ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে-২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা বিএমএর হকার আর যত্রতত্র আবর্জনা কমাতে অভিযানের ঘোষণা মেয়র রেজাউলের রামগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠিত। অনার্স ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন গজারিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দিনভর গনসংযোগ ও লিফলেট বিতরন গজারিয়ায় নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযানে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন গ্রেফতার বগুড়ায় অবকাশ হোটেলে অবৈধ কাজে লিপ্ত থাকার অভিযোগে ৯ জন খরিদ্দারকে দুই দিনের কারাদণ্ড দিলেন আদালত নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে কিশোর কিশোরীর মৃত্যু

ভোট বর্জন করলেন যেসব প্রার্থীরা

মাতৃভূমির খবর ডেস্কঃ   প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা। কর্মী সমর্থকদের মারধর। ভোটারদের প্রকাশ্যে ব্যলটে সিল দিতে বাধ্যকরাসহ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন অনেক প্রার্থী।

আজ রবিবার সকাল থেকে সারাদেশে শুরু হয় একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এর পর থেকেই দেশের বিভিন্ন আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা একে একে ভোট বর্জনের ঘোষণা দিতে থাকে।

ঢাকা-১ সালমা ইসলাম

ঢাকা-১ আসনে নির্বাচনে বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী সালমা ইসলাম। সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন তিনি। সালমা ইসলাম সাংবাদিকদের বলেন, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আমি সরে দাঁড়ালাম। ওই আসনে ফের নির্বাচন দেওয়ার দাবি জানান সালমা ইসলাম।

ঢাকা-১৭
ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রার্থী আন্দালিব পার্থ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। গণমাধ্যমে ফোন করে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর-২ শামা ওবায়েদ
ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী।

বাগেরহাট-৩ শেখ আব্দুল ওয়াদুদ
বাগেরহাট-৩ (মংলা ও রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াত জেলা নায়েবে আমির মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর ১২টায় খোলা কাগজ প্রতিনিধিকে ফোন করে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ‘আমি নির্বাচন বর্জনের ঘোষণা করলাম। দুপুর দেড়টায় আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।’ এসময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন।

কুমিল্লা-১১ ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জন করেছেন। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোটার, নেতাকর্মী এবং প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ বিভিন্ন অভিযোগ তুলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হক।

খুলনা-১ সুনীল শুভ রায়
খুলনা-১ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, এ রকম কলঙ্কিত ভোট আমি কোনো দিন দেখিনি। সকাল থেকেই আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে। কাউকে গাছের সঙ্গে বেঁধেও রাখা হয়েছে। যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে ব্যালট পেপার টেবিলের ওপর রেখে নৌকায় সিল দিতে বাধ্য করা হয়েছে। এখানে কোনো সুষ্ঠু ভোট হচ্ছে না। তাই আমি সকাল সাড়ে ১০টা থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।

খুলনা-১ আমির এজাজ

এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

খুলনা-৩  রকিবুল ইসলাম বকুল

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

খুলনা-৪ আজীজুল বারী হেলাল

এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজীজুল বারী হেলাল দুপুর ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

খুলনা-৫ গোলাম পরওয়ার
ভোট বর্জন করেছেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির। রোববার সকাল ১০টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় এই জামায়াত নেতা অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে পুলিশও ভোটারদের মুখ চিনে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব।

খুলনা-৬ আবুল কালাম আজাদ
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল কালাম আজাদ ভোট বর্জন করেছেন। আজাদ নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির শাহ আলম বেলা ১২টায় ঘোষণা দেন, ‘এই নির্বাচনে আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এ নির্বাচন বর্জন করছি।’

পাবনা-৫ ইকবাল হোসেন
এদিকে পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ইকবাল হোসেন ভোট বর্জন করেছেন। প্রার্থী নিজেই সাংবাদিকদের ফোন করে এই তথ্য জানান। ভোট জালিয়াতি, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তিনি ভোট বর্জন করেছেন বলে জানান।

নীলফামারী-০৩ অধ্যক্ষ আজিজুল ইসলাম
নীলফামারী-০৩ আসনে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আজিজুল ইসলাম। খোলা কাগজের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। অধ্যক্ষ আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে সিল মারাসহ আমার এজন্টন্টদের বের করে দেয়া হয়েছে। নির্বাচনের কোন পরিবেশ নেই।

সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম
অনিয়ম, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভীতি প্রদর্শনের ভোগ এনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা ১২টার দিকে কারাগারে থাকা জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের প্রধান নির্বাচন সমন্বয়ক জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। রাতেই জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। এখন ভোট কেন্দ্র দখল করে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

বাগেরহাট-৩ আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ

এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বাগেরহাট-৪ আব্দুল আলীম
বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আব্দুল আলীম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর ১২টার দিকে তিনি এই ঘোষণা দেন। ভোট বর্জনের কারণ হিসেবে স্থানীয় সাংবাদিকদের আব্দুল আলীম জানান, কেন্দ্রে তার পক্ষের ভোটার ঢুকতে না দেওয়া এবং আওয়ামী লীগের এজেন্টদের সামনে ভোটারদের জোরপূর্বক ভোট দিতে বাধ্য করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার মাধবপুর গ্রামে নিজ বাসবভন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর পক্ষে তার স্ত্রী জাকারিয়া জাবীন এ ভোট বর্জনের ঘোষণা দেন।
এ সময় তিনি সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট এবং ভোটারদের যেতে বাধা দিচ্ছে না প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন। প্রিজাইডিং অফিসার, সহকারী রিটানিং অফিসার এবং রিটানিং অফিসারকে অভিযোগ করেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এজন্য তিনি সমস্ত নেতাকর্মীদের সরে আসতে বলেছেন। তিনি গণমাধ্যমের মাধ্যমে ঠাকুরগাঁও-২ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবী জানান।

গাইবান্ধা-১ মাজেদুর রহমান
গাইবান্ধা-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজেদুর রহমান মাজেদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

গাইবান্ধা-৫ ফারুক আলম সরকার
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ধানের শীষের প্রার্থী দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সিরাজগঞ্জ-১ : বিএনপি প্রার্থী রোমানা মোর্শেদ কনকচাঁপা।

সিরাজগঞ্জ-১ : বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ।

সিরাজগঞ্জ-৫ : বিএনপি প্রার্থী আব্দুল আলিম।

পিরোজপরে-১ : ধানের শীষের প্রার্থী শামীম সাঈদী।

কক্সবাজার-২ : ধানের শীষের প্রার্থী হামীদুর রহমান আজাদ।

রংপুর-১ : স্বতন্ত্র প্রার্থী পিএম সাদেক।

নাটোরনাটোর-২ (সদর) : লাঙ্গল প্রতীক প্রার্থী মজিবুর রহমান সেন্টু।

Tag :

জনপ্রিয় সংবাদ

–অবৈধভাবে চাঁদা উত্তোলন করাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৪ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ভোট বর্জন করলেন যেসব প্রার্থীরা

আপডেট টাইম ০৮:০০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

মাতৃভূমির খবর ডেস্কঃ   প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা। কর্মী সমর্থকদের মারধর। ভোটারদের প্রকাশ্যে ব্যলটে সিল দিতে বাধ্যকরাসহ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন অনেক প্রার্থী।

আজ রবিবার সকাল থেকে সারাদেশে শুরু হয় একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। এর পর থেকেই দেশের বিভিন্ন আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা একে একে ভোট বর্জনের ঘোষণা দিতে থাকে।

ঢাকা-১ সালমা ইসলাম

ঢাকা-১ আসনে নির্বাচনে বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী সালমা ইসলাম। সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন তিনি। সালমা ইসলাম সাংবাদিকদের বলেন, আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তাদের নিরাপত্তার জন্য আমি সরে দাঁড়ালাম। ওই আসনে ফের নির্বাচন দেওয়ার দাবি জানান সালমা ইসলাম।

ঢাকা-১৭
ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রার্থী আন্দালিব পার্থ নির্বাচন বর্জনের ঘোষণা দেন। গণমাধ্যমে ফোন করে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর-২ শামা ওবায়েদ
ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা–শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ। সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী।

বাগেরহাট-৩ শেখ আব্দুল ওয়াদুদ
বাগেরহাট-৩ (মংলা ও রামপাল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াত জেলা নায়েবে আমির মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর ১২টায় খোলা কাগজ প্রতিনিধিকে ফোন করে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ‘আমি নির্বাচন বর্জনের ঘোষণা করলাম। দুপুর দেড়টায় আমি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবো।’ এসময় তিনি নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে না বলে অভিযোগ করেন।

কুমিল্লা-১১ ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জন করেছেন। রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ভোটার, নেতাকর্মী এবং প্রিজাইডিং কর্মকর্তাদের কেন্দ্রে প্রবেশে বাধাসহ বিভিন্ন অভিযোগ তুলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেলমন্ত্রী মজিবুল হক।

খুলনা-১ সুনীল শুভ রায়
খুলনা-১ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, এ রকম কলঙ্কিত ভোট আমি কোনো দিন দেখিনি। সকাল থেকেই আমার এজেন্টদের বের করে দেয়া হয়েছে কেন্দ্র থেকে। কাউকে গাছের সঙ্গে বেঁধেও রাখা হয়েছে। যারা ভোট দিতে যাচ্ছেন তাদেরকে ব্যালট পেপার টেবিলের ওপর রেখে নৌকায় সিল দিতে বাধ্য করা হয়েছে। এখানে কোনো সুষ্ঠু ভোট হচ্ছে না। তাই আমি সকাল সাড়ে ১০টা থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।

খুলনা-১ আমির এজাজ

এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খান দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

খুলনা-৩  রকিবুল ইসলাম বকুল

এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

খুলনা-৪ আজীজুল বারী হেলাল

এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজীজুল বারী হেলাল দুপুর ১২টার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

খুলনা-৫ গোলাম পরওয়ার
ভোট বর্জন করেছেন খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির। রোববার সকাল ১০টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় এই জামায়াত নেতা অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে পুলিশও ভোটারদের মুখ চিনে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব।

খুলনা-৬ আবুল কালাম আজাদ
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী আবুল কালাম আজাদ ভোট বর্জন করেছেন। আজাদ নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। তার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির শাহ আলম বেলা ১২টায় ঘোষণা দেন, ‘এই নির্বাচনে আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আমরা এ নির্বাচন বর্জন করছি।’

পাবনা-৫ ইকবাল হোসেন
এদিকে পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ইকবাল হোসেন ভোট বর্জন করেছেন। প্রার্থী নিজেই সাংবাদিকদের ফোন করে এই তথ্য জানান। ভোট জালিয়াতি, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে তিনি ভোট বর্জন করেছেন বলে জানান।

নীলফামারী-০৩ অধ্যক্ষ আজিজুল ইসলাম
নীলফামারী-০৩ আসনে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আজিজুল ইসলাম। খোলা কাগজের পক্ষ থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করেন তিনি। অধ্যক্ষ আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে সিল মারাসহ আমার এজন্টন্টদের বের করে দেয়া হয়েছে। নির্বাচনের কোন পরিবেশ নেই।

সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম
অনিয়ম, জাল ভোট, ভোট কেন্দ্র দখল ও ভোটারদের ভীতি প্রদর্শনের ভোগ এনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বেলা ১২টার দিকে কারাগারে থাকা জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের প্রধান নির্বাচন সমন্বয়ক জামায়াতের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। রাতেই জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে। এখন ভোট কেন্দ্র দখল করে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এজন্য আমরা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

বাগেরহাট-৩ আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ

এ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বাগেরহাট-৪ আব্দুল আলীম
বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আব্দুল আলীম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর ১২টার দিকে তিনি এই ঘোষণা দেন। ভোট বর্জনের কারণ হিসেবে স্থানীয় সাংবাদিকদের আব্দুল আলীম জানান, কেন্দ্রে তার পক্ষের ভোটার ঢুকতে না দেওয়া এবং আওয়ামী লীগের এজেন্টদের সামনে ভোটারদের জোরপূর্বক ভোট দিতে বাধ্য করায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ঠাকুরগাঁও-২ আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর উপজেলা ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার সময় বালিয়াডাঙ্গী উপজেলার মাধবপুর গ্রামে নিজ বাসবভন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর পক্ষে তার স্ত্রী জাকারিয়া জাবীন এ ভোট বর্জনের ঘোষণা দেন।
এ সময় তিনি সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট এবং ভোটারদের যেতে বাধা দিচ্ছে না প্রতিদ্বন্দী প্রার্থীর লোকজন। প্রিজাইডিং অফিসার, সহকারী রিটানিং অফিসার এবং রিটানিং অফিসারকে অভিযোগ করেও তারা কোন পদক্ষেপ নেয়নি। এজন্য তিনি সমস্ত নেতাকর্মীদের সরে আসতে বলেছেন। তিনি গণমাধ্যমের মাধ্যমে ঠাকুরগাঁও-২ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবী জানান।

গাইবান্ধা-১ মাজেদুর রহমান
গাইবান্ধা-১ আসনের ধানের শীষের প্রার্থী মাজেদুর রহমান মাজেদ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

গাইবান্ধা-৫ ফারুক আলম সরকার
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ধানের শীষের প্রার্থী দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সিরাজগঞ্জ-১ : বিএনপি প্রার্থী রোমানা মোর্শেদ কনকচাঁপা।

সিরাজগঞ্জ-১ : বিএনপি প্রার্থী রোমানা মাহমুদ।

সিরাজগঞ্জ-৫ : বিএনপি প্রার্থী আব্দুল আলিম।

পিরোজপরে-১ : ধানের শীষের প্রার্থী শামীম সাঈদী।

কক্সবাজার-২ : ধানের শীষের প্রার্থী হামীদুর রহমান আজাদ।

রংপুর-১ : স্বতন্ত্র প্রার্থী পিএম সাদেক।

নাটোরনাটোর-২ (সদর) : লাঙ্গল প্রতীক প্রার্থী মজিবুর রহমান সেন্টু।