ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড টেকপাড়া ও ইয়াকুব নগরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হদের মাঝে নগর অর্থ ও বস্ত্র বিতরণ বাস ও ফুটওভার ব্রিজ মুখোমুখি সংঘর্ষ “২৬শে এপ্রিল থেকে শুরু হচ্ছে শার্ক ট্যাংক বাংলাদেশ” –মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৫৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ। “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ প্রতিষ্ঠা বার্ষিকী পালন” ইন্দুরকানীতে দিনব্যাপী পারিবারিক পুষ্টি বাগান ও বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ চট্টগ্রামে সড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন … লালমনিরহাটে বৃষ্টির জন‍্য বিশেষ নামাজ আদায় মিছিল ও শোডাউন করায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মানিক দর্জিকে শোকজ

বোয়ালমারীর চরবর্ণি হাট-বাজারে পশু ক্রয়-বিক্রয়ের পক্ষে রায় পেলো ইজারাদার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যাদী ও পশুরহাট বসানোর পক্ষে রায় পেয়েছেন ইজারাদার মো. তরিকুল ইসলাম। জেলা প্রশাসক, ফরিদপুর গংকে বিবাদী করে গত ১৯/০৭/২১ ইং তারিখে ফরিদপুর বিজ্ঞ ১ম আদালতে একটি দেওয়ানী মামলা করেন হাটটির ইজারাদার।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী বাজারটি নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ জুলাই ২নং বিবাদী বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে ৩ নং বিবাদী বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) করোনাকালীন সময়ে চরবর্ণী হাটে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি গরুর হাট না বসানোর জন্য মৌখিক আদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে বাদী হাটটির ইজারাদার তরিকুল ইসলাম ১৯/৭/২০২১ খ্রি. তারিখে জেলা প্রশাসক ফরিদপুর গং এর বিরুদ্ধে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা জর্জ ১ম আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা করেন। মোকদ্দমা নং- ১১৪/২০২১, মিস আপীল-৩৪/২০২১।
বিবাদীপক্ষ লিখিত আপত্তিতে গরুর হাট পৃথক ভাবে ইজারা প্রদান করা হয় মর্মে দাবী করলেও সরকারের কোন পৃথক নির্দেশনা এবং সেরূপ কোন কাগজপত্র আদালতে দেখাতে পারেন নাই।
বোয়ালমারী সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত দেওয়ানী ১১৪/২০২১ নম্বর মোকদ্দমায় বাদী মোঃ তারিকুল ইসলাম যেন আরজীর তফসিলে বর্ণিত নালিশি চরবর্ণি হাটের টোল উত্তোলনের কার্য চালিয়ে যেতে পারেন এবং তাকে ১-৩ নম্বর বিবাদী যেন বাধা দিতে না পারেন সেই মর্মে ঘোষণামূলক ডিক্রী প্রার্থনা করা হয়।
ফলে গত ০১/১১/২০২১ ইং তারিখে ফরিদপুর ১ম আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ শেখ মোহা: আমীনুল ইসলাম চরবর্ণী হাটবাজারটিতে ইজারাদার হিসেবে বাদীর কার্যক্রমে কোন প্রকার বাধা প্রধান করা থেকে বিবাদী গংকে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, এ বছরই প্রথম ১৮ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার চরবর্ণী হাট বাজারের ইজারা দরপত্র প্রকাশ করেন। বাংলা ১৪২৮ সনের জন্য ২৫ মার্চ চরবর্ণী বাজার শিডিউলে মাধ্যমে দরপত্র অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে টাকা ব্যাংকে জমা দিয়ে হাটটির ইজারা পান মো. তরিকুল ইসলাম।

Tag :

জনপ্রিয় সংবাদ

গজারিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান দুই প্রতিষ্ঠান কে অর্থদন্ড

বোয়ালমারীর চরবর্ণি হাট-বাজারে পশু ক্রয়-বিক্রয়ের পক্ষে রায় পেলো ইজারাদার

আপডেট টাইম ০৬:০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যাদী ও পশুরহাট বসানোর পক্ষে রায় পেয়েছেন ইজারাদার মো. তরিকুল ইসলাম। জেলা প্রশাসক, ফরিদপুর গংকে বিবাদী করে গত ১৯/০৭/২১ ইং তারিখে ফরিদপুর বিজ্ঞ ১ম আদালতে একটি দেওয়ানী মামলা করেন হাটটির ইজারাদার।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী বাজারটি নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ জুলাই ২নং বিবাদী বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশে ৩ নং বিবাদী বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) করোনাকালীন সময়ে চরবর্ণী হাটে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি গরুর হাট না বসানোর জন্য মৌখিক আদেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে বাদী হাটটির ইজারাদার তরিকুল ইসলাম ১৯/৭/২০২১ খ্রি. তারিখে জেলা প্রশাসক ফরিদপুর গং এর বিরুদ্ধে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা জর্জ ১ম আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা করেন। মোকদ্দমা নং- ১১৪/২০২১, মিস আপীল-৩৪/২০২১।
বিবাদীপক্ষ লিখিত আপত্তিতে গরুর হাট পৃথক ভাবে ইজারা প্রদান করা হয় মর্মে দাবী করলেও সরকারের কোন পৃথক নির্দেশনা এবং সেরূপ কোন কাগজপত্র আদালতে দেখাতে পারেন নাই।
বোয়ালমারী সিনিয়র সহকারী জজ আদালতে দায়েরকৃত দেওয়ানী ১১৪/২০২১ নম্বর মোকদ্দমায় বাদী মোঃ তারিকুল ইসলাম যেন আরজীর তফসিলে বর্ণিত নালিশি চরবর্ণি হাটের টোল উত্তোলনের কার্য চালিয়ে যেতে পারেন এবং তাকে ১-৩ নম্বর বিবাদী যেন বাধা দিতে না পারেন সেই মর্মে ঘোষণামূলক ডিক্রী প্রার্থনা করা হয়।
ফলে গত ০১/১১/২০২১ ইং তারিখে ফরিদপুর ১ম আদালতের বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ শেখ মোহা: আমীনুল ইসলাম চরবর্ণী হাটবাজারটিতে ইজারাদার হিসেবে বাদীর কার্যক্রমে কোন প্রকার বাধা প্রধান করা থেকে বিবাদী গংকে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, এ বছরই প্রথম ১৮ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার চরবর্ণী হাট বাজারের ইজারা দরপত্র প্রকাশ করেন। বাংলা ১৪২৮ সনের জন্য ২৫ মার্চ চরবর্ণী বাজার শিডিউলে মাধ্যমে দরপত্র অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে টাকা ব্যাংকে জমা দিয়ে হাটটির ইজারা পান মো. তরিকুল ইসলাম।