্রম শুরু করার পূর্ব মুহুর্তেই ওই রুম থেকে হইহুল্লো শোনা যাচ্ছিল। ওখানে গিয়ে দেখি কে বা কাহারা প্রধান শিক্ষকের উপর হাত তুলেছে।
চাঁদপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ বাতেন বলেন, আমরা শুনেছি সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করেছে। যদি সভাপতি না তুলেও থাকে যে ই, এই জঘন্য কাজটা করেছে আমরা তার শাস্তি দাবী করছি। শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগড়, তাদের উপর এমন আচরণ কাম্য নয়। দোষী ব্যক্তিকে তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনা হোক।
এই ঘটনায় রসুলপুর গ্রামের জনগণ মনে করেন উদ্দেশ্য প্রনোদিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ ঘটনাটি ঘটিয়েছেন পুর্ব পরিকল্পিতভাবে। এমন যদি হয় অবস্থা তাহলে স্কুলটির শিক্ষা কার্যক্রম নস্ট হতে পারে বলে মনে করেন তারা। তবে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবী জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের জনগণ। এই প্রতিবেদনে আরো কিছু তথ্য আছে পরবর্তী সংবাদে তা প্রকাশ করা হবে।

Tag :

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় নববর্ষ বৈশাখী উৎসবে জলকেলি ও বলি খেলা অনুষ্ঠিত হয়েছে

মতলব উত্তরের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের উপর সভাপতি নয়, বহিরাগত লোকের সাথে হাতাহাতি হয়েছে

আপডেট টাইম ০৭:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর সভাপতির হামলা এমন তথ্য সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন। কিন্তু প্রকৃত ঘটনায় জানা গেছে ভিন্ন তথ্য। এ বিষয়ে রহস্য উদঘাটনে অনুসন্ধান চালানো হলে জানা যায় আসল ঘটনা। সভাপতি নয় কাজী মানিক নামের এক বহিরাগত লোক শিক্ষককে ধাক্কা মেরেছে।
অনুসন্ধানে বেরিয়ে আসে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পেলে ম্যানেজিং কমিটির সদস্যরা তার কাছ থেকে হিসাব চান। কিন্তু তিনি সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামান উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ৩ নভেম্বর তদন্ত করতে আসেন তিন সদস্য বিশিষ্ট সহকারি শিক্ষা অফিসারবৃন্দ। ঘটনার সময় তদন্ত কর্মকর্তাবৃন্দ ও সভাপতি পাশের রুমে ছিলেন। আরেক রুমে ঘটেছিল হাতাহাতির ঘটনা।
কী ঘটেছিল? ম্যানেজিং কমিটির সদস্য কাজী মোস্তাক মেম্বার বলেন, প্রধান শিক্ষককের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বিভিন্ন বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসলে তদন্ত কর্মকর্তা, সভাপতি ও আমি ছিলাম এক রুমে। আর পাশের রুমে ছিল প্রধান শিক্ষক ও এলাকার কিছু লোকজন। হঠাৎ করেই ওই রুমে হট্টগোল শুনে শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি ও আমি গিয়ে দেখি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে এলাকার মানুষের সাথে কথা কাটা কাটি হচ্ছে। ওখানে গিয়ে শুনি কাজী মানিক নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ধাক্কা মেরেছে। তাৎক্ষণিক সভাপতি সহ আমরা ঘটনাটি সমাধান করতে চাইলে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানিয়ে দেন। তবে এ ঘটনায় সভাপতির কোনভাবেই সম্পৃক্ততা নেই।
এবার জানা যাক প্রত্যক্ষদশীরা কি বলছেন। রসুলপুর গ্রামের মনির হোসেন বলেন, যথন তদন্ত চলছিল তখন সভাপতি সহ শিক্ষা অফিসারবৃন্দ এক রুমে তদন্ত করছিল। পাশের রুমে এলাকার মানুষের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তর্ক বা হাতাহাতি হয়েছে। কিন্তু যে রুমে ঘটনা ঘটেছে ওই রুমে সভাপতি ছিলেন না। রিপন খান ও মোতালেব হোসেন বলেন, পাশের রুমে যখন তদন্ত চলছিল, তখন শিক্ষক হুমায়ুন খান এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করায় কাজী মানিক তাকে ধাক্কা দিয়েছেন। কিন্তু কেউ তাকে গুরুতর আঘাত করেনি। শাহ আলম মৃধা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন খানকে কাজী মানিক ধাক্কা দিয়েছে খারাপ আচরণ করায়। সভাপতি একজন ভদ্র লোক তাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ফাসানোর চেষ্টা করছে বলে আমি মনে করি।
এবার জানতে হবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন খান কী বলেন? ১১ নভেম্বর তার বাড়িতে গেলে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া যায়। সেখানেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। শিক্ষক হুমায়ুন কবির খান বলেন, শিক্ষা অফিসে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত আসে। তদন্ত শুরু হওয়ার পূর্ব মুহুর্তেই কাজী মানিক নামের এক ব্যক্তি আমাকে আঘাত করে। তার পরেই আরো কয়েকজন আমাকে আঘাত করেছে, কিন্তু তাদের দেখতে পাইনি। এসময় আমি অজ্ঞান হয়ে যাই।
এদিকে ঘটনার পরে শিক্ষক হুমায়ুন খানের মেয়ে সুমাইয়া ইসলাম সুইটি বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন জামানকে। আর ভিকটিম হুমায়ুন কবিরকে প্রধান সাক্ষী করা হয়েছে। দ্বিতীয় সাক্ষী করা হয়েছে স্কুল থেকে প্রায় ৬ কিলোমিটার দুরে পূর্ব ফতেপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শরিফ দেওয়ানকে। এবার জানবো সাক্ষী শরিফ কি বলেন, ক্যামেরায় তিনি বলেন, ঘটনার পর আমি ওখানে গিয়ে দেখি, শিক্ষক হুমায়ুন কবিরকে নিয়ে হইহুল্লো করছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নিকটস্থ সাহেব বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এই মামলায় সাক্ষী হওয়ার ব্যাপারে তিনি কিছুই জানেনা। সাংবাদিকদের সামনেই হুমায়ুন খানের শ্যালিকা শান্তাকে কল করেন শরিফ। তিনি জানতে আমাকে না জানিয়ে কেন সাক্ষী দিলেন। মুঠোফোনেই শান্তা শরিফকে বলেন তুমি সাংবাদিকদের কোন বক্তব্য দিও না।
এবার চার নম্বর সাক্ষী অন্য গ্রাম ঠেটালিয়ার সফিকুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। মামলা পাঁচ নম্বর সাক্ষী নুরে আলম কাজী বলেন, তদন্ত চলাকালীন সময়ে অন্য রুমে কে বা কাহারা প্রধান শিক্ষকের সাথে তর্ক হলে ঠেলা ধাক্কা দিয়েছেন। আমরা পরে জানতে পেরেছি কাজী মানিক তাকে ধাক্কা দিয়েছে। ওই রুমে সভাপতি ছিলেন না, তাকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে ফাঁসানোর চেষ্টা করছে একটি মহল।
মুঠোফোনে একই বক্তব্য দিলেন ছয় নম্বর সাক্ষী বীর মুক্তিযোদ্ধা সলিম উল্লা। তিনি বলেন, আসলে সভাপতি প্রধান শিক্ষকের উপর হাত তোলেন নি। এলাকার মানুষের সাথে কথা কাটা কাটি হলে কাজী মানিক তাকে ধাক্কা মেরেছে।
এবার দেখি ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীর্ঘদিন যাবৎ আর্থিক অনিয়ম করে আসছেন। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে শিক্ষা অফিসে অভিযোগ দেওয়া হয়েছে। ওই অভিযোগের তদন্ত চলাকালীন পাশের রুমে হাল্লা চিল্লা শোনা যাচ্ছিল। পরে শিক্ষা অফিসার সহ আমরা গিয়ে দেখি কে বা কারা তাকে ধাক্কা মেরেছে। পরে আমরা যখন জানতে পেরেছি কাজী মানিকের সাথে তার হাতাহাতি হয়েছে তখন ঘটনাটি সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজি হননি। পরে তিনি আমার বিরুদ্ধে ও এলাকার কিছু নির্দোষ মানুষকে জড়িয়ে উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলা দায়ের করেছেন।
কাজী মানিক কেন শিক্ষক হুমায়ুন কবিরের গায়ে হাত তুলেছেন? জানতে তার কাছ থেকে। কাজী মানিক বলেন, শিক্ষক হুমায়ুন খানের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও তার স্ত্রীর বড় বোন পাশের রুমে তদন্ত চলাকালীন আমাদের এলাকার মানুষকে অকথ্য ভাষায় গালমন্দ করছিল। তখন আমি জবাব দিয়েছি কেন গালাগাল করেন আপনারা, তখন ওই মহিলারা হুমায়ুন খানের সামনেই আমাকে আক্রমন করে লুঙ্গি খুলে ফেলে। ঠিক ওই সময়ই হুমায়ুন খানতে ধাক্কা মেরে বলছি তাদেরকে কিছু বলেন না কেন। আর তাতেই তিনি আহত হওয়ার বান করেন।
এবার জানা যাক তদন্ত কর্মকর্তা সহকারি শিক্ষা অফিসার বেলায়েত হোসেন কি বলেন? তদন্ত করতে স্কুলে গেলে প্রথমে একটি কক্ষে আমরা অবস্থান করি। ওই রুমে এলাকার অনেক লোকজন জড়ো হয়। এভাবে তদন্ত করা যাবে না বিধায় আমরা সভাপতি সহ অন্য আরেকটি রুমে গিয়ে বসি। ওখানে তদন্ত কার্যক্রম শুরু করার পূর্ব মুহুর্তেই ওই রুম থেকে হইহুল্লো শোনা যাচ্ছিল। ওখানে গিয়ে দেখি কে বা কাহারা প্রধান শিক্ষকের উপর হাত তুলেছে।
চাঁদপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ বাতেন বলেন, আমরা শুনেছি সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করেছে। যদি সভাপতি না তুলেও থাকে যে ই, এই জঘন্য কাজটা করেছে আমরা তার শাস্তি দাবী করছি। শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগড়, তাদের উপর এমন আচরণ কাম্য নয়। দোষী ব্যক্তিকে তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনা হোক।
এই ঘটনায় রসুলপুর গ্রামের জনগণ মনে করেন উদ্দেশ্য প্রনোদিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ ঘটনাটি ঘটিয়েছেন পুর্ব পরিকল্পিতভাবে। এমন যদি হয় অবস্থা তাহলে স্কুলটির শিক্ষা কার্যক্রম নস্ট হতে পারে বলে মনে করেন তারা। তবে সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানের দাবী জানিয়েছেন ওই এলাকার সর্বস্তরের জনগণ। এই প্রতিবেদনে আরো কিছু তথ্য আছে পরবর্তী সংবাদে তা প্রকাশ করা হবে।